জান্নাত এবং জাহান্নামের নামগুলো কি
কি?
ক্বুরআন ও হাদীস থেকে প্রাপ্ত জান্নাতের
নামগুলো হলোঃ
(১) জান্নাতঃ বাগান।
(২) আল-ফিরদাউসঃ ফিরদাউসের
বাগান।
(৩) দারুস-সালামঃ শান্তির বাসস্থান।
(৪) দারুল-খুলদঃ চিরস্থায়ী
আবাস।
(৫) জান্নাতুন-নাইয়ী’মঃ
নেয়ামতপূর্ণ জান্নাত।
(৬) জান্নাতুন-আ’দনঃ
চিরস্থায়ী জান্নাত।
(৭) জান্নাতুল মাঅ’ওয়াঃ মাঅ’ওয়া
জান্নাত।
(৮) আল-মাক্বামুল আমীনঃ
নিরাপদ ঠিকানা।
(৯) মাকয়া’দু
সিদক্বীনঃ যথাযোগ্য আসন।
(১০) দারুল মুক্বামাহঃ স্থায়ী
নিবাসের স্থান।
আর জাহান্নামের নামগুলো হলোঃ
(১) জাহান্নামঃ জাহান্নাম।
(২) আন-নারঃ আগুন।
(৩) সাইয়ী’রঃ জ্বলন্ত
আগুন।
(৪) সাক্বারঃ জাহান্নামের
আগুন।
(৫) জাহী’মঃ
জাহান্নাম।
(৬) হাভীয়াঃ প্রজ্বলিত আগুন।
(৭) হু’তামাহঃ হু’তামাহ।
জান্নাত এবং জাহান্নামের অবস্থান
কোথায়?
ইমাম ইবনে কাসীর, ইমাম
বাগাবী ও ইমাম ইবনে রজব (আল্লাহ তাঁদের সকলের প্রতি রহম করুন), একাধিক হাদীস উল্লেখ করেন, তাতে তিনি বলেন, “জান্নাত
হচ্ছে সাত আসমানের উপরে, আর জাহান্নাম হচ্ছে সাত যমীনের নীচে একটি
স্থান।” তাফসীরে বাগাবীঃ ৫৪৮/৪, তাফসীর
ইবনে কাসীরঃ ৪৮৬, ৪৮৭/৪। ইমাম ইবনে রজবের ‘জাহান্নাম
থেকে ভয় প্রদর্শন’, পৃষ্ঠা ১-৬২। অনুরূপভাবে
ইমাম ইবনুল কাইয়িমের ‘হাদীয়ুল আরওয়াহ ইলা
বিলাদিল আফরাহ’, পৃষ্ঠা ৮২-৮৪।