রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬

ইসলামের পঞ্চম রুকন বা স্তম্ভ হচ্ছে হজ্জ

#হজ্জ
(১) ইসলামের পঞ্চম রুকন বা স্তম্ভ হচ্ছে হজ্জ।
(২) সামর্থ্যবান ব্যক্তিদের জন্যে জীবনে একবার হজ্জ করা ফরয।
(৩) কেউ যদি প্রাপ্ত বয়ষ্ক অবস্থায়, হালাল সম্পদ দ্বারা একবার হজ্জ করে, সেটা নিজের হোক বা বৈধ উপায়ে প্রাপ্ত অন্যের সম্পদ দ্বারা হোক, জীবনে তার উপর হজ্জ করা আর কখনো ফর‍য হবে না।
(৪) নাবালক অবস্থায় কেউ হজ্জ করলে, সাবালক হলে আর হজ্জ করার সামর্থ্য থাকলে, তখন তাকে পুনরায় হজ্জ করতে হবে।
(৫) নারীদের জন্যে মাহরাম পুরুষ ছাড়া একাকী হজ্জ করতে যাওয়া জায়েজ নয়। বোনের স্বামী মাহরাম নয়, শ্বশুড় মাহরাম।
(৬) রসুল সাঃ হজ্জ করেছেন জীবনে একবার।
(৭) রসুল সাঃ বলেছেন, কবুল হয়েছে এমন হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না। আল্লাহু আকবার।
(৮) কাবাকে বায়তুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয়। আর কাবা ঘরকে কেন্দ্র করে নির্মিত মসজিদকে মসজিদুল হারাম বলা হয়। এখানে হারাম অর্থ সম্মানিত, যেখানে রক্তপাত নিষিদ্ধ।
(৯) সহীহ হাদীসে রয়েছে, মসজিদুল হারামে নামাযের সওয়াব অন্য যেকোন মসজিদের তুলনায় এক লক্ষ গুণ বেশি। সুবহানাল্লাহ!
(১০).যার জন্যে হজ্জ ফরয হয়েছে, তাদের জন্যে হজ্জ কিভাবে করতে হবে, সেটা শিক্ষা করাও ফরয। হজ্জ যখনই করুন, তার অনেক পূর্ব থেকেই এর নিয়ম কানুন শিখার চেষ্টা করুন। মানুষ ২-১ মাসে, ছোট ছোট কিছু বই পড়ে হজ্জের মতো এতো বড় ইবাদত পূর্ণাংগভাবে শিখতে পারেনা, এর জন্যে সময় ও মেহনত দিতে হবে।
(১১) বিনা কারণে হজ্জ পিছানো গর্হিত ও ঘৃণিত একটা কাজ। যখনই সামর্থ্য হবে আর সম্ভব হবে তখনই হজ্জ করে নিন। বিনা কারণে হজ্জে দেরী করা অজ্ঞ ও বোকা লোকদের কাজ। এটা শয়তানী একটা ধোঁকা।
(১২) পিতা-মাতার অনুমতি না থাকলে, বা পিতা-মাতার পূর্বে হজ্জ করা যাবেনা, ছেলে-মেয়ে বড়া নাহলে, সাবালিকা মেয়ের বিয়ে না দিয়ে হজ্জে যাওয়া ঠিক না এইগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ও অজ্ঞ লোকদের মনগড়া ফতোয়া।
(১৩) রসুল সাঃ এর কবর জিয়ারত করা বা মদীনা শহর দেখতে যাওয়া হজ্জের কোন অংশ নয়।
(১৪) হজ্জ তিনভাবে করা যায়ঃ তামাত্তু, কিরান ইফরাদ।
ক - তামাত্তু হচ্ছেঃ প্রথমে শুধু উমরার নিয়ত করবে, উমরা করে ইহরাম থেকে ফারেগ হয়ে যাবে। পরে ৮-ই জিলহজ্জ তারিখে হজ্জের জন্যে নিয়ত করে ইহরাম বাঁধবে। অর্থাৎ, তামাত্তু হজ্জে উমরা ও হজ্জ দুটোই করা হয়, তবে আলাদা আলাদা নিয়তে, এবং মাঝখানে ইহরাম থেকে ফারেগ হয়ে দুইটিকে পৃথক করা হয়। তামাত্তু করা উত্তম, এবং রাসুল সাঃ এটাকে পছন্দ করেছিলেন, যদিও তার সাথে হাদঈ (কুরবানীর পশু) থাকার কারণে তিনি নিজে কিরান হজ্জ করেছিলেন।
খ - কিরান হচ্ছেঃ প্রথমেই উমরা ও হজ্জের নিয়ত একই সাথে করা হয়, এবং উমরা করে ইহরাম অবস্থাতে থেকে ৮ তারিখ পর্যন্ত হজ্জের অপেক্ষাতে থাকবে। কিরানে উমরা ও হজ্জ একই নিয়তে করা হয়।
গ - ইফরাদ হচ্ছে শুধুমাত্র হজ্জের নিয়ত করা, উমরা না করা।
(১৫) মসজিদে নববী সাঃ জিয়ারত করা সওয়াবের কাজ। আর এই উদ্দ্যেশ্যে মদীনায় সফর করা জায়েজ রয়েছে। কিন্তু রসুল সাঃ এর কবর দেখার নিয়তে মদীনায় সফর করা জায়েজ নয়। বিষয়টা মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করুন। নিয়ত করতে হবেঃ মসজিদে নববী সাঃ দেখা, আর সেখানে গেলে আপনি নবী সাঃ এর কবর জিয়ারত করতে পারবেন। কিন্তু রাসুল সাঃ এর কবর দেখাকে মদীনাতে যাওয়ার আপনার উদ্দেশ্য বানাবেন না।
(১৬) তাবলীগ জামাতের লিখক মাওলানা জাকারিয়া সাহেবের লিখা ফাজায়েলে হজ্জ একটা মারাত্মক বিদাতী বই, যেখানে ঈমান ও আকিদাহ ধ্বংসকারী, মিথ্যা ও বানোয়াটা কিসসা-কাহিনী দিয়ে ও অনেক জাল-জয়ীফ হাদীস দিয়ে লিখা হয়েছে। হজ্জের উপরে সূফীবাদের অনুসারীদের লিখা অনেক শিরক-বিদাত ও কুসংস্কারপূর্ণ বই রয়েছে। এই সমস্ত বই ধ্বংস করা জরুরী।
(১৭) অনেক হজ্জ কাফেলা আসলে বিদাতী হুজুরের ধর্ম নিয়ে ব্যবসা, যারা হজ্জের মাঝে শিরক ও বিদাত শিক্ষা দেয়। এদের ব্যপারে সাবধান!
(১৮) হজ্জ শিখার জন্যে আপনারা
- শায়খ আব্দুল হামীদ ফাইজীর লিখা বই পড়তে পারেন। বইটা নেটে ফ্রী পাওয়া যায়।
- শায়খ সাইফুদ্দীন বেলাল ও শায়খ মতিউর রহমান মাদানীর লেকচার রয়েছে কুরান ও সহীহ হাদীস ভিত্তিক, সেইগুলোর অডিও ভিডিও ডাউনলোড করে শুনতে পারেন।

কৃতজ্ঞতাঃ শায়খ আব্দুল হামীদ ফাইজী, শায়খ মতিউর রহমান মাদানী, শায়খ সাইফুদ্দিন বেলাল, শায়খ আব্দুর রাক্বীব বুখারী।

জ্ঞানী ব্যক্তিদের কথা (পর্ব-৪)

