স্বর্ণ দিয়ে লিখে রাখার মতো জ্ঞানী ব্যক্তিদের
উপদেশঃ (পর্ব-২)
ইমাম আব্দুল আ’জিজ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন,
“যে ব্যক্তি তার সময়গুলোকে আল্লাহর যিকর, ক্বুরান
তেলাওয়াতে ব্যয় করবে, নেককার লোকদের সাহচর্য গ্রহণ করবে এবং মূর্খ ও খারাপ লোকদের বর্জন
করবে, তাহলে তার আত্মা পবিত্র ও কোমল হবে।”
মাজমু ফাতাওয়া শায়খ ইবনে বাজঃ ৫/২৪৪।
ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন,
তিনটা জিনিস শরীরকে অসুস্থ করেঃ
(১) কথা বেশি বলা,
(২) অধিক নিদ্রা এবং
(৩) অতিরিক্ত পানাহার করা।
চারটা জিনিস শরীরকে ধ্বংস করেঃ
(১) দুঃশ্চিন্তা ও পেরেশানি,
(২) দুঃখ ও হতাশা,
(৩) ক্ষুদা এবং
(৪) অধিক রাত্রি পর্যন্ত জেগে থাকা।
চারটা জিনিস চেহারাকে মলিন করে এবং আনন্দ ও সম্মান
কেড়ে নেয়ঃ
(১) মিথ্যা,
(২) ঔদ্ধত্য ও অহংকার,
(৩) জ্ঞান ছাড়া অতিরিক্ত প্রশ্ন করা এবং
(৪) লজ্জাহীনতা ও অশ্লীলতা।
চারটা জিনিস আনন্দ ও সম্মান ফিরিয়ে আনেঃ
(১) তাক্বওয়া,
(২) সত্যবাদীতা,
(৩) দানশীলতা এবং
(৪) আত্মসম্মান।
চারটা জিনিস রিযক বৃদ্ধি করেঃ
(১) কিয়ামুল লাইল বা রাত জেগে সালাত আদায় করা,
(২) সূর্যোদয়ের পূর্বে অধিক পরিমানে আল্লাহর
যিকর করা,
(৩) নিয়মিত দান-সাদাকা করা এবং
(৪) দিনের শুরু ও শেষে আল্লাহর যিকর করা।
চারটা জিনিস রিযক কমিয়ে দেয়ঃ
(১) (ফজরের পরে) সকাল বেলা ঘুমিয়ে থাকা,
(২) সালাতে ত্রুটি বা কম করা,
(৩) অলসতা এবং
(৪) প্রতারণা ও বিশ্বাসঘাতকতা।
যাদ আল-মায়াদ; চিকিৎসা অধ্যায়ঃ ৪/৩৭৮।