“শোপিস” নামে
মানুষ বা কোন প্রাণীর ছবি বা মূর্তি, স্ট্যাচু, এন্টিক...ঘরে থাকলে সেটা বের করে
দিতে হবে। ছেলে-মেয়ের ছবি অথবা কুকুর, বিড়ালের মূর্তি, যাই হোক না, যতই দামী হোক
না কেনো, এই সমস্ত ‘বেহুদা’ জিনিসকে
ঘরে জায়গা দেওয়ার কোন সুযোগ নেই। এইগুলো ঘরে থাকলে ‘আল্লাহর
রহমতের ফেরেশতারা’ ঘরে প্রবেশ করেন না। হারাম জিনিসের
প্রতি ভালোবাসা বা দুর্বলতা বোধ করা ঈমানের দুর্বলতার লক্ষণ। আর আল্লাহ যা হারাম
বা নিষিদ্ধ করেছেন, সেইগুলোর প্রতি অন্তর থেকে ঘৃণা ও বিদ্বেষ পোষণ করা শক্তিশালী
ঈমানের লক্ষণ।