ইসলাম সম্পর্কে সঠিক জানার
জন্য কি কি বই পড়বেন?
জরুরী কিছু বইয়ের নাম দেওয়া হলো, যেইগুলো কিনলে আশা করি উপকৃত হবেন ইন শা আল্লাহ। বইগুলো যেটা যে প্রকাশনীর বলা হয়েছে সেই প্রকাশনী ছাড়া অন্য
প্রকাশনীরটা কিনবেন না, কারণ অন্য প্রকাশনীরা বিকৃত করে বা সঠিক অনুবাদ না করে ভুল করে। একবারে সবগুলো কিনতে
না পারলে, আস্তে
আস্তে টাকা জমিয়ে
আগে গুরুত্বপূর্ণ জরুরী বইগুলো কিনবেন, পরে অন্যগুলো।
বইগুলো ঢাকার কাটাবনে ইসলামী বইয়ের দোকানগুলোতে পাবেন। এছাড়া
তাওহীদ পাবলিকেশানের দোকানগুলোতে পাবেন। বাসায় কুরিয়ারে পাওয়ার জন্য এইখানে ফোনে
যোগাযোগ করতে পারেন।
তাওহীদ পাবলিকেশন্সঃ
যোগাযোগঃ ৯০ হাজী আব্দুল্লাহ সরকার লেন, বংশাল,
ঢাকা-১০০০।
ফোনঃ ৭১১২৭৬২, ০১১৯০৩৬৮২৭২, ০১৭১১৬৪৬৩৯৬, ০১৯১৯৬৪৬৩৯৬, ০১৭৫১৭০৪৮৪৮।
__________________
#ঈমান_আকীদাঃ
তাওহীদ, শিরকসহ ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানার
জন্য অবশ্যই এই বইগুলো বারবার পড়বেন।
১. বইয়ের নামঃ “আকীদাহ আত-তাহাবীয়া”
এই বইটাতে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাহ সংক্ষেপে বলা হয়েছে। ইসলামী আকীদাহ সম্পর্কে জানার জন্য খুব সুন্দর ছোট একটি
বই।
আহসান পাবলিকেশান। দাম – ১৫টাকা।
http://www.islamhouse.com/65739/bn/bn/books/আল_আকীদা_আত-তাহাবিয়া
২. বইয়ের নামঃ “কিতাব
আত-তাওহীদের ব্যাখ্যা”
মূল - শায়খুল ইসলাম মুহাম্মাদ বিন আব্দুল ওহহাব
(রহঃ)
ব্যখ্যাঃ শায়খ সালিহ বিন আব্দুল আজীজ ও শায়খ মুহাম্মাদ বিন ইব্রাহীম (রহঃ), তাওহীদ পাবলিকেশান/দারুস সালাম
পাবলিকেশান, দাম – ১৫০টাকা।
এই বইটা পড়ে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় তাওহীদ ও শিরক
সম্পর্কে জানতে পারবেন।
http://islamhousebd.wordpress.com/kitabut-tawhid/
৩. বইয়ের নামঃ “সহীহ
আকীদার মানদন্ডে তাবলিগী নিসাব”
মুরাদ বিন আমজাদ, তাওহীদ পাবলিকেশান। দাম – ১৫০ টাকা।
প্রচলিত তাবলীগ জামাত ও ফাযায়েলে আমল বইয়ের
মাঝে শিরক বেদাত
নিয়ে দলীল ভিত্তিক সুন্দর আলোচনা করা হয়েছে। এছাড়াও এই বইটা পড়লে প্রচলিত অনেক শিরক, বেদাত
ও জাল হাদী
সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয়
জানতে পারবেন। কেনো এইগুলো শিরক বেদাত
সুন্দরভাবে ব্যখ্যা করা হয়েছে।
http://islamhousebd.wordpress.com/2013/08/31/সহীহ-আক্বীদার-মানদন্ডে-ত/
_______________________
#হাদীসের_বই
হাদীসের বই প্রথমেই বুখারী ও মুসলিম কিনবেন না। আগে “রিয়াদুস সালেহীন” ও “বুলুগুল মারাম” এই ২টা হাদীসের কিতাব ভালোভাবে পড়ে শেষ করে পরে বুখারী কিনবেন।
১. বইয়ের নামঃ “রিয়াদুস সালেহীন” - ইমাম আন-নববী (রহঃ)।
শায়খ আলবানী (রহঃ) এর তাহকীকসহ, অবশ্যই তাওহীদ পাবলিকেশারটা কিনবেন। কিভাবে কুরআন ও হাদীস
