হাদীসে
বর্ণিত কি সেই ‘ফিতনাহ’, যা কেয়ামতের পূর্বে
প্রকাশ পাবে এবং মুসলমানদের মাঝে সর্বত্র বিস্তার লাভ করবে?
আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম
বলেছেন,
“(কেয়ামতের
পূর্বে) তোমাদের মাঝে এমন একটা ফিতনাহ সৃষ্টি হবে, যা
থেকে কোন মুসলমানের ঘরই রেহাই পাবে না।”
সহীহ বুখারীঃ ৩১৭৬, আবু দাউদঃ ৫০০০, আহমাদঃ ২৩৪৫১।
আল্লামাহ সালেহ আল-ফাউজান হা’ফিজাহুল্লাহ
উপরোক্ত হাদীসের ব্যখ্যায় বলেন,
“হাদীসে বর্ণিত এই ‘ফিতনাহ’ এমন একটা ফিতনাহ, যেটা থেকে কোন মুসলমানের বাড়ি বেঁচে থাকতে পারবেনা। এটা একটা মারাত্মক
সমস্যা, যা বর্তমানে সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং খুব বেশি
লক্ষ্য করা যাচ্ছে। আল্লাহ সবচেয়ে ভালো জানেন, আমার (শায়খ
ফাউজন-এর) মতে, “বর্তমান
যুগের বিভিন্ন মিডিয়া এবং ইন্টারনেট হচ্ছে হাদীসে বর্ণিত সেই ফিতনাহ। কে জানে, এই মিডিয়ার থেকে সৃষ্ট ক্ষতি কত দূর পর্যন্ত পৌঁছে গেছে! এই (মিডিয়া,
ইন্টারনেট) নিজে থেকে মানুষের বাড়িতে প্রবেশ করছে। তোমার তাদের
কাছে যাচ্ছ বিষয়টা এমন নয়, বরং তারা নিজেরাই তোমাদের কাছে
চলে আসছে। তুমি তোমার বিছানায় শুয়ে আছে, আর এই অলস
জিনিসটা তোমার পাশে আছে। তোমাদের কোন চেষ্টা পরিশ্রম ছাড়াই এইগুলো তোমার জন্যে
অনেক বড় ক্ষতি ও ধংস নিয়ে আসছে। আর এটাই হচ্ছে ফিতনাহ (বিপর্যয়, কঠিন পরীক্ষা)। নাআ’ম।”
*এখানে মিডিয়া দ্বারা রেডিও, টেলিভিশন, ইউটিউব, ফেইসবুক,
টুইটার ইত্যাদি যোগাযোগ মাধ্যমগুলোকে বোঝানো হয়েছে।