শায়খ মুহাম্মাদ সালেহ আল-#মুনাজ্জিদের লেখা অত্যন্ত উপকারী ২টা বই, যা সকলের
পড়া উচিতঃ
১. “আমি #তাওবা করতে চাই কিন্তু...”
তোওবা কি, তোওবা কিভাবে করতে হবে, কিভাবে বুঝবো আমার তোওবা কবুল হয়েছে কিনা,
এছাড়া বিভিন্ন ধরণের পাপ যে করে ফেলেছে সে কিভাবে তোওবা করবে – তোওবা সংক্রান্ত
এমন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানার জন্য এই বইটা অবশ্যই পড়বেন।
http://preachingauthenticislaminbangla.blogspot.com/2013/05/blog-post_7620.html
২. “#ঈমানী দুর্বলতা”
দুর্বল ঈমানের লক্ষণসমূহ কি, ও ক্বুরান ও সুন্নাহ অনুযায়ী দুর্বল ঈমানের
চিকিতসা কি – এনিয়ে ইমাম ইবনুল কাইয়্যিমের অত্যত্ন গুরুত্বপূর্ণ কিছু কথা পাবেন এই
বইয়ে যার অনুসরণ করলে একজন মানুষের জীবন পরিবর্তনা হওয়া সম্ভব।
বই ২টা তাওহীদ পাবলিকেশান, কাটাবনের ইসলামী বইয়ের দোকানগুলোতে এবং শুক্রবারে
ঢাকার মোহাম্মাদপুর আল-আমিন মসজিদের সামনে কিনতে পারবেন।