জ্ঞানী ব্যক্তিদের কথা (পর্ব-৪)
(১) বিদআতী ব্যক্তির চেহারার মাঝে বিদাতের কলংকের দাগ লেগে থাকে, এমনকি সে দিনে ২০বার করে মুখ ধুইলেও সেই কালো দাগ যাবে না।
(২) এমন লোকদের ব্যপারে সাবধান থাক, যে তোমার সাথে মিশে এবং তোমার শত্রুদের সাথেও চলা-ফিরা করে।
(৩) সময় নষ্ট করোনা, সময় অত্যন্ত মূল্যবান। এক মিনিট সময়ের মূল্য ১০০০ স্বর্ণমুদ্রার চাইতে বেশি।
(৪) তোমার হিসাব গ্রহণের পূর্বে তুমি নিজেই তোমার হিসাব গ্রহণ করো।
(৫) দুয়া কবুল হতে দেরী হলে ধৈর্য্য ধারণ করো, তাড়াহুড়া করোনা।
(৬) হায়! আমি যদি পড়ে থাকা গাছের কোন পাতা হইতাম।
(৭) একজন নারীর জিহবা যত লম্বা হবে, স্বামীর সাথে তার সংসারের দিন তত কম হবে।
(৮) তোমরা এমন হয়োনা যে, বাহিরে দ্বীন প্রচার করো আর ঘরে নিজ স্ত্রীর সাথে শুধু দুনিয়াবী কথা নিয়ে ব্যস্ত থাকো। বরং তুমি যা শিখেছো, তোমার স্ত্রীকে সেই শিক্ষা দাও।
(৯) তুমি যতটুকু সুখী হতে চাও, তত বেশি কুরআন পড়ো।
(১০) যে আল্লাহর উপর যত বেশি ভরসা করে, সে তত বেশি অন্তরের দিক থেকে ঐশ্বর্য লাভ করে। যে আল্লাহ ব্যতীত অন্য কিছুর উপর ভরসা করে, সে তত বেশি সংকীর্ণতার মাঝে পড়ে।
(১১) নেক আমল মানুষের সর্বোত্তম বন্ধু।
(১২) যখন তোমার জন্যে সৌভাগ্যের একটা দরজা উন্মুক্ত হবে, তুমি দ্রুত সেটা গ্রহণ করো। কারণ, তুমি জানোনা সেই দরজা কখন বন্ধ হয়ে তোমার সুযোগ হাতছাড়া হয়ে যাবে।
(১৩) জ্বরের মতো অসুখ আর হয়না। কারণ এটা শরীরের প্রত্যেকটা অংগ-প্রত্যংগে প্রবেশ করে এবং গুনাহর কাফফারা হয়।
(১৪) তুমি যদি লোকদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করো, তাহলে লোকেরাও তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে।
(১৫) কোন নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করলে একারণে প্রথম স্ত্রীর তালাক চাওয়া ভুল। সে যদি স্বামীর অপর স্ত্রীর ব্যপারে ধৈর্য্য ধারণ করে, তাহলে আল্লাহ এর জন্যে তার অন্তরকে প্রশস্ত করে তার কষ্ট দূর দেবেন, এবং এই ধৈর্য্যের কারণে তাকে উত্তম কিছু দান করবেন। অবশ্য, স্বামী যদি তার হক্ক থেকে বঞ্চিত করে তাহলে তালাক চাইতে পারবে।
(১৬) বাবা জীবিত না থাকলে বিধবা বা তালাকপ্রাপ্ত বোনের দায়িত্ব নেওয়া ভাইদের জন্যে ফরয। এমন নারীদের দ্বিতীয় বিয়ে করতে না চাওয়া অনেক বড় ভুল। সবকিছুই তাকদীরের অংশ। অনেক মহিলা সাহাবীর তালাক বা স্বামীর মৃত্যুর কারণে দ্বিতীয় বিয়ে হয়েছিলো। নারীদের দ্বিতীয় বিয়ে না করা ভালো, এমন ধারণা অজ্ঞতা ও অমুসলিম সম্প্রদায় থেকে এসেছে। ইদ্দত পালন শেষ হলেই উপযুক্ত পাত্র দেখে তালাকপ্রাপ্ত বা বিধবা নারীদের বিয়ের চেষ্টা করা উচিত।
(১৭) টিভি, ফেইসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদি মাধ্যমগুলোতে আলেম বা জাহেল, দ্বীনের ব্যপারে যে কেউ ফতোয়া বা মতামত দিতে পারে। এটা অনেক বড় একটা ফেতনাহ, কারণ অধিকাংশ মানুষ ভালো ও মন্দের পার্থক্য ধরতে পারে না।
(১৮) দুনিয়ার হিরো কিন্তু আখেরাতের জিরো, এমন ক্ষতিগ্রস্থ হয়ো না।
(১৯) কাফেরদের দেশ যেখানে প্রকাশ্যে ক্রুশের পূজা করা হয়, মূর্তি পূজা করা হয়, মদ পান ও জুয়ার আসর বসানো হয়, জিনা-ব্যভিচার, অবৈধ সন্তানের ছড়াছড়ি, উলংগ নারী দিয়ে রাস্তা-ঘাট পূর্ণ হয়ে থাকে, সেখানে একজন তাওহীদপন্থী, ঈমানদার কিভাবে শান্তি পেতে পারে?
(২০) ইলম বা দ্বীনের জ্ঞান, আল্লাহর যিকিরের দ্বারা আমরা যেই শান্তি পাই, সেটা যদি রাজা-বাদশাহরা জানতে পারতো, তাহলে এইগুলো পাওয়ার জন্যে তারা আমাদের সাথে যুদ্ধ করতো।
বিঃদ্রঃ কথাগুলো বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত বড় বড় ইমাম ও আলেমদের কাছ থেকে সংগৃহীত।

রবিবার, ২০ নভেম্বর, ২০১৬

"হে মুসলিম সমাজ, ফিতনা থেকে সতর্ক হয়েছেন তো?" - এই নামে তাকফিরী-খারেজী মতাবলম্বী একটা পেইজ

