সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬

বিবাহের জন্যে মোহরের সুন্নাহ

বিবাহের জন্যে মোহরের সুন্নাহ
শায়খ মুহাম্মদ বিন সালেহ আল-উসায়মিন রাহিমাহুল্লাহ বলেন,
(আধুনিক যুগের মুদ্রাতে সুন্নাহ অনুযায়ী বিয়ের জন্যে) সর্বনিন্ম মোহর হচ্ছে ১১২ সৌদি রিয়াল. . .আর সুন্নাহ অনুযায়ী সর্বোচ্চ মোহর হচ্ছে ১৪০ সৌদি রিয়াল। অথচ, বর্তমানে এটা ৭০,০০০ পর্যন্ত পৌঁছে গেছে।
শারহ আল-মুমতিলা যাদ আল-মুস্তাকনিঃ খন্ড-১২, পৃষ্ঠা ২৫২-২৫৩।
*৪ই মার্চ, ২০১৬ইং তারিখে এক সৌদি রিয়ালের মূল্য বাংলাদেশী টাকায় প্রায় ২০.৯ টাকা। সে হিসাবে ১১২ সৌদি রিয়াল হচ্ছে ২৩৪০ টাকা, আর ১৪০ সৌদি রিয়াল হচ্ছে ২৯২৬ টাকা।
শায়খ মুহাম্মদ আল-ওয়াসসাবি হাফিজাহুল্লাহ বলেন,
সুন্নাহ হচ্ছে বিয়ের মোহর ৫০০ দিরহাম, যার বর্তমান মূল্য প্রায় ৫০০০ ইয়েমেনি রিয়ালের [১] সমান। আর সর্বোত্তম আদর্শ হচ্ছে (আমি) মুহাম্মাদ-এর আদর্শ। [২] যদি আল্লাহ ইচ্ছা করেন, তাহলে সুন্নাহর অনুসারীদের উচিৎ (নবীজির এই আদর্শ বাস্তবায়নে) সবার অগ্রগামী হওয়া। [৩]
[১] শায়খ মুহাম্মদ আল-ওয়াসসাবি হচ্ছেন ইয়েমেনের একজন প্রখ্যাত আলেমে-দ্বীন, একারণে তিনি ইয়েমেনি মুদ্রায় ৫০০ দিরহামের দামের কথা উল্লেখ করেছেন। ৮ই ফেব্রুয়ারী, ২০১৬ ইং তারিখে ইন্টারনেটে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৫০০০ ইয়েমেনি রিয়ালের দাম বাংলাদেশী টাকায় সর্বোচ্চ ১৮৩১ টাকা। এই পরিমান মূল্য নির্ধারণ করা হচ্ছে সুন্নাহ বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ। কোন মেয়ে বা মেয়ের ওয়ালী এর চাইতে বেশি বা এর চাইতে কমও মোহর নির্ধারণ করতে পারে, এ ব্যপারে এখতিয়ার রয়েছে। তবে আমাদের মনে রাখা প্রয়োজন, আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জন্যে আল্লাহর রসুলের মাঝে সর্বোত্তম আদর্শ রয়েছে। সুরা আহযাবঃ ২১।
[২] এটা একটা হাদীসের অংশ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব (কুরানুল কারমী), আর সর্বোত্তম আদর্শ হচ্ছে (আমি) মুহাম্মাদ-এর আদর্শ। সহীহ আল-বুখারী, আচার ব্যবহার অধ্যায়, খন্ড ৮, অধ্যায় ৭৩, হাদীস নং-১২০।

[৩] শায়খের বক্তব্যের উৎসঃ অডিও টেপ আহকাম আয-যাওয়াজ (বিয়ের হুকুম)।