চোখ ও
সৌন্দর্যঃ
দৃষ্টি নিচু
করুন,
কারণ সংযত দৃষ্টি বিনয় ও লজ্জার প্রকাশ। জান্নাতে নারীদের
সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আ’লামীন বলেছেনঃ
“সেখানে (জান্নাতে) তাদের জন্য থাকবে আনতনয়না রমনীগন।”
সুরা আর-রাহ’মানঃ ৫৬।
পাপী, উদ্ধত, অহংকারী, অবাধ্য, ও লজ্জাহীন নারীদের চক্ষু কোনদিন নিচু
হবেনা। তাঁরা পরপুরুষদের সাথে চোখে চোখ রেখে কথা বলতে কোন সংকোচ বোধ করেনা, কারণ তারা ফ্রী মিক্সিং এ অভ্যস্ত, যা সাধারণত
পর্দানশীল নারীদের মাঝে থাকেনা। এইজন্য আনতনয়ন নারীদের জন্য সৌন্দর্য ও লজ্জার
একটা প্রকাশ।
পুরুষদের জন্য
দৃষ্টি নিচু রাখা সংযম এর প্রকাশ, কামনাকে নিয়ন্ত্রন
রাখার জন্য অত্যাবশ্যকীয়। যৌনতা সংক্রান্ত অনেক অপকর্মের মূল উতস হচ্ছে দৃষ্টিকে
নিয়ন্ত্রনে না রাখা।