                 
"হে মুসলিম সমাজ, ফিতনা থেকে সতর্ক হয়েছেন তো?" - এই নামে তাকফিরী-খারেজী মতাবলম্বী একটা পেইজ থেকে একটা ভিডিও প্রচার করা হচ্ছে, যেখানে সাউদী আলেমদের কিছু বিচ্ছিন্ন কথার দ্বারা দেখানো হয়েছে যেঃ সাউদী আলেমরাও বর্তমান যুগের শাসকদেরকে গণহারে তাকফীর করার পক্ষে। আমি ভিডিওটা একটু দেখেই বুঝতে পারলাম, এটা তাকফিরীদের পুরোনো একটা প্রতারণার অংশ, যেখানে শুরুই করা হয়ছে শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ) এর out of context একটা ক্লিপ দ্বারা। আলী রাঃ এর যুগের খারেজীরা যেমন কুরান বা হাদীসের একটা কথা গ্রহণ করে বাকি সবগুলো কথাকে বর্জন করতো, যেখানে প্রথমোক্ত কথার ব্যখ্যা রয়েছে। ঠিক তেমনি বর্তমান যুগের তাকফিরী খারেজীরাও নিজদের গোমরাহীকে জাস্টিফাই করার জন্যে আহলে সুন্নাহর আলেমদের কোন কথাকে out of context ব্যবহার করে, কখনো কোন আলেমের ভুল বা slip of tongue-কে নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করে। কিন্তু সেই একই ব্যপারে সেই আলেমের বা অন্য আলেমদের সমস্ত কথাকে বর্জন করে, কারণ সেটা তাদের প্রবৃত্তির বিপক্ষে যায়। যাই হোক, যেই সমস্ত শাসকরা আল্লাহর আইন দ্বারা বিচার বা শাসন করেনা, তাদের ব্যপারে শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ) এর detailed ফতোয়া তুলে ধরা হলো। আশা করি সেই সমস্ত আহাম্মক লোকেরা আলেমদের নামে মিথ্যা প্রোপাগান্ডা চালানোর ব্যপারে আল্লাহকে ভয় করবে।
______________________
আল্লাহর আইন দিয়ে বিচার করেনা তাঁদের হুকুম
প্রশ্নঃ (৬৮) যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে তাদের হুকুম কি?
- আল্লামাহ, শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ)
উৎস গ্রন্থঃ ফাতাওয়া আরকানুল ইসলাম, বিভাগঃ ঈমান
উত্তরঃ আমি আল্লাহর উপর ভরসা করে বলছি যে, আল্লাহ কর্তৃক নাযিলকৃত বিধান দিয়ে রাষ্ট্র চালানো বা বিচার-ফয়সালা করা তাওহীদে রুবূবীয়্যাতের অন্তর্ভুক্ত। কেননা তাতে আল্লাহর রুবূবীয়্যাত, পরিপূর্ণ রাজত্ব এবং পরিচালনা ক্ষমতার দাবী অনুযায়ী তাঁর হুকুম কার্যকর করার নামান্তর। আল্লাহ তাআলা বলেনঃ
তারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের আলেম ও ধর্ম-যাজকদেরকে প্রভু বানিয়ে নিয়েছে এবং মারইয়ামের পুত্র মাসীহকেও অথচ তাদের প্রতি শুধু এই আদেশ দেয়া হয়েছে যে, তারা শুধুমাত্র এক মাবূদের এবাদত করবে, যিনি ব্যতীত মাবূদ হওয়ার যোগ্য কেউ নয়। তিনি তাদের অংশী স্থাপন করা হতে পবিত্র। সূরা তাওবাঃ ৩১।
এখানে আল্লাহ তাআলা ইয়াহুদী-নাসারাদের ধর্ম-যাজকদেরকে রব হিসাবে নাম করণ করেছেন। কারণ তারাও আল্লাহর বিধানের মত বিধান রচনা করত। তাদের রচিত বিধানের অনুসারীদেরকে গোলাম বা বান্দা হিসাবে নাম দেয়া হয়েছে। কারণ তারা আল্লাহর বিধানের বিরোধীতা করে ঐ সব পাদ্রি ও আলেমদের কাছে নতি স্বীকার করত এবং তাদের অনুসরণ করত। আদী বিন হাতেম (রাঃ) রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে বললেন, তারা তো তাদের এবাদত করে না। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তারা হালালকে হারাম করে এবং হারামকে হালাল করে। আর সাধারণ লোকেরা তাদের অনুসরণ করে থাকে। এটার নামই এবাদত।
আপনি জেনে নিন, যে ব্যক্তি আল্লাহর আইন দিয়ে বিচার করে না; বরং অন্যের বিধান দ্বারা বিচার-ফায়সালা করতে চায়, তাদের ব্যাপারে কুরআনের আয়াতগুলো দুভাগে বিভক্ত। প্রথম প্রকারের আয়াতে তাদেরকে ঈমানহীন (মুনাফেক) দ্বিতীয় প্রকারের আয়াতে কাফের, জালেম ও ফাসেক বলা হয়েছে। আল্লাহ বলেন,
আপনি কি তাদেরকে দেখেন নি, যারা দাবী করে যে, আপনার প্রতি এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তারা সে সমস্ত বিষয়ের উপর ঈমান এনেছে। তারা বিরোধপূর্ণ বিষয়গুলো সমাধানের জন্য শয়তানের কাছে নিয়ে যেতে চায়, অথচ তাদেরকে আদেশ দেয়া হয়েছে, যাতে তারা ওকে মান্য না করে। পক্ষান্তরে শয়তান তাদেরকে প্রতারিত করে পথভ্রষ্ট করে ফেলতে চায়। আর যখন আপনি তাদেরকে বলবেনঃ তোমরা আল্লাহর নাযিলকৃত বিধান এবং তাঁর রাসূলের দিকে এসো তখন আপনি মুনাফেকদিগকে দেখবেন, ওরা আপনার কাছ থেকে সম্পূর্ণভাবে সরে যাচ্ছে। এমতাবস্থায় যদি তাদের কৃতকর্মের দরুন বিপদ আরোপিত হয়, তখন কেমন হবে? অতঃপর তারা আল্লাহর নামে কসম খেয়ে ফিরে আসবে যে, কল্যাণ ও সমঝোতা ছাড়া আমাদের অন্য কোন উদ্দেশ্য ছিল না। এরা হল সে সমস্ত লোক, যাদের মনের গোপন বিষয় সম্পর্কে আল্লাহ তায়ালা অবগত। অতএব, আপনি ওদেরকে উপেক্ষা করুন এবং ওদেরকে সদুপদেশ দিয়ে এমন কোন কথা বলুন, যা তাদের জন্য কল্যাণকর। বস্তুতঃ আমি একমাত্র এই উদ্দেশ্যেই রাসূল প্রেরণ করেছি, যাতে আল্লাহর নির্দেশানুযায়ী তাদের (রাসূলগণের) আদেশ-নিষেধ মান্য করা হয়। আর সেসব লোক যখন নিজেদের অনিষ্ট সাধন করেছিল, তখন যদি আপনার কাছে আসত অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত এবং রাসূলও যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন, অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাকারী, মেহেরবান রূপে পেত। অতএব, তোমার পালনকর্তার কসম, সে লোক ঈমানদার হবে না, যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে ন্যায়বিচারক বলে মনে না করে। অতঃপর আপনার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোন রকম সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্ট চিত্তে কবূল করে নিবে।
সূরা নিসাঃ ৬০-৬৫।
এখানে আল্লাহ তাআলা ঈমানের দাবীদার মুনাফেকদের কয়েকটি বৈশিষ্ট তুলে ধরেছেনঃ
(১) মুনাফেকদের প্রথম বৈশিষ্ট হলো তারা তাগুতের নিকট বিচার-ফায়সালার জন্য গমণ করে থাকে। প্রত্যেক ঐ বিষয় বা ব্যক্তির নামই তাগুত, যে আল্লাহর বিধানের বিরোধীতা করে। সমস্ত বিচার-ফায়সালা এবং হুকুমের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেনঃ
জেনে রাখ তাঁরই কাজ সৃষ্টি করা এবং আদেশ করা। আল্লাহ বরকতময় যিনি বিশ্বজগতের প্রতিপালক। সূরা আরাফঃ ৫৪।
(২) তাদেরকে আল্লাহর নাযিলকৃত বিষয় এবং রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর দিকে আহবান করা হলে তারা অন্য দিকে মুখ ফিরিয়ে নেয়।
