আরাফার দিন আগামী শুক্রবার...
প্রশ্নঃ আসসালামুয়ালাইকুম শায়খ। শায়খ একটা ব্যাপারে মাসালা জানতে চাচ্ছিলাম। ব্যাপারটি নিয়ে আমি দ্বিধায় আছি। আরাফার দিনে রোজা রাখা অতন্ত্য ফজিলত পূর্ণ ইবাদত হিসেবে জানি আমরা। এখন ৯ই জিলহজ তারিখ আরাফার দিন। বাংলাদেশ হিসেবে এখালে ৯ই জিলহজ হল ইংরেজি মাসের ৫ তারিখ। কিন্তু, হাজিরা আরাফায় থাকবেন ৩ তারিখ ইংরেজি মাসের।
এমতাবস্থায় আমি কোনদিন ৯ই জিলহজের রোজা রাখবো?? বাংলাদেশের নিয়মে নাকি সৌদির নিয়মে?? শায়খ একটু জানাবেন আশা করি। জাযাকাল্লাহ।
উত্তরঃ ওয়ালাইকুমুস সালাম। আপনি যদি আরাফার দিনটি সহীহ সূত্রে জানতে পারেন যে অমুক তারিখে বা দিনে হচ্ছে, যেমন এখন আপনি জানতে পারছেন, তাহলে সে দিনই রোযা রাখবেন বাংলাদেশে তারিখ যাই হোক না কেন। না জানতে পারলে নিজ দেশের আরবী তরিখ অনুযায়ী নবম তারিখে রোযা রাখবেন।
প্রশ্নের উত্তর দিয়েছেনঃ
শায়খ আব্দুর রাক্বীব মাদানী
দ্বাইয়ী, খাফজি ইসলামিক সেন্টার, সৌদি আরাবিয়া।
প্রশ্নঃ আসসালামুয়ালাইকুম শায়খ। শায়খ একটা ব্যাপারে মাসালা জানতে চাচ্ছিলাম। ব্যাপারটি নিয়ে আমি দ্বিধায় আছি। আরাফার দিনে রোজা রাখা অতন্ত্য ফজিলত পূর্ণ ইবাদত হিসেবে জানি আমরা। এখন ৯ই জিলহজ তারিখ আরাফার দিন। বাংলাদেশ হিসেবে এখালে ৯ই জিলহজ হল ইংরেজি মাসের ৫ তারিখ। কিন্তু, হাজিরা আরাফায় থাকবেন ৩ তারিখ ইংরেজি মাসের।
এমতাবস্থায় আমি কোনদিন ৯ই জিলহজের রোজা রাখবো?? বাংলাদেশের নিয়মে নাকি সৌদির নিয়মে?? শায়খ একটু জানাবেন আশা করি। জাযাকাল্লাহ।
উত্তরঃ ওয়ালাইকুমুস সালাম। আপনি যদি আরাফার দিনটি সহীহ সূত্রে জানতে পারেন যে অমুক তারিখে বা দিনে হচ্ছে, যেমন এখন আপনি জানতে পারছেন, তাহলে সে দিনই রোযা রাখবেন বাংলাদেশে তারিখ যাই হোক না কেন। না জানতে পারলে নিজ দেশের আরবী তরিখ অনুযায়ী নবম তারিখে রোযা রাখবেন।
প্রশ্নের উত্তর দিয়েছেনঃ
শায়খ আব্দুর রাক্বীব মাদানী
দ্বাইয়ী, খাফজি ইসলামিক সেন্টার, সৌদি আরাবিয়া।