ফেইসবুক একটা নেশা। মানুষের জীবনে সবচাইতে
মূল্যবান জিনিস হচ্ছে সময়। ফেইসবুকের কারণে ঈমানদারদের অনেক সময় নষ্ট হচ্ছে।
আমাদের সতর্ক থাকা উচিৎ। সামান্য কিছু সময়ের বেশি ফেইসবুকের পেছনে দেওয়া ঠিকনা। আর
এতে অনেক ধরণের ফেতনা আছে, যা মানুষের জীবনে মারাত্মক ক্ষতি ডেকে নিয়ে আসছে।
আল্লাহু মুস্তায়ান।
শনিবার, ৩১ জানুয়ারী, ২০১৫
ক্বুরানুল কারীমের যেই আয়াতগুলো দ্বারা প্রেমিক-প্রেমিকার সম্পর্ক রাখা হারাম করা হয়েছে
ক্বুরানুল কারীমের যেই আয়াতগুলো দ্বারা প্রেমিক-প্রেমিকার
সম্পর্ক রাখা হারাম করা হয়েছেঃ
[এক]
“আর (মুমিনদের গুণাবলী হচ্ছে) যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। তবে তারা
যদি নিজেদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখে, তাহলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ যদি (স্ত্রী ও মালিকানাভুক্ত দাসী)
ছাড়া অন্য কাউকে কামনা করে, তাহলে সে সীমালংঘনকারী হবে।”
[সুরা আল-মুমিনুনঃ ৫-৭]
.
“And those who guard
their chastity (i.e. private parts, from illegal sexual acts) . Except from their wives or (the slaves) that
their right hands possess, for then, they are free from blame; But whoever
seeks beyond that, then those are the transgressors;
[দুই]
“তারা (যুদ্ধবন্দী ও দাসী নারীরা)
বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, ব্যভিচারিণী কিংবা উপ-পতি গ্রহণকারিণী হবে না।”
[সুরা আন-নিসাঃ ২৫]
They (the above said captive and slave-girls)
should be chaste, not committing illegal sex, nor taking boy-friends.
[Sura An-Nisa: 25]
[তিন]
“তোমাদের জন্যে হালাল সতী-সাধ্বী মুসলমান নারী এবং তাদের সতী-সাধ্বী নারী, যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা
তাদেরকে মোহরানা প্রদান কর তাদেরকে স্ত্রী করার জন্যে, কামবাসনা
চরিতার্থ করার জন্যে কিংবা গুপ্ত প্রেমে লিপ্ত হওয়ার জন্যে নয়।”
[সুরা আল-মায়িদাহঃ ৫]
"And [lawful in
marriage are] chaste women from the believers and chaste women from those who
were given the Scripture before you, when you have given them their due
compensation (mahr), desiring chastity, not unlawful sexual intercourse, not
taking them as girl-friends."
[Sura Al-Mayidah: 5]
নারী-পুরুষের যোগাযোগ
লন্ডনের একজন ভাই টিম হাম্বল যিনি ঝাড়ফুক
করে থাকেন (ঝাড়ফুঁকের উপরে ইউটিউবে তার লেকচার আছে), তিনি
তার অভিজ্ঞতা বলেছেন,
“একবার একজন নারীকে জিনে আসর করে যিনি তার কাছে আসেন ঝাড়ফুঁকের জন্য। তিনি
তাকে কয়েকবার ঝাড়ফুঁক করে কিন্তু জিন তাকে ছাড়তে চাচ্ছিলোনা। তিনি তখন ঐ মহিলাকে জিজ্ঞেস
করেন, তিনি কোন পাপ কাজে লিপ্ত কিনা, কারণ পাপী বান্দার উপর আল্লাহর রহমত কম থাকে,
সুতরাং তার উপরে ক্বুরানের আয়াতের প্রভাব কম হবে। পরে দেখা গেলো ঐ মহিলা আসলে একজন
পুরুষের সাথে সম্পর্ক ছিলো, যার সাথে সে মোবাইলে যোগাযোগ রাখতো। তিনি তাকে তোওবা
করে ঐ লোকের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলেন। ঐ মহিলা যেইদিন তোওবা করে ঐ লোকের সাথে
যোগাযোগ বন্ধ করে, সেইদিনই সে জিনের আসর থেকে মুক্তি পায়।
- Abu Ibraheem
ভাইয়ের একটা লেকচার থেকে নেওয়া।
শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০১৫
তাকফিরী ও খারেজী মানহাজ এর উপরে পোস্টগুলোর লিংক -
তাকফিরী ও খারেজী মানহাজ এর উপরে পোস্টগুলোর লিংক -
খারেজীদের নিয়ে কিছু প্রশ্নের উত্তর….