(৩) তারা কোন বিপদে পড়লে অথবা তাদের কৃতকর্ম মানুষের কাছে প্রকাশিত হয়ে গেলে শপথ করে বলে থাকে যে, সৎ উদ্দেশ্য এবং পরিস্থিতি শান্ত রাখা ব্যতীত আমাদের অন্য কোন উদ্দেশ্য ছিল না। বর্তমানে যারা ইসলামের বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান দিয়ে রাষ্ট্র চালায়, তাদের কথাও একই রকম। তারা বলে, আমাদের উদ্দেশ্য হল যুগোপযোগী শাসন ব্যবস্থার মাধ্যমে মানুষের উপকার সাধন করা।
আল্লাহ তাআলা উপরোক্ত চরিত্রের অধিকারী মুনাফেকদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন যে, আল্লাহ তাআলা তাদের অন্তরের খবর জানেন এবং তাদেরকে নসীহত করার জন্য এবং কঠোর ভাষায় কথা বলার জন্য নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে আদেশ দিয়েছেন। রাসূল পাঠানোর উদ্দেশ্য হল, যাতে শুধুমাত্র তাঁদেরই অনুসরণ করা হয়। অন্য মানুষের অনুসরণ নয়। তাদের চিন্তাধারা ও মতবাদ যতই শক্তিশালী হোক না কেন। অতঃপর আল্লাহ তাআলা নিজের রুবূবীয়্যাতের শপথ করে তাঁর রাসূলকে বলছেন যে, তিনটি বিষয়ের সমন্বয় ব্যতীত কারও ঈমান সংশোধন হবে না।
১) সকল প্রকার বিরোধপূর্ণ বিষয়ে রাসূলের দিকে ফিরে আসা।
২) রাসূলের সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য অন্তরকে প্রশস্ত করা।
৩) পরিপূর্ণভাবে রাসূলের ফায়সালাকে মেনে নেয়া এবং কোন প্রকার শীথিলতা ব্যতীত তা বাস্তবে রূপদান করা।
দ্বিতীয় প্রকারের আয়াত সমূহে আল্লাহ বলেন,
যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না, তারা কাফের। সূরা মায়েদাঃ ৪৪।
যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না, তারা জালেম। সূরা মায়েদাঃ ৪৫।
যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না, তারা ফাসেক। সূরা মায়েদাঃ ৪৭।
যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না তাদেরকে আল্লাহ উপরের তিনিটি আয়াতে পরপর কাফের, জালেম এবং ফাসেক বলেছেন। তিনটি গুণই কি এক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে? অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর আইন দিয়ে বিচার করল না, সে কাফের, ফাসেক এবং জালেমও বটে। কেননা আল্লাহ কাফেরদেরকে জালেম এবং ফাসেক হিসাবেও বর্ণনা করেছেন। আল্লাহ বলেন,
বস্তুতঃ কাফেরেরাই প্রকৃত জালেম। সূরা বাকারাঃ ২৫৪।
আল্লাহ আরো বলেছেন, তারা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে কুফরী করেছে এবং ফাসেক অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। সূরা তাওবাঃ ৮৪।
প্রত্যেক কাফেরই কি জালেম এবং ফাসেক??
নাকি আল্লাহর আইন দিয়ে ফায়সালা না করার কারণে বিভিন্ন প্রকার মানুষের উপর অবস্থাভেদে এ সমস্ত বিধান প্রযোজ্য হবে। দ্বিতীয় মতটি আমার নিকট গ্রহণযোগ্য। অর্থাৎ আল্লাহর আইন দিয়ে বিচার না করলে মানুষ কখনো কাফের হয়, কখনো জালেম হয় আবার অবস্থাভেদে কখনো ফাসেক হয়।
সুতরাং আমরা বলব যে, যারা আল্লাহর নাযিলকৃত বিধানকে অবজ্ঞা ও তুচ্ছ মনে করে এবং অন্য বিধানকে অধিক উপযোগী ও উপকারী মনে করে তার মাধ্যমে মানুষের বিচার-ফায়সালা করে, তারা ইসলাম থেকে বের হয়ে কাফের হয়ে যাবে। এদের অন্তর্ভুক্ত ঐ সমস্ত লোক, যারা মানুষের জন্য পথ হিসাবে ইসলাম বিরোধী বিধান রচনা করে। তারা তাদের রচিত বিধানকে মানুষের জন্য অধিক উত্তম ও উপযোগী মনে করেই তৈরী করে থাকে। এ কথা স্বাভাবিকভাবেই জ্ঞাত হওয়া যায় যে, মানুষ এক পথ ছেড়ে দিয়ে যখন অন্য পথে চলে, তখন এটা মনে করেই চলে যে, প্রথম পথের চেয়ে দ্বিতীয় পথটি উত্তম।
আর যে ব্যক্তি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে এবং বিচার-ফায়সালা করে কিন্তু সে আল্লাহর বিধানকে অবজ্ঞা করে না এবং অন্য বিধানকে অধিক উপকারী এবং উপযোগীও মনে করে না বরং সে অন্যের উপর প্রভাব বিস্তার কিংবা প্রতিশোধ গ্রহণ করার জন্য এরূপ করে থাকে, তাহলে কাফের হবে না বরং জালেম হিসাবে গণ্য হবে।
আর যে ব্যক্তি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধানের মাধ্যমে রাষ্টীয় বিচার-ফায়সালা করে কিন্তু সে আল্লাহর বিধানকে অবজ্ঞা করে না এবং অন্য বিধানকে অধিক উপকারী এবং উপযোগীও মনে করে না, বরং বিচার প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে কিংবা ঘুষ গ্রহণের জন্য কিংবা অন্য কোন পার্থিব স্বার্থ হাসিলের জন্য এরূপ করে থাকে, তা হলে কাফের হবে না; বরং ফাসেক হিসাবে গণ্য হবে।
শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের আলেমদেরকে রব্ব (প্রভু) হিসাবে গ্রহণ করে, তারা দুপ্রকার।
(১) তারা জানে যে, তাদের গুরুরা আল্লাহর দ্বীন পরিবর্তন করে ফেলেছে। তারপরও তারা তাদের অনুসরণ করে এবং তাদের হালাল করা বস্তকে হালাল ও হারামকে হারাম হিসাবে বিশ্বাস করে। এক্ষেত্রে তাদের নেতাদের অন্ধ অনুসরণ করে থাকে। তারা ভাল করেই জানে যে, তাদের নেতারা রাসূলদের আনীত দ্বীনকে পরিবর্তন করে ফেলেছে। এটা নিঃসন্দেহে কুফরী। এটাকে আল্লাহ এবং তাঁর রাসূল শির্ক হিসাবে ব্যক্ত করেছেন।
(২) তারা কেবলমাত্র হারামকে হালাল এবং হালালকে হারাম করার ক্ষেত্রে তাদের অনুসরণ করে। তারা আল্লাহর নাফরমানীতে তাদের নেতাদের অনুসরণ করেছে। যেমনভাবে মুসলমানেরা হারাম জেনেও পাপকাজে লিপ্ত হয়ে থাকে। তাদের হুকুম অন্যান্য পাপীদের মতই।
______________________
এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্যে নীচে শায়খের এই অডিও ও ভিডিও টেপগুলো দেখুন-
Shaykh Ibn 'Uthaymeen about the Arab rulers (exclusive, detailed Fatwâ)
https://www.youtube.com/watch?v=iLhBFIvWiI4
______________________
Ibn Uthaymeen: The ruler who doesn't rule by Allah's Law
https://www.youtube.com/watch?v=F7Ov2gcEopY
______________________
Ibn 'Uthaymîn shuts the door to misused Takfîr upon the rulers
https://www.youtube.com/watch?v=1t8rLrn6FiQ
______________________
Labeling People as Murji'ah For Not Making Takfir of the Rulers - Shaykh Al 'Uthaymeen
https://www.youtube.com/watch?v=M_gzGQK3upg
______________________
Shaykh Ibn 'Uthaymîn about the Saudi Arabian government
https://www.youtube.com/watch?v=sHRyLyI0Wlo

