সোমবার, ১৯ মে, ২০১৪

ইমাম যদি রাউফুল ইয়াদাইন না করে বা জোরে আমীন বলে




প্রশ্নঃ ইমাম যদি রাউফুল ইয়াদাইন না করে বা জোরে আমীন বলে যে মুক্তাদী রুকুর আগে ও পরে রাউফুল ইয়াদাইন করা ও জোরে আমীন বলা সুন্নত হিসেবে জানে সেকি ঐগুলো করতে পারবে?

উত্তরঃ হ্যা করতে পারবে, এতে কোন সমস্যা নেই, এই ব্যপারে ফকীহরা মত দিয়েছেন এক মাযহাবের লোকেরা অন্য মাযহাবের ইমামের পেছনে নামায পড়তে পারবে - এতে ইমাম বা মুক্তাদীর কারো নামাযের কোন ক্ষতি হবেনা। শুধুমাত্র চরমপন্থী অজ্ঞ লোকেরাই এইগুলো নিয়ে বাড়াবাড়ি করে। কোন কাজ (রুকু/সেজদা) ইমামের আগে পরে করা কঠোরভাবে নিষিদ্ধ - কিন্তু এমন কাজ যা ইমাম সুন্নত মনে করেনা কিন্তু মুক্তাদী সেটাকে সুন্নত মনে করে, আর সেই কাজটা করলে ইমামের বিরোধীতা হয়না, এমন হলে সে কাজটা মুক্তাদী করতে পারবেন যদিও ইমাম সেটা না করে।


এই ব্যপারে যারা চরমপন্থ অবলম্বন করে, অর্থাৎ বলে - ইমাম না করলে রাউফুল ইয়াদাইন করা যাবেনা বা জোরে আমীন বলা যাবেনা - তারা না জেনে আন্দাজে ফতোয়াবাজি না করে, নিজ নিজ মাযহাবের ফিকহের কিতাব থেকে দেখে নিতে বলবেন।