মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

এতো বড় হুজুর কি ভুল করতে পারে?

এতো বড় হুজুর কি ভুল করতে পারে?
___________________________
দেওবন্দী সূফী আকীদাহর অনুসারী, বাংলাদেশে সবচাইতে বড় মাদ্রাসা, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল, মাওলানা আহমাদ শফি সাহেব তার ইরশাদাতে মুরশিদী বইয়ে লিখেছেনঃ
হোসাইন আহমদ মাদানীকে মদীনায় তার ছাত্ররা প্রশ্ন করলো, রাসুল (সাঃ) কি কবরে জীবিত? তিনি বললেন, আলমে মেছালীতে রাসুল (সাঃ) জীবিত, কিন্ত ছাত্ররা দলিল প্রমাণাদী পেশ করলো যে কোরআনে সূরা যুমারের ৩০নং আয়াতে বলা হয়েছে,
(হে নবী!) নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন আর তারাও মৃত্যুবরণ করবে।
মাদানী ছাত্রদেরকে বিভিন্ন দলিলের মাধ্যমে বুঝাতে চেষ্টা করলেন, কিন্ত তারা বুঝতে অপ্রস্তুত, এরপর মাদানী ছাত্রদেরকে নিয়ে রওযায়ে আতহারের কাছে নিয়ে গেলেন এবং হাত দিয়ে ইশারা করলেন, এই ইশারাতে রাসুল (সাঃ) রওযা (তাঁর কবর) থেকে মাথা উঠিয়ে সকলকে দেখা দিয়ে আবার মাটির নিচে লুকিয়ে গেলেন। [নাউযুবিল্লাহি মিন যালিক!]
ইরশাদাতে মুরশিদী, পৃষ্ঠা ৪২।
_____________________________
মন্তব্যঃ ডাহা বানোয়াট এবং মিথ্যা একটি কাহিনী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনদিন কবর থেকে উঠে এসেছেন, ইতিহাসে এমন কোন প্রমান নেই। যে এই দাবী করে সে একজন কাজ্জাব (চরম মিথ্যাবাদী), সে একজন দাজ্জাল (মারাত্বক রকমের ধোঁকাবাজ)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে যে ব্যক্তি মিথ্যা কথা প্রচার করে তার জন্য কি প্রতিদান রয়েছে নিচের এই হাদীসে দেখুন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে মিথ্যারোপ করে, সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়।
সহীহ বুখারীঃ ১০৭; সহীহ মুসলিম।
_____________________________
একদিন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমি আমার উম্মাতের জন্য একটি বিষয়কে দাজ্জাল এর থেকেও বেশী ভয় করি।
(একজন সাহাবী বললেন), আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল, সেটি কি? তিনি বললেন, বিপথগামী এবং পথভ্রষ্ট আলেম।
মুসনাদে ইমাম আহমাদঃ ২১৬২১, তাবরানীঃ ৭৬৫৩, হাদীসটি সহীহ।
আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেনঃ
(ফিতনার যুগে) কিছু লোক এমন হবে, যারা জাহান্নামের দরজার দিকে মানুষকে দাওয়াত দিবে (অর্থাৎ তাদের দাওয়াত এমন ভ্রষ্টতাপূর্ণ হবে, যা জাহান্নামের দিকে নিয়ে যাবে); যারা তাদের ডাকে সাড়া দিবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে

সহীহ বুখারীঃ হাদীস নং-৩৩৩৬, ৬৬৭৯।