বর্তমান সৌদি সরকার
বা আলে সউদ রাজপরিবারের বাদশাহরা খুলাফায়ে রাশেদীন নয়, কিন্তু
তারা মুসলিম সরকার এবং সউদী আরব একটি ইসলামিক দেশ যেখানে রাষ্ট্রীয়ভাবে ক্বুরান ও
সুন্নাহর আইন বাস্তবায়ন করা হয়। তাদের মাঝে কিছু ভুল-ত্রুটি আছে, কিন্তু তাদের অনেক ভালো কাজও রয়েছে। ইসলামি শরিয়াহ অনুযায়ী প্রকাশ্যে মুসলিম
শাসকদের সমালোচনা করে জনগণকে তাদের বিরুদ্ধে উস্কে দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। একারণে
আহলে সুন্নাহর ওলামা ও দ্বাইয়ীরা সাউদী বা অন্য কোন মুসলিম সরকারের সমালোচনা করে
বা সরকারব িরোধী মনোভাব প্রচার করে জনগণের মাঝে ফিতনা সৃষ্টি করেন না। সউদী বা কোন
মুসলিম সরকারকে যারা গালি-গালাজ করে, তাদেরকে তাগুত, কাফের বা মুনাফেক বলে লিখালিখি করে, সেটা বাসতবে হোক
কিংবা ইন্টারনেটে, আহলে সুন্নাত ওয়াল জামায়া'তের আকীদাহ অনুযায়ী তারা হচ্ছে মনিপূজারী, বিদাতী
অথবা জাহেল। বিদাতীদের মাঝে এধরণের বিদাত অত্নত নিকৃষ্ট যা ধ্বংসাত্বক একটি রাস্তা।
কারণ এটা আসলে খারেজীদের একটা গুণ। মা শায়াল্লাহ, সাউদী
বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ হা'ফিজাহুল্লাহ একজন
ক্বুরানের হাফেজ এবং অত্যন্ত দানশীল ব্যক্তি, যে কারণে
বাদশাহ হওয়ার পূর্ব থেকেই তিনি সুপরিচিত। তাকে যারা কাফের/তাগুত বলবে, রাসুল (সাঃ) এর হাদীস অনুযায়ী সে নিজেই কাফের বলে গণ্য হবে। আমি দুয়া করি
আল্লাহ তায়া'লা সাউদী বাদশাহ ও সরকারের গুনাহগুলো মাফ করুন,
তাদের যাবতীয় ভুল-ত্রুটিগুলো সংশোধন করে দিন, এবং
তারা যেন আরো বেশি করে মুসলিম উম্মাহর উপকারে আসেন, আল্লাহ
যেন তাদেরকে সেই তোওফিক দান করুন, আমিন।