#খারেজীদের ফেতনাঃ
খারেজীরা হচ্ছে ৭২টা বেদাতী
জাহান্নামী দলের একটি, যাদের ব্যপারে রাসুল সাঃ বলেছেন, তারা হচ্ছে জাহান্নামের #কুকুর!
এদের ২-১জন রাসুল সাঃ এর
জামানাতেই আত্মপ্রকাশ করে। পরবর্তীতে উসমান রাঃ এর সময়ে তাকে অবরোধ করে তাকে কুরান
তেলাওয়াত করা অবস্থায় শহীদ করে। আলী ও মুয়াবীয়া রাঃ কে কাফের ফতোয়া দিয়ে তাদের বিরুদ্ধে
জিহাদ ঘোষণা করে এবং পরবর্তীতে আলী রাঃ কেও শহীদ করে এই চরমপন্থী দলটি। সেই থেকে আজ
পর্যন্ত ক্বুরান, হাদীসের অপব্যখ্যাকারী কট্টরপন্থী এই দলের অনুসারী, বা এদের মতালম্বী
লোকেরা বিভিন্ন মুসলিম সমাজে বিদ্যমান।
সহীহ হাদীস ও সাহাবাদের
জীবনী থেকে #খারেজীদের কিছু লক্ষণঃ
১. কবীরা গুনাহর কারণে
মুসলমানদেরকে কাফের ফতোয়া দেওয়া। কাফের ফতোয়া দেওয়া তাদের নেশা।
২. নামায, রোযা ইত্যাদি
ইবাদত অনেক বেশি করবে।
৩. মুসলিম শাসকদের বিরুদ্ধে
যুদ্ধ করবে।
৪. আলেমদের সাথে সবচাইতে
বেশি শত্রুতা রাখবে এবং তাদেরকে বিভিন্ন আজেবাজে গালি দিবে, তাদের নামে মিথ্যা অপবাদ
রটনা করবে। উসমান রাঃ এর বিরুদ্ধে এটা শুরু করেছিল।