আব্দুল্লাহ্ ইবনে
সালাম রাদিয়াল্লাহু আ’নহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি
রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি,
‘‘হে লোক
সকল!
ক. তোমরা
সালাম প্রচার কর,
খ. (ক্ষুধার্তকে) অন্নদান কর,
গ. আত্মীয়তার
বন্ধন অটুট রাখ এবং
ঘ. লোকে
যখন (রাতে) ঘুমিয়ে থাকে তখন তোমরা (তাহাজ্জুদের) সালাত পড়।
তাহলে তোমরা
নিরাপদে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে।”
তিরমিযীঃ ২৪৮৫, ইবনু
মাজাহঃ ১৩৩৪, দারেমীঃ ১৪৬০; হাদীসটি হাসান সহীহ।