শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬

কেয়ামতের ছয়টি আলামত ও শায়খ ফাউজানের ব্যখ্যা


কেয়ামতের ছয়টি আলামত ও শায়খ ফাউজানের ব্যখ্যাঃ
আওফ ইবনে মালেক আল-আশজাঈ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তাবুক যুদ্ধের সময় আমি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট উপস্থিত ছিলাম। তিনি একটি চামড়ার তাঁবুর ভেতরে ছিলেন। আমি তাঁবুর আঙ্গিনায় বসে পড়লাম। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ হে আওফ! ভেতরে এসো। আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি কি সম্পূর্ণ প্রবেশ করবো? তিনি বলেনঃ হাঁ, সম্পূর্ণভাবে এসো। অতঃপর তিনি বললেনঃ হে আওফ! কিয়ামতের পূর্বে ছয়টি আলামত স্মরণ রাখবে।
(১) সেগুলো একটি হচ্ছে আমার মৃত্যু।  আওফ (রাঃ) বলেন, আমি একথায় অত্যন্ত মর্মাহত হলাম। তিনি বলেনঃ তুমি বলো, প্রথমটি।
(২) অতঃপর বাইতুল মুকাদ্দাস বিজয়।
(৩) অতঃপর তোমাদের মধ্যে এক মহামারী রোগ ছড়িয়ে পড়বে, যার দ্বারা আল্লাহ তোমাদের বংশধরকে ও তোমাদেরকে শাহাদত নসীব করবেন এবং তোমাদের আমলসমূহ পরিশুদ্ধ করবেন।
(৪) এরপর তোমাদের সম্পদের প্রাচুর্য হবে, এমনকি মাথাপিছু একশত দীনার (স্বর্ণমুদ্রা) পেয়েও মানুষ সন্তুষ্ট হবে না।
(৫) তোমাদের মধ্যে এমন একটা ফিতনাহ সৃষ্টি হবে, যা থেকে কোন মুসলমানের ঘরই রেহাই পাবে না।
(৬) এরপর বনু আসফার (রোমক খৃস্টান)-এর সাথে তোমাদের সন্ধি হবে। কিন্তু তারা তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং আশিটি পতাকা তলে সঙ্ঘবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। প্রতিটি পতাকার অধীনে থাকবে বারো হাজার সৈন্য।
সহী বুখারী ৩১৭৬, বু দাউদ ৫০০০, আহমাদ ২৩৪৫১
আল্লামাহ সালেহ আল-ফাউজান হাফিজাহুল্লাহ উপরোক্ত হাদীসের ব্যখ্যায় বলেনঃ কেয়ামতের পূর্বে ছয়টি ঘটনা ঘটবে।
(১) প্রথমটা হচ্ছে আল্লাহর রাসুল সাঃ এর মৃত্যু।
(২) এরপর হচ্ছে (মুসলমানেরা জেরুজালেমের) বায়তুল মুকাদ্দাস জয় করবে। আর এটা হযরত উমার (রাঃ) এর খিলাফতের সময় হয়েছিলো।
(৩) এরপর হচ্ছে মারাত্মক একটা মহামারী রোগ মানুষের মাঝে ছড়িয়ে পড়বে, যার কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করবে। আমরা আল্লাহর কাছে এটা থেকে আশ্রয় প্রার্থনা করছি।
(৪) এরপর হচ্ছে মানুষের মাঝে সম্পদ বেড়ে যাওয়া। সম্পদ বেড়ে যাওয়া একটা ফিতনাহ, এবং এটা কেয়ামতের একটা লক্ষণ। কেয়ামতের পূর্বে মানুষের হাতে সম্পদ বেড়ে যাওয়ার কারণে মানুষ অল্প সম্পদে সন্তুষ্ট হবেনা। এমনকি কোন ব্যক্তিকে একশত স্বর্ণমুদ্রা (অনেক সম্পদ) দিলেও সে সন্তুষ্ট হবেনা।
(৫) এরপর হচ্ছে, এমন একটা ফিতনাহ, যেটা থেকে কোন মুসলমানের বাড়ি বেঁচে থাকতে পারবেনা।  এটা একটা মারাত্মক সমস্যা, যা সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং যা বর্তমানে খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে। আল্লাহ সবচেয়ে ভালো জানেন, আমার (শায়খ ফাউজন-এর) মতে, বর্তমান যুগের বিভিন্ন মিডিয়া এবং ইন্টারনেট হচ্ছে হাদীসে বর্ণিত সেই ফিতনাহ। কে জানে, এই মিডিয়ার থেকে সৃষ্ট ক্ষতি কত দূর পর্যন্ত পৌঁছে গেছে। এই (মিডিয়া, ইন্টারনেট) নিজে থেকে মানুষের বাড়িতে প্রবেশ করছে। তোমার তাদের কাছে যাচ্ছ বিষয়টা এমন নয়, বরং তারা নিজেরাই তোমাদের কাছে চলে আসছে। তুমি তোমার বিছানায় শুয়ে আছে, আর এই অলস জিনিসটা তোমার পাশে আছে। তোমার খুব বেশি চেষ্টা ছাড়াই এইগুলো তোমার জন্যে অনেক বড় ক্ষতি ও ধংস নিয়ে আসছে। এর এটাই হচ্ছে ফিতনাহ (বিপর্যয়, কঠিন পরীক্ষা)।
(৬) সর্বশেষ, তোমাদের ও বনু আসফার লোকদের মাঝে একটা সন্ধি চুক্তি। বনু আসফার হচ্ছে রোমান খ্রীস্টানরা। মুসলমান ও রোমান খ্রীস্টানদের মাঝে একটা সন্ধি চুক্তি হবে এবং তাদের মধ্যে যুদ্ধের মাধ্যমে এই চুক্তি শেষ হবে। রোমানরা তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে। রোমানরা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করবে কারণ, প্রতারণা ও বিশ্বাসঘাতকতা হচ্ছে কাফেরদের একটা চরিত্র। আর আমানত ও ওয়াদা রক্ষা করা হচ্ছে মুসলমানদের চরিত্র।

নাআম।