https://www.facebook.com/Back.to.Allah.bangla/posts/985484478150966:0
খারেজীদের ফেতনা...
https://www.facebook.com/Back.to.Allah.bangla/photos/pb.125167817515974.-2207520000.1409672026./889746027724812/?type=1&source=42
সালমান আল-আওদাহ, সফর আল-হাওয়ালি ও অন্যান্য তাকফিরি
নেতাদের ফতোয়াবাজির বিরুদ্ধে শায়খ বিন বাজ ও কিবার আল-ওলামাদের বক্তব্যঃ
https://www.facebook.com/dawati.kaj/photos/a.1539584829647010.1073741828.1440162482922579/1539584746313685/?type=1&relevant_count=1
প্রশ্নঃ আপনারা আলেমদের নামে গীবত করেন কেনো?
https://www.facebook.com/Back.to.Allah.bangla/photos/pb.125167817515974.-2207520000.1411864525./908687385830676/?type=1&source=42
প্রশ্নঃ আনোয়ার আল-আওলাকির লেকচার শোনা যাবে?
https://www.facebook.com/Back.to.Allah.bangla/photos/pb.125167817515974.-2207520000.1411864525./909241182441963/?type=1&source=42
“যুদ্ধে নারী ও শিশুদেরকে
হত্যা করা নিষেধ”
https://www.facebook.com/Back.to.Allah.bangla/posts/969698756396205?ref=notif¬if_t=like
প্রশ্নঃ মুহাম্মদ আল-আরিফী কে? সে কি কোন আলেম?
https://www.facebook.com/Back.to.Allah.bangla/posts/939112999454781
প্রশ্নঃ আল্লাহর আইন দিয়ে যে দেশ পরিচালনা করেনা বা বিচার
করেনা সে কি?
https://www.facebook.com/Back.to.Allah.bangla/photos/a.130928300273259.14132.125167817515974/891004574265624/?type=1&relevant_count=1
প্রশ্নঃ ওহাবী কারা?
https://www.facebook.com/Back.to.Allah.bangla/photos/a.130928300273259.14132.125167817515974/1107349879297758/
প্রশ্নঃ মুসলমানদের জন্য যুদ্ধে কোন কাফেরের সাহায্য
নেওয়া জায়েজ আছে কিনা?
১৯৯০ সালে ইরাকের সাথে কুয়েতের যুদ্ধে সৌদি আরবের এমেরিকান
সাহায্য নেওয়া কি কুফুরী নাকি জায়েজ?
https://www.facebook.com/Back.to.Allah.bangla/posts/938278106204937:0
প্রশ্নঃ রাজতন্ত্র কি ইসলামে জায়েজ?
https://www.facebook.com/Back.to.Allah.bangla/posts/804396302926452
প্রশ্নঃ ফিদায়ী হামলা কি?
আল-কায়েদার জিহাদ নাম দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ ও আওলাকির
ভ্রান্ত ফতোয়াঃ
https://www.facebook.com/Back.to.Allah.bangla/photos/a.130928300273259.14132.125167817515974/971340726232008/
জসীম উদ্দিন রাহমানী ভক্তদের জবাবঃ
https://www.facebook.com/Back.to.Allah.bangla/photos/a.130928300273259.14132.125167817515974/890831644282917/?type=1&p=10
“ইকামতে দ্বীন” এর অর্থ নিয়ে মাওলানা মওদুদীর অপ-তাফসীরঃ
http://ansarus-sunnah.blogspot.com/2014/06/blog-post_9962.html
খারেজীরা আলেমদেরকে গালি দিবে, এটা তাদের জন্মগত স্বভাবঃ
http://ansarus-sunnah.blogspot.com/2014/09/blog-post_22.html
ইসলাম কায়েম বলতে আপনি কি বুঝেছেন?