______________________

বার্মাতে মুসলিমদের গণহত্যার ব্যপারে শায়খ সালিহ আল-ফাউজান হা’ফিজাহুল্লাহর উপদেশ

বার্মাতে মুসলিমদের গণহত্যার ব্যপারে শায়খ সালিহ আল-ফাউজান হাফিজাহুল্লাহর উপদেশঃ
(১) প্রশ্নকর্তাঃ সম্মানিত শায়খ! আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। বার্মাতে বৌদ্ধদের দ্বারা মুসলিম ভাইদের গণহত্যার ব্যপারে মুসলিমদের উদ্দেশ্যে আমরা আপনার মূল্যবান উপদেশ কামনা করছি। উল্লেখ্য, সম্প্রতি বার্মাতে মুসলিমদের উপরে যে গণহত্যা হচ্ছে, এটা নতুন কোন ঘটনা নয়। বরং, দশকের পর দশক ধরে মুসলিম গণহত্যা ও এথনিক ক্লিনজিং (সাম্প্রদায়িক নিশ্চিহ্নকরণের) ধারাবাহিকতা মাত্র। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ ব্যপারে সম্পূর্ণ নীরবতা অবলম্বন করছে।
শায়খের উত্তরঃ মুসলিম গণহত্যা শুধুমাত্র বার্মাতেই সীমাবদ্ধ নয়, বরং বর্তমানে অনেক মুসলিম দেশেই ইসলামকে অপমানিত করা হচ্ছে, ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে। কাফের জাতিগুলো মুসলিমদের উপর বিজয়ী হয়ে তাদের উপর কর্তৃত্ব করছে। কাফেররা কখনোই চায় না যে, মুসলিমরা কোন রাষ্ট্র গঠন করুক। তারা ইসলামের নাম-নিশানা সহ্য করতে পারেনা। ইসলামকে মুছে ফেলার জন্যে তারা যা করা সম্ভব, সবই করছে। তোমরা সকলেই জানো, কাফেররা মুসলিমদের উপর কি পরিমান অন্যায়-অত্যাচার করছে। কাফেররা গণতন্ত্র অনুসরণ করার দাবী করে, এবং তাদের এই তরীকা ও কুফুরী আইন মুসলিমদের উপরে চাপিয়ে দিতে চায়। তারা তাদের রচিত কুফুরী আইন আমাদের মুসলিমদের উপরে চাপিয়ে দিচ্ছে, আর এর নাম দিয়েছে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। কিন্তু (তাদের এই ইচ্ছা কখনোই পূরণ হবেনা) কারণ, আল্লাহ অবশ্যই তাঁর নূরের (ইসলামের, কুরআনের) পূর্ণতা দান করবেন। সুতরাং, আমাদের জন্য জরুরী হচ্ছে, সমস্ত মুসলিম ভাই ও বোনদের জন্যে অত্যন্ত বিনীতভাবে, আন্তরিকতার সহিত বার বার আল্লাহর কাছে দুয়া করা। আল্লাহ যেন তাদেরকে সাহায্য করেন এবং তাদেরকে শত্রুদের হাত থেকে মুক্তি দান করেন (আমীন)। আমাদের উচিত দুয়া করা, এই মুহূর্তে আমরা দুয়া ভিন্ন অন্য কিছু করার ক্ষমতা রাখিনা। তবে যার সামর্থ্য আছে এর অতিরিক্ত কিছু করার, সে যেন তা করার জন্যে জোর প্রচেষ্টা চালায়। নাআম। (ক)
(২) অনেকে সচেতনতা তৈরীর জন্যে ফেইসবুক, ইউটিউব, ইন্টারনেটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফিলিস্থিনে, সিরিয়াতে, ইন্ডিয়াতে, বার্মাতে ইত্যাদি স্থানে নির্যাতিত মুসলিমদের উপর অত্যাচার নির্যাতনের ছবি, ভিডিও ও প্রেজেন্টাশান প্রচার করে থাকে। এইগুলোর কোনটাতে দেখা যায় ক্ষত-বিক্ষত, টুকরা টুকরা করা কোন মুসলিমের লাশ, কোনটাতে অমানুষিক নির্যাতনে কোন মুসলিমকে হত্যা করার ভিডিও...এইগুলো দেখে অনেক কোমলমতি, সংবেদনশীল কিশোর-কিশোরী ও নারীরা পেরেশানি বোধ করেন, অসহ্য মানসিক যন্ত্রনার শিকার হন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বীভৎস, ভয়ংকর ছবি ও ভিডিও মানুষের মাঝে প্রচার করা এক প্রকাক মানসিক অত্যাচার। প্রশ্ন হচ্ছে ইসলাম প্রচার, দাওয়াত-তাবলীগ, মুসলিমদের উপর অত্যাচার-নির্যাতন সম্পর্কে জানানোর জন্যে এধরণের হৃদয় বিদারক, বীভৎস ছবি বা ভিডিও প্রচার করা শরিয়তের দৃষ্টিতে জায়েজ?
এ সম্পর্কে শায়খ সালিহ আল-ফাউজান হাফিজাহুল্লাহ বলেন, এই কাজ করা মোটেও ঠিক না, আহত লোকদের (বীভৎস ছবি) তোলা #জায়েজ_নয়। আমাদের করণীয় হচ্ছে, মুসলিমদেরকে তাদের নির্যাতিত ভাইদেরকে সাদাকাহ দেওয়ার জন্যে আহবান জানানো। আর নির্যাতিত মুসলিমরা খারাপ অবস্থার মাঝে আছে, এটা অন্য মুসলিমদেরকে (মুখে বলার মাধ্যমে কিংবা লেখনীর দ্বারা) জানানো উচিত। যেকোন ধরণের ছবি বা আহত মানুষের ছবি মুসলিমদেরকে দেখানো ব্যতীত এই কাজ করতে হবে। কারণ, এতে (প্রাণীর) ছবি প্রস্তুত করা হছে, (যা শায়খের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম ও কবীরাহ গুনাহ)। এছাড়া, এই সমস্ত (বীভৎস, করুণ) ছবি দ্বারা মুসলিমদেরকে মানসিকভাবে দুর্বল করা হচ্ছে। কারণ, তুমি যখন বিকৃত করা হয়েছে এমন কোন মুসলিমের লাশ দেখাবে, অথবা মুসলিমদের কর্তিত অংগ-প্রত্যংগ দেখাবে, এটা মুসলিমদের মনে ভীতির সৃষ্টি করবে। এটা কাফেরদের নৃশংসতার ব্যপারে মুসলিমদেরকে ভীত করবে। আর এটা ওয়াজিব হচ্ছে যে, মুসলিমদের কোন দুর্বলতা মানুষের মাঝে প্রচার করবেনা। মুসলিমদের উপর আপতিত কোন বিপর্যয়ের ছবি মানুষকে দেখানো যাবেনা। বরং, এই সমস্ত ছবি গোপন রাখতে হবে, যাতে করে মুসলিমদের শক্তি দুর্বল হয়ে না পড়ে। নাআম। (খ)
বিঃদ্রঃ সাধারণ মানুষকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, যদি তুমি না জানো, তাহলে আহলে যিকির (যারা জ্ঞানী/আলেম) তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নাও। সুরা আল-আম্বিয়াঃ ৭।
সুতরাং, দ্বীনের কোন বিষয়ে মতামত জানানো বা ফতোয়া দেওয়া, এটা শুধুমাত্র আলেমদের দায়িত্ব ও অধিকার। আলেমদের ডিংগিয়ে কোন সাধারণ মানুষ নিজের অল্প ইলম নিয়ে কখনোই ফতোয়া দিবেনা, এটা একজনের দ্বীনকে ধ্বংস করে এবং সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ও গোমরাহীর সৃষ্টি দেয়। উপরে দুইটি প্রশ্নের উত্তর দিয়েছেন সৌদি আরবের প্রখ্যাত আলেমে-দ্বীন ও ফকীহ, আল্লামাহ সালিহ আল-ফাউজান হাফিজাহুল্লাহ। তাঁর ব্যপারে সৌদি আরবের বিগত প্রধান মুফতি ইমাম আব্দুল আজিজ বিন বাজ (মৃত্যুঃ ১৯৯৯) রাহিমাহুল্লাহ বলেছিলেন, শায়খ সালিহ আল-ফাউজান হচ্ছে শ্রেষ্ঠ আলেমদের একজন, তাঁর আকিদাহ ও গুণ প্রশংসনীয়। তিনি একজন ফকিহ (দ্বীনের ব্যপারে গভীর জ্ঞানের অধিকারী)। (গ)
দয়া করে এই পোস্টের কমেন্টে আলোচিত বিষয়ের উপর কেউ কোন মতামত, ফতোয়া ব্যক্ত করবেনা না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমীন।
শায়খের মূল ফতোয়ার অডিও টেপ, আরবী ও ইংরেজী অনুবাদসহ
(ক) https://www.youtube.com/watch?v=xUvV9FsDux4&feature=youtu.be
(খ) https://www.youtube.com/watch?v=iYx7JzvOgs0
(গ) https://www.youtube.com/watch?v=pbVEjdMczPo&feature=youtu.be


শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬

আসমা রাদিয়াল্লাহু আ’নহা রাদিয়াল্লাহু আ’নহা (পর্ব-১)

