মঙ্গলবার, ৩ জুন, ২০১৪

প্রশ্নঃ সন্তানদের উপর রোযা কখন থেকে ফরয হয়?



প্রশ্নঃ সন্তানদের উপর নামায, রোযা কখন থেকে ফরয হয়?
উত্তরঃ সন্তান যখন বালেগ/বালেগাহ অর্থাৎ প্রাপ্ত বয়ষ্ক হয় তখন তাদের উপরে নামায-রোযা ফরয হয়। যদিও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৭ বছর বয়স থেকেই সন্তানদেরকে নামায পড়ানোর জন্য অভ্যেস করার আদেশ দিয়েছেন , আর ১০ বছর বয়স থেকে তাদেরকে নামাযের জন্যে শারীরিক শাস্তি দিতে বলেছেন। বালেগ না হলে তখন তাদের উপর নামায ফরয হয়না, কিন্তু প্রাপ্ত বয়ষ্ক হওয়ার পর যাতে তারা নিয়মিত নামাযে অভ্যস্ত হয় সেইজন্য আগে থেকেই তাদেরকে ট্রেনিং দিয়ে গড়ে তুলতে হবে। যাইহোক, প্রাপ্ত বয়ষ্ক হওয়ার লক্ষণ হচ্ছে ৪টিঃ
১. নাভীর নিচে লজ্জাস্থানের আশেপাশে শক্ত কালো লোম গজানো
২. জাগ্রত অথবা নিদ্রাবস্থায় বীর্যপাত হওয়া
৩. নারীদের জন্য হায়েজ বা ঋতু শুরু হওয়া
৪. এই ৩টার যেকোন একটা প্রকাশিত হলেই সেই ছেলে বা মেয়ে সাবালক/সাবালিকা বলে গণ্য হবে এবং তার উপর রোযা সহ শরীয়াতের অন্য বিধানগুলো ফরয বলে গণ্য হবে। এর কোনটাই প্রকাশিত না হলে, বয়স ১৫ হলেই সন্তান সাবালক/সাবালিকা বলে গণ্য হবে।

সূত্রঃ ফতোয়া আরকানুল ইসলাম এ শায়খ মুহাম্মদ বিন সালেহ আল-উসাইমিন (রহঃ) এর ফতোয়া অবলম্বনে।