মঙ্গলবার, ৩ জুন, ২০১৪

নারীরা কি বাইরে কাজ করতে পারবে?



নারীরা কি বাইরে কাজ করতে পারবে?

আল্লামাহ, শায়খ সালেহ আল-ফাওজান হা’ফিজাহুল্লাহ বলেনঃ
নারীদের ঘরের বাইরে কাজ করার জন্য ৩টি শর্তঃ

১. কাজ করা বা অর্থ উপার্জন করার প্রয়োজন রয়েছে তাহলেই শুধুমাত্র কাজ করবে।

২. কাজ করা নারীর জন্য দ্বিতীয় প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হবে, সংসার কাজের থেকে বেশি প্রাধান্য পাবে। ( এই হিসাবে টাইম পাস করার জন্য, নিজের পায়ে দাঁড়ানো বা স্বাবলম্বী হওয়ার জন্য, ডিগ্রীকে কাজে লাগানো এইগুলো কোন শরীয়তি কোন ওযর নয়, নারীদের ঘর ছেড়ে বাইরে কাজ করার)

৩. নারীর কাজের ক্ষেত্রে কোন পুরুষের উপস্থিতি না থাকা।অর্থাৎ, নারী ও পুরুষের কাজের পরিবেশ আলাদা হওয়া।
______________________

আর যারা শরীয়তের ধার ধারেন না, নিজের ইচ্ছা অনুযায়ী চলতে চান – দয়া করে তারা এই আয়াতটা ভালো করে পড়ুন, এর ব্যখ্যা-বিশ্লেষণ, হুকুম-আহকাম ভালোভাবে জেনে নিন। আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো যথেষ্ঠ কারণ আছে কিনা নিজেই বিচার করবেন।

“আর তোমরা গৃহে অবস্থান করবে, জাহেলিয়াতের (মূর্খতা যুগের) মত নিজেদেরকে প্রদর্শন করবে না। তোমরা নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে।”

সুরা আল-আহজাবঃ ৩৩।