আসমা রাদিয়াল্লাহু আনহা রাদিয়াল্লাহু আনহা (পর্ব-১)
রসুলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নবুওতের পূর্বে ও পরে সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু, সাহাবীদের মাঝে সবচাইতে বেশি মর্যাপ্রাপ্ত সাহাবী হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রসুলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কিশোরী কন্যা আয়িশাহ রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন। এথেকে বুঝা যায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রসুলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কত আপন ও বিশ্বস্ত বন্ধু ছিলেন। আবু বকর, আয়িশাহ ছাড়াও এই পরিবারের আরেকজন নারী সদস্য ছিলেন, রসুলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সম্মানিত ও মর্যাপ্রাপ্ত সাহাবীদের একজন। তিনি হচ্ছেন আবু বকরের কন্যা ও আয়িশাহর বড় বোন, আসমা বিনতে আবু বকর, আল্লাহ তাঁদের সকলের প্রতি সন্তুষ্ট থাকুন। আসমা রাদিয়াল্লাহু আনহা মক্কাতে সর্বপ্রথম ইসলাম কবুলকারী সাহাবীদের একজন ছিলেন। তাঁর উপাধি ছিলোঃ যাত আন-নিতাকাইন। তাঁর এই উপাধি সম্পর্কে বিস্তারিত ঘটনাটা জানার ২০১৪-সালে ১৯-শে নভেম্বরে লিখেছিলাম
<<< যাত আন-নিতাকাইন >>>
আসমা বিনতে আবু বকর, অর্থাত আবু বকর রাঃ এর মেয়ে আসমা রাঃ সর্বপ্রথম ইসলাম কবুলকারী সাহাবীদের একজন ছিলেন। তার পিতা আবু বকর রাঃ যখন তাঁকে ইসলামের দিকে দাওয়াত দেন, তখন তিনি মাত্র ১৪ বছর বয়সে সেই দাওয়াত কবুল করেন। তিনি যখন ইসলাম কবুল করেন তখন নারী-পুরুষ মিলেয়ে মুসলমানদের মোট সংখ্যা ছিলো মাত্র ১৭ জন। তার জীবনের বিখ্যাত একটি ঘটনা হচ্ছে, রাসুল সাঃ যখন মক্কা থেকে মদীনাতে হিজরত করার সিদ্ধান্ত নেন, তখন তিনি তা শুধুমাত্র আবু বকর রাঃ কে জানান। কারণ, কুরাইশরা তখন রাসুল সাঃ কে হত্যা করার ষড়যন্ত্র করছিলো, সুতরাং রাসুল সাঃ এর হিজরত করার কথা শুনলে হয়তো সাথে সাথে আক্রমন করে তাকে হিজরত করার পূর্বেই হত্যা করার চেষ্টা করবে। সেমতে তিনি একদিন রাতের বেলায় আবু বকর রাঃ এর ঘর থেকে গোপনে মক্কা ছেড়ে মদীনার উদ্দেশ্যে যাওয়ার সফর শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। রাসুল সাঃ তার হিজরতের সাথী হিসেবে নির্বাচন করেছিলেন এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আবু বকর রাঃ-কে। এমন সময় আসমা রাঃ দীর্ঘ সফরের জন্য প্রয়োজনীয় একটি খাবার ও একটি পানির প্যাকেট প্রস্তুত করে দিচ্ছিলেন। কিন্তু খাবার ও পানির প্যাকেট ভালো করে বাধার জন্য হাতের কাছে কোন কিছু খুজে পাচ্ছিলেন না। এমন সময় আবু বকর রাঃ আসমা রাঃ-কে তাঁর কোমরের বেল্ট খুলে খাবারের প্যাকেটগুলো বাধতে বলেন। আসমা রাঃ তার কোমর থেকে বেল্ট খুলে সেটাকে দুইটা ভাগ করে খাবার ও পানির প্যাকেটকে বেঁধে দেন। রাসুল সাঃ এই ঘটনা দেখে খুশি হয়ে আসমা রাঃ এর জন্য দুয়া করেন, আল্লাহ তোমাকে এই দুইটির পরিবর্তে জান্নাতের দুইটি বেল্ট দান করুন।
এই ঘটনার জন্য পরবর্তীতে আসমা রাঃ কে যাত আন-নিতাকাইন অর্থাৎ দুইটি বেল্টের মালিকা বলে উপাধি দেওয়া হয়েছিলো।

বিঃদ্রঃ বর্তমান মুসলমানদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমাদের তরুন ভাইয়েরা মুশরেকিন ব্যভিচারিনী নায়িকাদের স্বপ্নে বিভোর, তাদের নগ্ন ছবি-ভিডিও ও গান দিয়ে মোবাইল ও কম্পিউটার ভর্তি করছে। আমাদের বোনেরা মুশরেকিন উলংগ অভিনেত্রীদের পোশাকের সাথে পাল্লা দিচ্ছে, এসবে বাধা আসলে স্বামীকে ডিভোর্স দিচ্ছে, আত্মহত্যা করছে। অথচ আমরা আমাদের আদর্শ সাহাবী ও সাহাবীয়াদের নামই জানিনা। আজকে আমাদের অনেকেই পাকিস্থান, অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমের খেলোয়াড়দের নাম, আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল দলের খেলায়াড়দের নাম, হলিউড-বলিউডের নোংরা নর্দমার কীটের চাইতে নিকৃষ্ট নায়ক-নায়িকা বা গায়ক-গায়িকাদের নাম মুখস্থ শত শত। মুশরেকিনদের নাটক-সিনেমা দেখে, কুফুরী ও চরিত্রহীনতার গল্প-উপন্যাস পড়ে রামায়ন-মহাভারতের দেব-দেবীর নাম মুখস্থ। কিন্তু আমাদের কয়জন নবী-রাসুলদের নাম ও তাদের ঘটনাগুলো জানি? কয়জন সাহাবী ও মহিলা সাহাবীদের সম্পর্কে জানি?

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬

অদৃশ্য জগতের কথা (পর্ব-৭)