দিয়ে জীবন পরিচালনা করতে হবে জানার
জন্য এই বইটা
বারবার পড়বেন।
http://www.quraneralo.com/riyadh-us-saliheen/
২. বইয়ের নামঃ “বুলুগুল মারাম” - ইবনে হাজার আসকালানী (রহঃ)।
ইমাম ইবনে হাজার আসকালানী (রহঃ) এর সংকলন
করা একটা হাদীসের কিতাব। সহীহ হাদীস
অনুযায়ী কিভাবে নামায,
রোযা, হজ্জ যাকাত
সহ বিভিন্ন ইবাদতের প্রশ্নের উত্তর বা মাসলা মাসায়েল জানার
জন্য প্রয়োজনীয় সবগুলো সহীহ হাদীস তিনি
একত্র করেছেন। প্রায় ১৫৫০টির মতো হাদীস
আছে এই কিতাবে। তাওহীদ পাবলিকেশান থেক “তাহকীক” সহ বেড়িয়েছে, আপনারা অবশ্যই “তাওহীদ পাবলিকেশানের তাহকীক” সহ বইটা কিনবেন। তাহকীক করা বইগুলো এইজন্য কিনবেন কারণ, মূল বইয়ে ২-১টা যে ভুল ছিলো,
তা একদল আলেম
গবেষণা করে সংশোধন করেছেন। দাম ৪০০টাকা।
http://www.waytojannah.com/tahkik-bulugul-maram-bangla/#more-3057
http://www.waytojannah.com/tahkik-bulugul-maram-bangla/#more-3057
৩. তাওহীদ পাবলিকেশানের সহীহ আল-বুখারীর অনুবাদঃ
http://www.shorolpoth.com/product/সহীহ-বুখারী-তাওহীদ-পাবলি/
“বুখারী শরীফ” কিনলে
অবশ্যই তাওহীদ পাবলিকেশানের অনুবাদটা কিনবেন কারণ, এর অনুবাদ সবচাইতে সঠিক
করা হয়েছে। এছাড়া অন্যগুলোতে অর্থ বিকৃত
করা হয়েছে। ইসলামি ফাউন্ডেশানের বুখারীর অনুবাদ ভালো, তবে সেখানে সামান্য কিছু বিষয়
বাদ দেওয়া হয়েছে
যেগুলো মূল বইয়ে
ছিলো। এইজন্য তাওহীদেরটাই কিনবেন এখানে অনেক
গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া
আছে যা আপনাকে হাদীস বুঝতে সাহায্য করবে।
_____________________
#ফাতওয়ার_কিতাব
কুরআন ও সহীহ হাদীস
অনুযায়ী সঠিকা ফাতওয়া বা বিভিন্ন ইসলামী প্রশ্নের উত্তর, মাসলা
মাসায়েলের সঠিক উত্তর
জানার জন্য আল্লামাহ শায়খ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমিন (রহঃ) এর বইটা
অবশ্যই কিনবেন ও পড়বেন। সাবধান!! মূর্খ
মোল্লা, বেদাতী হুজুর
বা ফেইসবুকে অজ্ঞ লোকদের কাছে ফতোয়া
জিজ্ঞাস করে নিজের
ঈমান ও দ্বীনকে ধ্বংস করবেন না।
বইয়ের নামঃ “ফতোয়া আরকানুল ইসলাম”
শায়খ মুহাম্মাদ বিন সালিহ
আল-উসাইমিন (রহঃ)
তাওহীদ পাবলিকেশান, দাম – ২৩৫ টাকা।
http://www.quraneralo.com/fatawa-arkanul-islam/
ঈমান, নামায, যাকাত, হাজ্জ
ও রোযা সম্পর্কে জরুরী মাসলা মাসায়েল ও ফতোয়ার উপরে
বইটা সবার কাছে
থাকা উচিত ও পড়ে আমল করা উচিত।
________________________
#নামায
১. নামাযের সঠিক বর্ণনা জানার জন্য আল্লামাহ বিন বাজ রাহিমাহুল্লাহর এই ছোট্ট একটা বই খুব সুন্দর ও উপকারী। ছোট কিন্তু নারী বা পুরুষের সহীহ নামায পড়ার
পদ্ধত জানার জন্য
এটা অবশ্যই পড়বেন।
বইয়ের নামঃ “নবী করীম