http://ansarus-sunnah.blogspot.com/2014/08/blog-post_98.html
ফেতনার সময় আলেমদের ভূমিকাঃ
http://ansarus-sunnah.blogspot.com/2014/09/blog-post_87.html
জসীম উদ্দিন রাহমানীর আলেমদের নামে মিথ্যা অপবাদ ও গালি-গালাজ
http://ansarus-sunnah.blogspot.com/2014/09/blog-post_44.html
ফিতনাতুত তাকফীর....
- ঈমানের দাবীদারকে কাফির বলার ফিতনা
http://ansarus-sunnah.blogspot.com/2014/09/blog-post_2.html
লেবেলসমূহ:
জামাতে ইসলামী,
জিহাদ কিতাল ও খিলাফাহ
সালমান আল-আওদাহ, সফর আল-হাওয়ালি
সালমান আল-আওদাহ, সফর আল-হাওয়ালি ও অন্যান্য তাকফিরি
নেতাদের ফতোয়াবাজির বিরুদ্ধে শায়খ বিন বাজ ও কিবার আল-ওলামাদের বক্তব্যঃ
বিগত শতাব্দীতে তাকফিরী ফেতনা যখন মাথাচাড়া দিয়ে উঠে
সেই সময়ে শায়খ মুহাম্মদ নাসির উদ্দিন আলবানি রহিমাহুল্লাহ তাকফিরী ফেতনার বিরুদ্ধে
রুখে দাঁড়ান। এ কারণে সালমান আল-আওদাহ সহ ও আরো কিছু চরমপন্থী বক্তা শায়খ আলবানীকে
মুর্জিয়া, শয়তানের এজেন্ট, ইসরায়েলের দালালসহ বিভিন্ন আজেবাজে গালি দেওয়া শুরু করে।
ইমাম আব্দুল আজীজ বিন বাজ রহিমাহুল্লাহ এই তাকফিরী ফেতনা
ও জেএমবির মতো বোমাবাজির পন্থাকে বেদাত হিসেবে ফতোয়া দেন এবং সেই ব্যপারে উম্মতকে সাবধান
করেন। এছাড়া শায়খ বিন বাজের নেতৃত্বে উলামায়ে কিবারদের একটি দল সম্মিলিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর
বিরুদ্ধে এই ধরণের চরমপন্থী মতবাদের প্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার
জন্য অনুরোধ করেন।
আব্দুল আজীজ ইবনে বাজ এর পক্ষে থেকে প্রিন্স নায়েফ (স্বরাষ্ট্রমন্ত্রীর)
কাছেঃ
“তাদের বেশকিছু বক্তব্য
ও বই সবদিক থেকে বিবেচনা করার পর ওলামারা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন, সালমান
আল-আওদাহ ও সফর আল-হাওয়ালীর ভুলগুলো নিয়ে তাদেরকে ২ জন আলেমের সামনে জিজ্ঞাসাবাদ করা
হোক। যদি তারা তাদের ভুলগুলো স্বীকার করে এবং পুনরায় এই ভুলগুলো না করার জন্য রাজি
হয় তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এতোটুকুই যথেষ্ঠ হবে।
আর যদি তারা ভুল সংশোধন করতে রাজি না হয় তাহলে, তাদেরকে
সমস্ত প্রকার লেকচার, সেমিনার, খুতবাহ দেওয়া, জনসাধারণের মাঝে ওয়াজ মাহফিল বা ক্যাসেট
বিতরণ করতে নিষিদ্ধ করা হবে।
আল্লাহ এই ২ জনকে হেদায়েত করুন ও সঠিক আমলের দিকে পরিচালিত
করুন।
৩/৪/১৪১৪ হিজরী।
কিবার আল-ওলামাদের সচিবালয়ঃ ৯৫১/২।
সালমান আল-আওদাহ ও সফর আল-হাওয়ালী শায়খ আলবানীকে মুর্জিয়া
আকীদার বললে, শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল-উসাইমি রহিমাহুল্লাহকে এই ব্যপারে জিজ্ঞাসা
