আশুরার রোযা কিভাবে
রাখতে হবে?
আল্লামাহ শায়খ
সালেহ আল-ফাউজান হা’ফিজাহুল্লাহকে এই প্রশ্ন করা হলে উত্ততি তিনি বলেছেন, “ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাঁর রচিত
যাদুল মাআ’দে আশুরার রোযা
রাখার তিনটি পদ্ধতির কথা বর্ণনা করেছেন।
(১) সর্বোত্তম হচ্ছেঃ
মুহাররামের ৯, ১০ এবং ১১ তারিখ - এই তিন দিন রোযা রাখা। এটা পূর্ণাংগ পদ্ধতি।
(২) দ্বিতীয় সর্বোত্তম পদ্ধতি হচ্ছেঃ ১০ তারিখের পূর্বে
অথবা পরে যেকোন একদিন মিলিয়ে দুইটি রোযা রাখা। অর্থাত, ৯, ১০ অথবা ১০, ১১ এই দুই দিন
রোযা রাখা।
(৩) সর্বশেষ হচ্ছেঃ শুধুমাত্র ১০ তারিখে একটা রোযা রাখা।
এটা জায়েজ আছে, কিন্তু এটা রাসুল সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম এর আদেশের বিপরীত। কারণ, ইয়াহুদীদের সাথে
বিরোধীতা করার জন্যে তিনি বলেছিলেন, “আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে ৯ তারিখেও রোযা রাখবো।” সহীহ মুসলিম। তবে, যে ব্যক্তি শুধুমাত্র ১০
তারিখ একটা রোযা রাখবে, সেও আশুরার রোযার ফযীলত পাবে।”