অদৃশ্য জগতের কথা (পর্ব-৭)
(পর্ব ১-৬)
https://www.facebook.com/Back.to.Allah.bangla/photos/a.130928300273259.14132.125167817515974/1751676758198397/?type=3&theater
______________________
(১) মৃত্যুর ফেরেশতারা যখন কোন মানুষের আত্মা কবজ করেন, তখন ফেরেশতাদের চেহারা, কথা ও আচরণ দ্বারাই একজন মানুষ বুঝতে পারে, দুনিয়াতে সে যেই আমল করেছে, কবরে তার জন্যে কি প্রতিদান অপেক্ষা করছে। আল্লাহর প্রতি সঠিক ঈমান এনে, আল্লাহকে ভয় করে ও ভালোবেসে তাঁর আদেশ-নিষেধ মেনে যে ব্যক্তি দুনিয়াতে নেক জীবন অতিবাহিত করে, মৃত্যুর সময়ই ফেরেশতারা কবরে ও আখেরাতের জীবনে তার জন্যে আল্লাহ যে সুখের জীবন প্রস্তুত করে রেখেছেন, সেই সুসংবাদ শোনাতে থাকে। যেকারণে কোন নেককার ব্যক্তির জানাযা শেষে যখন তার লাশ কাঁধে বহন করে কবরের দিকে নেওয়া হয়, সেই মৃত নেককার ব্যক্তিটি তখন বলতে থাকে, তোমরা আমাকে দ্রুত (কবরের দিকে) নিয়ে চলো, আমাকে তোমরা দ্রুত নিয়ে চলো। পক্ষান্তরে কোন পাপী ব্যক্তির মৃত্যুর সময়ই দুনিয়াতে তার কৃত খারাপ কাজের শাস্তি শুরু হয়ে যায়। আর ফেরেশতারা কবরে ও আখেরাতের জীবনে তার জন্যে আল্লাহ যে কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন, সেই দুঃসংবাদ শোনাতে থাকে। যেকারণে কোন পাপী ব্যক্তির জানাযা শেষে যখন তার লাশ কাঁধে বহন করে কবরের দিকে নেওয়া হয়, সেই মৃত পাপী ব্যক্তিটি আফসোস করে বলতে থাকে, হায়! তোমরা আমকে কোথায় নিয়ে যাচ্ছ। হায়! তোমরা আমকে কোথায় নিয়ে যাচ্ছ। তার এই চিৎকার মানুষ ব্যতীত সমস্ত প্রাণী শুনতে পায়। মানুষ যদি পাপী ব্যক্তিদের এই ভয়ংকর চিৎকার শুনতে পেতো, তাহলে বেহুঁশ হয়ে যেত। সহীহ বুখারীঃ ১৩১৪, নাসায়ীঃ ১৯০৯। একারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা জানাযার (লাশ) নিয়ে যেতে তাড়াতাড়ি কর। কেননা, সে যদি পুণ্যবান হয়, তাহলে ভালো; ভালো (গন্তব্যের) দিকেই তোমরা তাকে পেশ করবে। আর যদি তা এর উল্টো হয়, তাহলে তা মন্দ; যা তোমরা তোমাদের ঘাড় থেকে নামিয়ে দেবে। সহীহ বুখারীঃ ১৩১৫, সহীহ মুসলিম ৯৪৪।
(২) শয়তান দুই প্রকার, জিন শয়তান ও মানুষ শয়তান। মানুষের মাঝে যারা শয়তানের বন্ধু, শয়তান তাদের কাছে ওয়াহী (প্রত্যাদেশ) পাঠাইয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান তার আওলিয়া (বন্ধুদের) কাছে ওয়াহী প্রেরণ করে, যাতে তারা যেন তোমাদের সাথে তর্ক করে। সুতরাং (হে মুসলমানেরা সাবধান!) তোমরা যদি শয়তানের বন্ধুদের আনুগত্য করো, তাহলে তোমরা মুশরেক হয়ে যাবে। সুরা আনআম আয়াতঃ ১২১। গণক বা জ্যোতিষীরা শয়তানের বিশেষ দোসর, যাদের উপর শয়তান নাযিল হয় এবং তারা শয়তানের নাযিল করা কথাগুলোর সাথে আরো ৯৯-টা মিথ্যা যুক্ত করে মানুষকে বলে। আল্লাহ তাআলা বলেন, (হে নবী!) আমি কি আপনাকে বলে দেব, শয়তানরা কার উপর অবতরণ করে? শয়তানরা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী, গোনাহগারের উপরে। তারা শোনা কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী। সুরা শুআরাঃ ২২১-২২৩।
(৩) আল্লাহ তাআলা নক্ষত্র বা আকাশের তারাগুলোকে সৃষ্টি করেছেন তিনটি উদ্দেশ্যে। প্রথমতঃ প্রদীপের মতো মিষ্টি ও নরম আলো দিয়ে আসমানের সৌন্দর্য বর্ধন করার জন্যে। দ্বিতীয়তঃ শয়তানেরা যখন ফেরেশতাদের কথা শোনার জন্যে আসমানের দিকে যাওয়ার চেষ্টা করে, তখন এগুলোকে উল্কারূপে তাদের উপর নিক্ষেপ করা হয়। তৃতীয়তঃ মানুষ যেনো এই নক্ষত্রগুলো দেখে জাহাজে করে সমুদ্রে ও স্থলে পথ ও দিক নির্ণয় করতে পারে। সুরা মুলকঃ ৫, সুরা আনআমঃ ৯৭।
(৪) হাজার অর্থ পাথর, আর আসওয়াদ অর্থ কালো। সুতরাং, হাজরে আসওয়াদ অর্থঃ কালো পাথর। এই পাথরটি আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, যা ইব্রাহীম ও ইসমাঈল আলাইহিস সালাম কাবাঘর নির্মানের সময় কাবার দক্ষিণ-পূর্ব দেয়ালে স্থাপন করেছিলেন। প্রথম যখন পাথরটি আনা হয়েছিলো তখন তার রঙ ছিলো দুধের চাইতে সাদা। কিন্তু পাপী মানুষের স্পর্শের কারণে আস্তে আস্তে এটা কালো বর্ণ ধারণ করে। কেয়ামতের দিন আল্লাহ এই হাজরে আসওয়াদকে এমনভাবে উত্থিত করবেন যে, তার দুটি চোখ থাকবে যার দ্বারা সে দেখতে পারবে, তার একটা জিহবা থাকবে যার দ্বারা সে কথা বলবে। যে ব্যক্তি দুনিয়াতে ঈমানের সহিত এই পাথরটিকে চুম্বন করবে, কেয়ামতের দিন হাজরে আসওয়াদ তাকে চিনতে পারবে এবং তার ঈমানের পক্ষে সাক্ষ্য দেবে। উল্লেখ্য, এই পাথরের নিজের ক্ষমতা নেই যে, সে মানুষের কোন ভালো বা মন্দ করবে। যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতের এই পাথরটিকে ভালোবেসে চুমু খেয়েছিলেন, সেজন্যে আমাদের জন্যেও তাঁর অনুসরণে সুন্নত হচ্ছে পাথরটিকে চুমু দেওয়া। তিরমিযীঃ ৯৬১, তিরমিযীঃ ৭৮৮, সনদ সহীহ।
(৫) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ঘুমাতে যায়, শয়তান তখন তার মাথায় তিনটা গিঁট লাগিয়ে দেয়। প্রত্যেক গিঁট লাগানোর সময় সে বলে, এখনো অনেক রাত্র বাকী আছে অথাৎ তুমি শুয়ে থাক। যখন সে জেগে উঠে, সে যদি আল্লাহর যিকর করে (অর্থাৎ আল্লাহকে স্মরণ করে), তাহলে একটি গিঁট খুলে যায়। অতঃপর সে যদি ওযু করে, তাহলে আরো একটি গিঁট খুলে যায়। আর সে যদি সালাত আদায় করে, তাহলে সবগুলো গিঁট খুলে যায় এবং তার সকালটা হয় আনন্দ ও উদ্দীপনার সহিত। আর সে যদি (ঘুম থেকে না উঠে, আল্লাহকে স্মরণ না করে, ওযু না করে এবং ফযরের নামায না পড়ে), তাহলে তার সকালটা হয় ক্লান্ত ও বিষাদময়। সহীহ বুখারীঃ ১১৪২, সহীহ মুসলিমঃ ৭৭৬, নাসায়ীঃ ১৬১০।
(৬) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ঘুম থেকে উঠবে, সে যেন নাকে পানি দিয়ে তিনবার নাক ঝেড়ে নেয়। কেননা, শয়তান তার নাকের ভেতর রাত্রি যাপন করে। সহীহ বুখারী ৩২৯৫, সহীহ মুসলিম।
(৭) কোন ব্যক্তি সূর্য উদয় হওয়া পর্যন্ত ঘুমিয়ে ফযরের নামায কাযা করে ফেললে শয়তান তার কানে পেশাব করে দেয়। সহীহ বুখারীঃ ৫৪/৪৯২।
(৮) নামাযরত কোন ব্যক্তি ও তার সুতরার জায়গার মধ্য দিয়ে কালো কোন কুকুর হেঁটে গেলে তার নামায ভেংগে যাবে। কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কালো কুকুর হচ্ছে শয়তান। সহীহ মুসলিমঃ ১০৩২, তিরমিযীঃ ৩৩৮। একারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালো কুকুর এবং কুকুরদের মাঝে যেইগুলো হিংস্র, সেগুলোকে হত্যা করতে বলেছেন। সহীহ মুসলিমঃ ৩৮১৩, আবু দাউদঃ ২৮৩৯।
(৯) কল্যাণের দেশ শাম, হাশরের ময়দান শামঃ
আল্লাহ তাআলা বলেন, আমি তাঁকে (ইব্রাহীম) ও লুতকে উদ্ধার করে সেই দেশে পৌঁছিয়ে দিলাম, যেখানে আমি বিশ্বের জন্যে কল্যাণ রেখেছি। সুরা আল-আম্বিয়াঃ ৭১।
উল্লেখিত আয়াতে যেই স্থানের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে শাম, যেই এলাকা বর্তমানে বৃহত্তর সিরিয়া ও ফিলিস্থিন নামে পরিচিত। এই শামে অধিকাংশ নবী-রসুলদেরকে পাঠানো হয়েছিলো, এবং সেখান থেকেই তাঁদের উপর নাযিলকৃত শরিয়ত পৃথিবীর অন্যান্য দেশে প্রচারিত হয়েছিলো। এমনকি কিয়ামতের পর পুনরুত্থান ও হাশরও হবে এই শামে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল-শাম হচ্ছে হাশরের ও পুনরুত্থানের ময়দান। মুসনাদে আহমাদ, সনদ সহীহ।

আল্লাহর আদেশে ইসরাফীল আলাইহিস সালাম সিংগায় প্রথমবার ফুঁ দিলে কিয়ামত সংগঠিত হবে। এরপর দ্বিতীয়বার সিংগায় ফুঁ দেওয়া হবে, যার ফলে লোকেরা কবর থেকে উঠবে। বিচারের জন্যে তখন লোকদেরকে শামের দিকে তাড়িয়ে নেওয়া হবে। বিচারের জন্যে সবাইকে শামে বিশাল এক ময়দানে একত্রিত করাকে হাশর বা মহা-সমাবেশ বলা হয়। আল-মানাভী, ফাতহুল ক্বাদীরঃ ৪/১৭১।

শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬

তোওবা ও ইস্তিগফার নিয়ে কুরআনের কয়েকটি আয়াতের তর্জমা

তোওবা ও ইস্তিগফার নিয়ে কুরআনের কয়েকটি আয়াতের তর্জমাঃ
তোওবা অর্থ আল্লাহর দিকে ফিরে আসা, আর ইস্তিগফার অর্থ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাআপনারা কেউ তোওবা ও ইস্তেগফার করতে ক্লান্ত হবেন না বা, নিজের কৃত পাপের কারণে তোওবা করার ব্যপারে হতাশ হবেন না।  একজন বান্দার আমল নামায় যেই আমল আল্লাহকে সবচাইতে বেশি খুশি করে, এবং যেই আমল দ্বারা বান্দা দুনিয়া ও আখেরাতের ব্যপারে সবচাইতে বেশি উপকৃত হয়, সেটা হচ্ছে তোওবাহ। তোওবার গুরুত্ব ও উপকারীতা নিয়ে অনেক আয়াত ও হাদীস রয়েছে।
উযুবিল্লাহি-মিনাশ-শাইত্বানির রাযীম।
(১) মহান আল্লাহ তাঁর বান্দাদেরকে তোওবাকারী ও অত্যাচারী, এই দুইভাগে ভাগ করেছেন। এখানে তৃতীয় কোন ভাগ নেই। মহান আল্লাহ বলেন, যারা তোওবা করবেনা, তারাই হচ্ছে অত্যাচারী সুরা আল-হুজুরাতঃ ১১।
(২) মহান আল্লাহ সমস্ত মুসলমানকে তোওবা করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, হে মুমিনগণ! তোমরা সকলে আল্লাহর পানে তোওবা (প্রত্যাবর্তন) কর, যাতে তোমরা সফলকাম হতে পার। সুরা আন-নূরঃ ৩১।
(৩) হে মুমিনগণ! তোমরা আল্লাহর কাছে তোওবা কর, এমন তোওবা কর যা আন্তরিক। আশা করা যায়, তোমাদের পালনকর্তা তোমাদের খারাপ কাজগুলো মুছে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে, যার তলদেশে দিয়ে নদী প্রবাহিত হয়। সুরা তাহরীমঃ ৮।
(৪) আল্লাহ তাআলা তাঁর গুনাহগার বান্দা, সে যতই গুনাহ করুক না কেনো, কেউ যদি আন্তরিক তোওবা ও ইস্তেগফার করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, (হে নবী!) আপনি বলুনঃ (আমি আল্লাহ এই কথা ঘোষণা করছি যে), হে আমার বান্দারা! তোমরা যারা (পাপ কাজ বেশি করে) নিজেদের প্রতি যুলুম (অত্যাচার) করেছ, তারা আল্লাহর রহমত (করুণা) হতে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। নিশ্চয় তিনিই চরম ক্ষমাশীল, পরম দয়ালু। সুরা আয-যুমারঃ ৫৩।
(৫) আর তিনি (আল্লাহ) হচ্ছেন ক্ষমাশীল, ভালোবাসায় পূর্ণ। সুরা আল-বুরুজঃ ১৪।
(৬) তারা কি একথা জানতে পারেনি যে, আল্লাহ তাঁর বান্দাদের তোওবা কবুল করেন এবং যাকাত গ্রহণ করেন? নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তোওবা কবুলকারী, করুণাময়। সুরা তোওবাহঃ ১০৪।
(৭) সুতরাং আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি তোওবাহ কবুলকারী। সুরা নাসরঃ ৩।
(৮) তারা কি লক্ষ্য করে না যে, প্রতি বছর দুই-একবার তারা বিপর্যস্ত হচ্ছে। কিন্তু এরপরেও তারা তওবা করেনা, কিংবা উপদেশ গ্রহণ করে না। সুরা তোওবাহঃ ১২৬।
(৯) তোওবা করলে মহান আল্লাহ তাঁর বান্দাদেরকে দুনিয়া ও আখেরাতে উভয় দুনিয়াতেই এর উত্তম প্রতিদান দেন। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নিজেদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা কর। অতঃপর তাঁর দিকে প্রত্যাবর্তন কর। তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম রিযিক (জীবন উপকরণ) দান করবেন এবং অধিক আমলকারীকে বেশী করে দেবেন। আর যদি তোমরা বিমুখ হতে থাক, তবে আমি তোমাদের উপর এক মহা দিবসের আযাবের আশঙ্কা করছি। সুরা হুদঃ ৩।

(১০) অতঃপর আমি (নূহ তার জাতির লোকদেরকে) বলেছিঃ তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা কর, তিনি অত্যন্ত ক্ষমাশীল। (তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো তাহলে), তিনি তোমাদের উপর অজস্র ধারায় বৃষ্টি বর্ষণ করবেন। আর তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্যে বাগান স্থাপন করবেন এবং তোমাদের জন্যে নদী-নালা প্রবাহিত করবেন। সুরা নূহঃ ১০-১২।

সোমবার, ৭ নভেম্বর, ২০১৬

রসুল (সাঃ) খাদীজা (রাঃ) কে বিবাহ

প্রশ্নঃ ৯/৪৯ : রসুল (সাঃ) খাদীজা (রাঃ) কে বিবাহের সময় মোহর হিসাবে কি দিয়েছিলেন? তার পরিমাণ কত ছিল? উক্ত বিবাহ সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
উত্তরঃ মুহাম্মাদ (সাঃ) মোহরানা স্বরূপ খাদীজা (রাঃ) কে বিবাহের মোহর স্বরূপ ২০টি উট প্রদান করেন। এসময় খাদীজা (রাঃ) ছিলেন মক্কার শ্রেষ্ঠ ধনী ও সম্ভ্রান্ত মহিলা এবং সর্বোত্তম চরিত্রের অধিকারিণী হিসাবে তিনি তাহেরা (পবিত্র নারী) নামে খ্যাত ছিলেন। তখন তাঁর বয়স ছিল ৪০ এবং মুহাম্মাদের বয়স ছিল ২৫। মুহাম্মাদ সাঃ ছিলেন খাদীজা রাঃ এর তৃতীয় স্বামী। অন্যদিকে খাদীজা রাঃ ছিলেন মুহাম্মাদ সাঃ এর প্রথমা স্ত্রী। ইবনু হিশামঃ ১/১৮৭-৮৯; আল-বিদায়াহ ২/২৯৩-৯৪।
খাদীজা রাঃ তার ব্যবসায়ের প্রতিনিধি হিসেবে রসুল (সাঃ) কে শামে প্রেরণ করেছিলেন। সেই ব্যবসায়ে অভাবিত সাফল্যে খাদীজা দারুণ খুশী হন। অন্যদিকে গোলাম মায়সারার কাছে মুহাম্মাদ সাঃ এর মিষ্টভাষিতা, সত্যবাদিতা, আমানতদারী এবং উন্নত চিন্তা-চেতনার কথা শুনে বিধবা খাদীজা রাঃ মুহাম্মাদ সাঃ এর প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়েন। ইতিপূর্বে পরপর দুইজন স্বামী মৃত্যুবরণ করায় মক্কার সেরা নেতৃবৃন্দ তাঁর নিকটে বিয়ের প্রস্তাব পাঠাতে থাকে। কিন্তু তিনি কোনটাই গ্রহণ করেননি। এবার তিনি নিজেই বান্ধবী নাফীসার মাধ্যমে নিজের বিয়ের পয়গাম পাঠালেন যুবক মুহাম্মাদ সাঃ এর কাছে। তখন উভয় পক্ষের মুরব্বীদের সম্মতিক্রমে শাম থেকে ফিরে আসার মাত্র দুইমাসের মাথায় সমাজ নেতাদের উপস্থিতিতে ধুমধামের সাথে তাদের বিবাহ সম্পন্ন হয়।
সূত্রঃ সীরাতে ইবনু হিশামঃ ১/১৮৭, টীকা ১-২; ইমাম হাকেমঃ হা/৪৮৩৮, ৩/২০০; বিস্তারিত দ্রঃ সীরাতুর রাসূল ৭৩ পৃঃ।

কৃতজ্ঞতাঃ আত-তাহরীক।