ফেতরা দেওয়ার উদ্দেশ্য কি?
রোযার মাসে ফেতরাকে ফরয করা হয়েছে দুটি কারণে,
১) মানবীয় দুর্বলতার জন্য আমাদের রোযার মধ্যে অনেক ভুল
ত্রুটি হয়। ইচ্ছায় অনিচ্ছায় আমরা বেগানা নারী বা পুরুষের দিকে তাকাচ্ছি, খারাপ চিন্তা
করছি, মানুষের প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করছি, কখন বা গালি দিচ্ছে। এই সমস্ত পাপ থেকে
রোযাকে পবিত্র করার জন্য ফেতরাকে ফরয করা হয়েছে। কারণ ভালো কাজ খারাপ কাজগুলোকে মিটিয়ে
দেয়। ফেতরা রোযাদার বান্দার রোযার মধ্যে ভুল-ত্রুটিগুলোর কাফফারা স্বরূপ।
২) ঈদের দিন সবাই আনদ করবে, এইদিন একেবারে যারা গরীবা
তারা যেনো অভুক্ত বা ঈদের আনন্দ থেকে কোনোভাবেই যেনো বঞ্চিত না হয় সেইজন্য ফেতরাকে
ফরয করে দেওয়া হয়েছে।
দলীল –
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন, “আল্লাহর রাসুল (সাঃ) (ফেতরাকে) রোযাদারের
অসারতা ও যৌনাচারের পাপ থেকে পবিত্রতা অর্জন ও মিসকীনদের খাদ্য হিসেবে ফরয করেছেন”।
সহীহ হাদীস, আবু দাউদ (আলবানীর তাহকীক ১৪২০), ইবেন মাজাহ
১৮২৭, দারা কুতনী, মুস্তাদারাক হাকেম, বায়হাকী।