করা হয়। উত্তরে শায়খ ইবনে উসাইমিন বলেন,
“শায়খ আলবানী একজন
আলেম, মুহাদ্দিস ও ফকীহ। আমার দৃষ্টিতে তিনি একজন ফকীহর থেকে বড় মুহাদ্দিস। আমার জানা
মতে শায়খ আলবানীর এমন কোন বক্তব্য নেই যা মুর্জিয়ারা বলে থাকে। যাই হোক, যেই সমস্ত
লোকেরা মানুষকে #কাফের বলে ফতোয়া দিতে চাই তারাই শায়খ আলবানীকে মুর্জিয়া বলে থাকে এবং
বিভিন্ন আজেবাজে নামে গালি দেয়। আমি শায়খ আলবানীর, আল্লাহ তাঁর প্রতি রহম করুন ইস্তিকামাহ,
সঠিক আকীদাহ ও ইখলাসের স্বাক্ষ্য দিচ্ছি।”
তিনি আরো বলেন, “শায়খ আলবানী সালাফী আকীদাহ ও বিশুদ্ধ মানহাজের উপর প্রতিষ্ঠিত। কিছু মানুষ আল্লাহর
বান্দাদেরকে এমন বিষয় নিয়ে কাফের ফতোয়া দিতে চায় যেই বিষয়ে আল্লাহ তাদেরকে কাফের বলেন
নি। অতঃপর, যারা এইরকম অন্যায়ভাবে কাফের বলার বিরোধীতা করে তাঁদেরকে তারা মুর্জিয়া
বলে, এটা সম্পূর্ণ মিথ্যা, জঘন্য অপবাদ এবং মিথ্যা রচনা। এই ধরণের কথা যেই বলে থাকুক
না কেনো, তাদের কথা শুনবেনা।”
মাকাল্লামাত মা মাশায়িখ আদ-দাওয়া আস-সালাফিয়্যা, পর্ব-৪,
২০০১।
নতুন সৌদি বাদশাহ সালমান এর বাদশাহী উপহার !!
নতুন সৌদি বাদশাহ সালমান এর বাদশাহী
উপহার !!
নতুন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আযিয আলে-সাউদ
ঘোষণা করেছেন, প্রত্যেক সরকারী কর্মচারীদের তাদের দুই মাসের বেতনের সমপরিমাণ বোনাস
দেওয়ার জন্য। যারা অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী আছেন তাদেরকেও যেন এর আওতাভুক্ত করার
নির্দেশ দিয়েছেন তিনি! পাশাপাশি তাদের বেতন-ভাতা বৃদ্ধির ও ঘোষণা করেছেন। এই খবরে পুরো
সাউদিতে সৌদি নাগরিকদের মাঝে আনন্দের জোয়ার বইছে, আলহা’মদুলিল্লাহ!! বাদশাহর নতুন আদেশ শুনে যে যেখানে ছিল
বাদশাহর জন্য দোয়া ও আল্লাহর প্রতি শোকরানা সেজদাহ দায়া করেছেন।
এদিকে এক টুইটার বার্তায় বাদশাহ সালমান দেশের জনগণের
উদ্দেশ্যে বলেন, “আমি দুর্বল, আমার নিজের কোন শক্তি
নেই যদি আল্লাহ্ না শক্তি দান করেন! আপনারা আমার জন্য আল্লাহর নিকটে দুয়া করবেন, আল্লাহ্
যেনো আমার দায়িত্ব পালন করার জন্য আমাকে শক্তিদান করেন।”
হাদীসে রাসূল (সাঃ) বলেছেন, “তোমাদের সর্বোত্তম নেতা (ইমাম) আমীর হচ্ছে তারা,
যাদেরকে তোমরা ভালবাস এবং তারাও তোমাদেরকে ভালবাসে, যারা তোমাদের জন্য দোয়া করে এবং
তোমরা তাদের জন্য দোয়া করে। আর তোমাদের মাঝে সবচাইতে মন্দ/খারাপ নেতা হচ্ছে তারা যাদেরকে
তোমরা ঘৃণা কর এবং তারাও তোমাদেরকে ঘৃণা করে। যাদেরকে তোমরা বদ-দোয়া কর এবং তারাও তোমাদের
জন্য বদ-দোয়া করে।” [সাহিহ মুসলিম গ্রন্থের হাদিস]
একটু ভেবে দেখুন, আমাদের দেশের শাসক আর জনগণের মধ্যকার
সম্পর্কের অবস্থান কোথায়?
