আমাদের প্রশ্ন ছিলোঃ
জীবিত ৩ জন বড় #আলেমের
নাম বলুন। একভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, Addmin আপনার তিন জন প্রিয় আলেম কে কে?
উত্তরঃ আমার প্রিয় তিন
জন জীবিত বড় আলেমঃ
১. আল্লামাহ, শায়খ সালিহ
আল-ফাওজান (হা’ফিজাহুল্লাহ)
জন্মস্থানঃ সৌদি আরব।
বর্তমান দুনিয়াতে সবচাইতে
বড় আলেমদের মধ্যে একজন। শায়খ বিন বাজ ও শায়খ ইবনে উসাইমিন - ২ জনই তাদের মৃত্যুর পূর্বে
যার কাছ থেকে #ইলম নিতে বলেছেন সবার প্রথম শায়খ ফাওজানের নাম বলেছেন। #আকীদাহ ও #ফিকহের
উপরে তাঁর বহু কিতাব রয়েছে যা বাংলা, ইংরেজীসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে যেইগুলো
আপনারা islamhouse.com ওয়েবসাইটে ফ্রী পাবেন।
তার উল্লেখযোগ্য বইয়ের
নাম - কিতাবুত তাওহীদের ব্যখ্যা, বুলুগুল মারামের শরাহ (ব্যখ্যা গ্রন্থ), ফতোয়ায়ে ইসলামিয়া...
তিনি একজন কাজী ও সৌদি
আরবের স্থায়ী ফতোয়া বোর্ডের সদস্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
২. মুহাদ্দিস, শায়খ আব্দুল
মুহসিন বিন আল-আব্বাদ (হা’ফিজাহুল্লাহ)
হাদীসের উপরে শীর্ষস্থানীয়
আলেম, অত্যন্ত প্রবীন এই শায়খ নিয়মিত মদীনাহ ইসলামিক ইউনিভার্সিটিতে ও মদীনার হারামে
দারস দেন। তার অনেক ছাত্র রয়েছে।
জন্মস্থানঃ সৌদি আরব।
৩. আল্লামাহ শায়খ উয়াসী
উল্লাহ আব্বাস (হা’ফিজাহুল্লাহ)
তাঁর সম্পর্কে বিস্তারিত
জানতে আপনারা এই লেখাটা পড়তে পারেন।
জন্মস্থানঃ ইন্ডিয়া।
উর্দু ও আরবীতে সমান পারদর্শী
আমাদের অতি প্রিয় এই শায়খের #জীবনী পড়ুন এই লিংক এ-
https://www.facebook.com/photo.php?v=697893493576734&set=vb.125167817515974&type=3&video_source=pages_video_set