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর নামায আদায়ের পদ্ধতি” – শায়খ আব্দুল আজীজ বিন আবদুল্লাহ বিন বাজ (রহঃ)
তাওহীদ পাবলিকেশান, দাম – ১৫টাকা।
http://ansarus-sunnah.blogspot.com/2014/03/blog-post_7841.html
২. “ফতোয়া আরকানুল ইসলাম”
শায়খ মুহাম্মাদ বিন সালিহ
আল-উসাইমিন (রহঃ)
এই বইয়ের নামায, ওযু ও গোসল অধ্যায়ের সবগুলো প্রশ্নের উত্তর পড়বেন ও উত্তরগুলো বুঝে মুখস্থ রাখবেন যাতে করে কেউ আপনাকে প্রশ্ন করলে
ঐ বইগুলো থেকে
সঠিক উত্তরগুলো তাকে বলে দিতে পারেন।
http://www.quraneralo.com/fatawa-arkanul-islam/
এইগুলো ছাড়া আরো ২-১টি বই কিনবেন, আরো বেশি ও বিস্তারিত দলীল ও প্রমান ও প্রয়োজনীয় তথ্য জানার জন্য।
৩. বইয়ের নামঃ “নবী
(সঃ) যেউভাবে নামায
পড়তেন”
শায়খ নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
অনুবাদক – এম এন সিরাজুল ইসলাম, বিশ্ব প্রকাশনী। দাম-
১১০ টাকা। এই অনুবাদক ছাড়া অন্যটা কিনবেন না। সেগুলোতে মূল বইয়ের ভুল অর্থ
ও বিকৃত করা হয়েছে। এই বইটাতে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর
দেওয়া আছে, দলীল
সহকারে।
http://islamhousebd.wordpress.com/2011/08/30/নবী-সাল্লাল্লাহু-আলাইহি/
৪. বইয়ের নামঃ “সহীহ
নামায, দুয়া, ও হাদীসের আলোকের ঝাড়ফুঁকের চিকিৎসা”
লেখক – হুসাইন বিন সোহরাব আল-মাদানী
হুসাইন আল-মাদানী প্রকাশনী, দাম – ১২৫ টাকা। (এই বইটার অনলাইন লিংক
নাই)
আশা করি – এই বইগুলো পড়লেই যথেষ্ঠ। নারী বা পুরুষ যেকারো জন্যই কুরান ও সহীহ হাদীসের আলোকে
সুন্নাহ মোতাবেক নামায
বর্ণনা করা আছে
– দলীল প্রমান ও প্রয়োজনীয় ব্যখ্যা বিশ্লেষণ সহকারে।
তবে আরো ২টা বইয়ের
নাম দিচ্ছি, যারা
আরো বেশি বই পড়তে চান নামাযের উপরে তারা কিনতে
পারেন অথব অন্তত
সময় করে সফট কপিটা পড়ে নিতে
পারেন।
৫. স্বলাতে মুবাশশির - শাইখ আব্দুল হামীদ ফাইযী
মাদানী হাফেজাহুল্লাহ। বইটি সুন্দরভাবে সালাত আদায়ের জন্য
চমৎকার, অসাধারন একটি
বই।
http://www.islamhouse.com/402231/bn/bn/books/সালাতে_মুবাশ্বির
৬. মাসনুন সালাত ও দুয়া শিক্ষা
শহীদুল্লাহ খান মাদানী, তাওহীদ পাবলিকেশান
মা শা’ আলাহ এই বইটা খুবই ভালো,
আমার নিজের পছন্দের একটা বই।
http://www.aldinalislam.com/2012/05/403.php/
______________________
#দুয়া_জিকির_ও_সুন্নতী_আমল
দিনে রাতে যেকোন সময় কখন কি সহীহ
দুয়া পড়তে হবে,
কি সুন্নতী আমল করতে হবে জানার
জন্য এই দুইটা
বই অসাধারণ। এই ২টা বই সব সময় কাছে রাখবেন, যত সম্ভব মুখস্থ করার চেষ্টা করবেন,
না পারলে দেখে
দুয়া পড়লেও হবে।
১. সুন্নত অনুযায়ী আমল শেখার জন্য বইঃ
সকাল থেকে ঘুম থেকে
উঠে ঘুমানোর আগে পর্যন্ত ১০০০ এর বেশি কি কি সুন্নত আমল আছে সেটা জানার জন্য