জুমুয়াহ, ৩০শে জানুয়ারী, ২০১৫
Collected from Talha Khaled.
ইমাম হাসান ইবনে আলি আল-বারবাহারি (মৃত্যু ৩২৯ হিজরী)
রাহিমাহুল্লাহ বলেন, “যদি তুমি কোন ব্যক্তিকে দেখো সে
শাসকদের বদদুয়া করছে, তাহলে জেনে রাখো সে একজন মনপূজারী, বিদাতী। আর তুমি যদি কোন ব্যক্তিকে
দেখো সে শাসকদের জন্য ভালো দুয়া করছে, তাহলে সে একজন আহলে সুন্নাহ, ইন শা’ আল্লাহ্।”
শরাহুস সুন্নাহ, পৃষ্ঠা ১১৩-১১৪।
বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫
দুইটী প্রশ্নের উত্তর মেয়েদের বিয়ে দেরীতে বিয়ে, আংটি
Ami prosno korechilam,
as salamu alaikum.
onek meye ache. boyosh 28-29 hoyeche kintu
ekhono biye hoyni, valo patrer ovabe. deen dar joggo patro ajkal khub e kom, ar
meyer biye hocchena eta niye poribarer lokjon onek manosik osantir majhe ache.
tader asole ki kora uchit? emon karo jonne sudi bank e kaj kore ba jibika halal
noy, dari rakhena, iman aqeeda sontustojonok noy, emon karo sathe meye biye
deya thik hobe?
ebepare jodi kichu bolten....
uttore Shaykh Abdul Hamid Madani Faizi bollen,
wa alaikumus salam wa rahmatullahi wa
barakatuh..
khoj rekhe dindar patro dewa uchit,
jodio gorib hoy....
প্রশ্নঃ Assalamualaikum. Ami akta question
korte chai seta holo amar ak relative jante chan je kono
Pathor sorir valo rakhe amon niyot kore ki pora
jabe?r akta bepar holo hujur (Sm) naki akik pathor porten ota kokhon and kano
porechen seta janale opokrito hobo.sms optoin a giye sms kortebpari nai.ajonno
comments e likhlam
প্রশ্নঃ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
বারাকাতুহু।
পাথর শরীরে রাখলে রোগ ভালো হয়, এটা সম্পূর্ণ ভ্রান্ত
বিশ্বাস, হিন্দুয়ানি কুসংস্কার। পাথর কোন রোগের চিকিৎসা নয়। হাতের আংটির পাথর নিয়ে
ব্যবসা করে এরা মিথ্যুক ও প্রতারক, এরা মানুষের ঈমান নষ্ট করছে।
রাসুলুল্লাহ সাঃ কে হুজুর ডাকা যাবেনা, শুধুমাত্র
অজ্ঞ অথবা বিদাতী লোকেরাই রাসুল সাঃ কে হুজুর বলে ডাকে। জীবিত এবং উপস্থিত ব্যক্তিকেই
হুজুর (অর্থাৎ উপস্থিত সম্মানিত ব্যক্তি) বলা যাবে, অনুপস্থিত মৃত কোন ব্যক্তিকে সব
জায়গায় উপস্থিত মনে করে হুজুর ডাকলে শিরক হবে, আর কিছু মনে না করে এমনিতেই সম্মানের
জন্য ডাকলে কথাটা ভুল, যিনি উপস্থিত নন তাকে উপস্থিত বলা বোকামি আর রাসুল সাঃ আকিক
পাথরের আংটির ব্যবহার করতেন এটা জাল হাদীস। রাসুল সাঃ চিঠিতে সীল দেওয়ার জন্য হাতে
রূপার আংটি পরিধান করতেন।
‘সহীহ বুখারী’ থেকে গুরুত্বপূর্ণ দুইটি হাদীস জেনে নেই
আসুন আজকে আমরা ‘সহীহ বুখারী’ থেকে গুরুত্বপূর্ণ
দুইটি হাদীস জেনে নেইঃ
