আসুন ক্বরানুল
কারীমের একটি আয়াত শিখিঃ
আমাদের দেশের প্রায়
মসজিদগুলোতে জুমুয়াহ'র দিনে নিচের এই আয়াতটা তেলাওয়াত করে খুতবা শেষ
করা হয়। কিন্তু কথা হচ্ছে আমাদের কয়জনে এই আয়াতটার অর্থ জানি ও বুঝি?
_________________________
إِنَّ
اللّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالإِحْسَانِ وَإِيتَاء ذِي الْقُرْبَى وَيَنْهَى
عَنِ الْفَحْشَاء وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
_________________________
উচ্চারণঃ
ইন্নাল্লা-হা ইয়া’মুরু বিল্‘আদলি ওয়াল্ ইহ’ছা-নি ওয়া
ঈতা-ইযি’ল্ কু’র্বা- ওয়া ইয়ানহা- ‘আনিল্ ফাহ’শা-ই ওয়াল্
মুংকারি ওয়াল বাগই ইয়া‘ইজু’কুম্ লা‘আল্লাকুম
তাযাক্কারূন্।
_________________________
সরল তর্জমাঃ
নিশ্চয়ই আল্লাহ আদেশ করেন ন্যায় বিচার ও মানুষের সাথে ভালো আচরণ করার জন্যে, এবং
আত্মীয়-স্বজনকে দান করার জন্য। আর তিনি নিষেধ করেন অশ্লীলতা, অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা
শিক্ষা গ্রহণ কর।
সুরা আন-নাহলঃ ৯০।
_________________________