"১০০০ সুন্নত" - এই বইটা অবশ্যই অবশ্যই কিনবেন। এই বইয়ের
সবগুলো আমল কুরান
ও সহীহ হাদীস
থেকে নেওয়া হয়েছে।
তাওহীদ পাবলিকেশান, দাম মাত্র
৬০ টাকা।
http://islamiboi.wordpress.com/category/১০০০-এরও-বেশী-সুনান/
২. সুন্নত অনুযায়ী সহীহ
দুয়া শেখার জন্য
বইঃ
সকাল থেকে ঘুম থেকে
উঠে ঘুমানোর আগে পর্যন্ত কি কি সুন্নতী দুয়া আছে সেটা জানার জন্য
"হিসনুল মুসলিম" - এই বইটা অবশ্যই অবশ্যই কিনবেন। এই বইয়ের
সবগুলো দুয়া কুরান
ও সহীহ হাদীস
থেকে নেওয়া হয়েছে।
আহসান পাবলিকেশান, দাম মাত্র
৫০ টাকা।
http://www.islamhouse.com/1588/bn/bn/books/হিসনুল_মুসলিম_বা_কুরআন_ও_হাদীস_থেকে_সংকলিত_দৈনন্দিন_যিকর_ও_দোআর_সমাহার
http://islamhousebd.wordpress.com/2011/08/29/হিস্নুল-মুস্লিম/
____________________
#নবীর_জীবনী
আর-রাহীখুল মাকতুমঃ শায়খ
শফিউর রহমনা মুবারকপুরী (রহঃ)।
রাসুলুল্লাহ (সাঃ) এর শ্রেষ্ঠ জীবনী গ্রন্থের সঠিক অনুবাদ।
তাওহীদ পাবলিকেশান।
http://islamhousebd.wordpress.com/ar-raheequl-makhtoom/
http://www.shorolpoth.com/product/নবীজির-সাঃ-জীবনী/
_______________________
***রমযানের ফাযায়েল ও রোযার মাসায়েলঃ
শায়খ আব্দুল আব্দুল হামীদ
মাদানী।
তাওহীদ পাবলিকেশান।
রমযানে সম্পর্ক যাকিছু জানার
তা জানার জন্য
এই বইটা খুবই
ভালো।
http://islamhousebd.wordpress.com/ramadhan/
___________________
***হাজ্জ, উমরাহ ও যিয়ারাতের নিয়ম-বিধান
শহীদুল্লাহ খান মাদানী, তাওহীদ পাবলিকেশান
http://www.aldinalislam.com/2012/05/477.php/
______________________
***নারীদের পবিত্রতা সম্পর্কিত মাসলা
মাসআ’লাঃ শায়খ আবু আহমাদ
সাইফুদ্দীন বেলাল।
http://islamhousebd.wordpress.com/2013/06/29/বই-নারীদের-পবিত্রতার-জর/
________________________
এছাড়া ইসলাম সম্পর্কে জানার জন্য আরো সুন্দর সহীহ জরুরী কিছু
বইয়ে নামঃ
***৭০টি কবীরা গুনাহ
– ইমাম আয-যাহাবী
কবীরা গুনাহগুলো কি, জাহান্নামে এর শাস্তি কি জানতে এই বই পড়ুন ও সতর্ক
হন।
***নবীদের কাহিনী – ডা আসাদুল্লাহ আল-গালিব
২৫জন নবীর জীবন কাহিনী জানতে পারবেন।
***মরণ একদিন আসবেই
– আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
***জাদুটোনা, চোখের নযর,
জিনের আসরের চিকিতসা ও ঝাড়ফুক – পীস পাবলিকেশান
***নামায ত্যাগকারীর বিধান – শায়খ উসাইমিন।
এই ছোট বইটা কিনে
সবাইকে দিবেন যারা
নামায পড়েনা তারা
কুফুরী করছে – এইটা
জানানো ও সতর্ক
করার জন্য সবাইকে।
***মৃত্যুর পর অনন্ত
যে জীবন – ইকবাল
কিলানী – পীস পাবলিকেশান
***জানাত জাহান্নাম - ইকবাল কিলানী – পীস পাবলিকেশান
***তাফসীর ইবনে কাসীর
http://www.quraneralo.com/tafsir
http://www.shorolpoth.com/product/তাফসীর-ইবন-কাছির/
____________________