সহীহ বুখারীর প্রথম হাদীসটি হচ্ছে ‘নিয়ত’ সম্পর্কে বিখ্যাত একটি
হাদীস, আর সহীহ বুখারীর সর্বশেষ হাদীসটি হচ্ছে ‘সুবহা’নাল্লাহি ওয়া বিহা’মদিহি ও সুবহা’নাল্লাহিল আ’যীম’।
সহীহ বুখারীর প্রথম হাদীসঃ
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ، قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ، يَقُولُ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ عَلَى الْمِنْبَرِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ "
সহিহ বুখারী, অধ্যায়ঃ ওয়াহীর সূচনা, খন্ড ১, অধ্যায় ১, হাদিস নং-
১।
‘আলকামা ইব্ন ওয়াক্কাস আল-লায়সী (র) থেকে বর্ণিত, আমি উমর ইবনুল খাত্তাব
(রা)-কে মিম্বরের ওপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ্ (সাঃ) কে বলতে শুনেছি,
“প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভর করে, আর মানুষ তার নিয়ত অনুযায়ীই
কাজের প্রতিদান পাবে। তাই যার হিজরত হবে দুনিয়াবি কোন লাভের জন্য অথবা কোন নারীকে বিয়ে
করার জন্য, তাহলে তার সেই উদ্দেশ্যেই হবে তার হিজরতের প্রাপ্য।”
হাদীস থেকে শিক্ষাঃ এই হাদীসটা এতো গুরুত্বপূর্ণ যে, অনেক আলেম একে
ইলমের তিন ভাগের এক ভাগ বলেছেন। এই হাদীসের শিক্ষা হচ্ছে, যেকোন আমল করতে হবে একমাত্র
আল্লাহ্ তাআ’লাকে সন্তুষ্ট করার জন্য। দুনিয়াবি কোন লাভ, মান-সম্মান, লোকের প্রশংসা,
লাইক...এমন আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোন কোনকিছুর জন্য কোন ইবাদত করলে সেটা বাতিল ও
রিয়ার ছোট শির্ক, যার জন্য কঠোর শাস্তি রয়েছে।
সহীহ বুখারীর সর্বশেষ হাদীসঃ
حَدَّثَنِي أَحْمَدُ بْنُ إِشْكَابٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " كَلِمَتَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ، خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ "
সহিহ বুখারী, অধ্যায়ঃ তাওহিদ প্রসঙ্গ, খন্ড ৯, অধ্যায় ৯৩, হাদিস
নং ৬৫২।
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সাঃ) বলেছেন, “দুইটি কলেমা (বাণী)
রয়েছে এমন যেইগুলো দয়াময় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, উচ্চারণে খুবই সহজ (আমলের) আর
মীযান (দাঁড়িপাল্লায়) অত্যন্ত ভারী। (সেই বাণী দুইটি হচ্ছে) ‘সুবহা’নাল্লাহি ওয়া বিহা’মদিহি ও সুবহা’নাল্লাহিল আ’যীম’ [অর্থ আমরা আল্লাহ্
তাআ’লার প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহ্ অতীব পবিত্র]।”
হাদীস থেকে শিক্ষাঃ অবসর সময়ে চুপ করে বসে না থেকে বা আজেবাজে কথা
ও বাকোয়াজ না করে, মিথ্যা, গীবত ও চোগলখুরী না করে এইরকম বেশী সয়ওয়াব রয়েছে এমন যিকর
ও দুয়াগুলো বেশি বেশি করে পড়ে পরকালের পুজি সংগ্রহ করতে হবে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)