সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

এমন একটি দেশ, আর কোথাও আছে কি?

এবছর হজ্জের সময় মিনাতে প্রতারক জাতি শিয়াদের বিশৃংখলার কারণে প্রায় ৭০০ এর অধিক লোকের দুঃখজনক মৃত্যুকে কেন্দ্র করে রেডিও তেহরান, প্রেস টিভিসহ, প্রথম আলো, RTTN সহ বিভিন্ন শিয়া, নাস্তিক, ও বিদাতী খারেজী মতবাদের অনুসারী মিডিয়াগুলো সার্বিক বিবেচনায় বিশ্বের একমাত্র ইসলামিক রাষ্ট্র সৌদি আরব বিদ্বেষী প্রচারণা শুরু করেছে। ইসলামের গোপন বা প্রকাশ্য শত্রুরা ইতিমধ্যে হাজার হাজার কাল্পনিক ও বানোয়াট খবর ছাপিয়ে সাধারণ মানুষদেরকে সৌদি আরব সম্পর্কে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। দুঃখজনক হলেও সত্যি আহলে সুন্নাহর শক্তিশালী কোন প্রচার মাধ্যম না থাকলে ইসলাম ও মুসলিম দেশ বিরোধী অনেক অপপ্রচারের জবাব দেওয়া সম্ভব হচ্ছেনা। যাই হোক, ইসলাম প্রচার ও প্রসারে সৌদি আরবের ভূমিকা নিয়ে শায়খ আব্দুর রাক্বীব মাদানী (হাফিঃ) এর একটি আর্টিকেল তুলে ধরছি। এর সাথে সাথে শায়খ আব্দুল্লাহিল হাদী (হাফিঃ) এর কিছু কথা সংযোজিত করা হলো।
_____________________________
এমন একটি দেশ, আর কোথাও আছে কি?
_____________________________
১. যে দেশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রেরিত হয়েছেন এবং যেখান থেকে সারা বিশ্বে ইসলাম প্রচার লাভ করেছে।
২. যে দেশে এই যুগেও কোন একটি মন্দির নেই, কোন গির্জা ঘর নেই, কোন অমুসলিমের নাগরিকত্ব নেই।
৩. যে দেশে কোন একটি পীরের দরগাহ নেই, যেখানে 'লা-ইলাহা ইল্লাল্লাহ' পাঠকারীরা জঘন্য শির্ক করে।
৪. নামাযের সময় হলে যেখানে দোকান-পাট বন্ধ করা হয়, আলেম বাহিনী আওয়াজ দেয়, চলো সবাই মসজিদে চলো।
৫. যেই দেশে সবগুলো মসজিদে একসাথে আযান দেওয়া হয়, একই সময়ে সেখানকার সকল মসজিদে নামায পড়া হয়।
৬. কোনো মদের দোকান নেই, আর না আছে মদের ফ্যাক্টরি।
৭. কোনো একটি সিনেমা হল নেই।
৯. যেখানে বাধ্যতামূলক মাধ্যমিক পর্যন্ত স্কুলে ইসলামী শিক্ষা নেয়া সকলের জন্য জরূরী।
১০. যেখানে প্রাইমারী থেকে মেয়েদের পড়ার স্কুল আলাদা আর ছেলেদের স্কুল আলাদা।
১১. যেখানে পর্দার কাপড় পরিধান করা ছাড়া কোন মহিলার বাড়ির বাইরে আসা নিষিদ্ধ।
১২. যেখানে বছরের কোন একটি দিনও হরতাল নেই, আর না আছে রাস্তা অবরোধের ঘটনা।
১৩. বিশ্বের একাধিক দেশের লোক যেখানে কাজ করতে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিজ দেশের সম্পর্কে মন্তব্য করে বলে, দেশের অবস্থা খারাপ দেশে থাকার মত অবস্থা নেই।
