লাইলাতুল ক্বদরের রাতটি চেনার কিছু আলামত
সহিহ হাদিসে পাওয়া যায়। তা নিন্মরুপঃ-
১. রাতটি
গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।
২. নাতিশীতোষ্ণ
হবে। অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না।
৩. মৃদুমন্দ
বাতাস প্রবাহিত হতে থাকবে।
৪. সে রাতে
ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।
৫. কোন ঈমানদার
ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন।
৬. ঐ রাতে
বৃষ্টি বর্ষণ হতে পারে।
৭. সকালে
হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। যা হবে পূর্ণিমার চাঁদের মত।
[সহীহ ইবনু খুযাইমাহঃ ২১৯০, সহীহ বুখারীঃ ২০২১, সহীহ মুসলিমঃ ৭৬২]