১৪. নিজ মুসলিম ভাইয়েরা আপোষে রাজনৈতিক দলের নামে বিভক্ত হয়ে যেখানে মারামারি খুনাখুনি করে না।
১৫. যেই দেশের পরিচালক সারা বিশ্বের মাঝে সবচাইতে বেশি কুরআন বিতরণ করে থাকেন সম্পূর্ণ ফ্রী, এবং বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিতরণও করেন।
১৬. পাশ্চাত্য দেশ ও ইয়াহুদী-খ্রীস্টানদের সংস্থাগুলোর তীব্র বিরোধীতা সত্ত্বেও যেই দেশে এখনো 'হুদুদ' বা ইসলামী আইন কিসাস রাস্তা-ঘাটে প্রকাশ্যে বাস্তবায়ন করা হয়।
১৭. যেই দেশে অমুসলিমদের দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রয়েছে কয়েক শত ইসলামিক সেন্টার রয়েছে। বছরে প্রায় ২০ হাজারেরও বেশী সংখ্যায় যেখানে অমুসলিম ইসলাম গ্রহণ করে থাকে।
১৮. যেই দেশ বিশ্বের ১৬০টিরও অধিক দেশের ছাত্রদেরকে স্কলারশিপ দিয়ে মদীনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ক্বুরান ও হাদীস ভিত্তিক বিশুদ্ধ ইসলাম পড়ার সুযোগ করে দিয়েছে।
১৯. প্রায় পৃথিবীর সকল দেশেই সেই দেশের অর্থায়নে দ্বাইয়ী দ্বীনের কাজ করে যাচ্ছেন।
২০. বর্তমান সময়ে যেই দেশের সরকার এবং জনগণের মাধ্যমে পৃথিবীতে সবচেয়ে বেশী মসজিদ নির্মাণ করা হয়েছে।
২১. সর্বোপরি, যারা সারাবিশ্বে ইসলামের মুল দাওয়াত 'তাওহীদ' ছড়িয়ে দিচ্ছে...
২২. যে দেশে যাকাত আদায় না করলে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাইসেন্স রিনিউ করা হয় না।
২৩. যে দেশে যাদু-টোনা করা ফৗেজদারী আইনে দণ্ডনীয় অপরাধ এবং তার শাস্তি মৃত্যুদণ্ড। যাদু-টোনার বই ছাপানো এবং ক্রয়-বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ।
২৪. যে দেশে কুরআন-হাদীসকে জাতীয় সংবিধান হিসেবে ঘোষণা করা হয়েছে। যার কারণে সেখানে মানব রচিত আলাদা কোন সংবিধান নাই।
২৫. যে দেশে কুরআন মুখস্থ করতে পারলে জেলে সাজাপ্রাপ্ত ব্যক্তির সাজা কমিয়ে দেওয়া হয়।
২৬. যে দেশের আকাশে কালিম খচিত পতাকা উড়ে এবং কালিমার সম্মানে তা কোন উপলক্ষেই এক মিনিটের জন্য অর্ধনমিত রাখা হয় না।
আর বললাম না..
নচেৎ আরো এইরকম অনেক বৈশিষ্ট্য আছে। তবে কিছু মন্দ যে নেই তা নয়, তবে এইসব ভালোর তুলনায় তার সংখ্যা তেমন নয়। এসব ভালো গুণ বর্ণনা করলে অনেকে বর্ণনাকারীকে কত কি বলে? তাদের তোয়াক্কা না করেই পোস্টটা লেখা হল। আপনার এখন দেখুন, শতভাগ সত্যি এই কথাগুলো শুনে কত জনে কত কি বলে? বলতে আমরা আসলে পটু...................!

- শায়খ Abdur Raquib ১৮ সেপ্টেম্বর ২০১৩ এ লিখা প্রবন্ধ থেকে নেওয়া এবং শায়খ আব্দুল্লাহিল হাদীর কিছু অংশ সংযোজিত করা (কিঞ্চিত পরিমার্জিত)।