প্রশ্নঃ যার সুরা ফাতিহা মুখস্থ নেই সে কোন দুয়া পড়বে?
উত্তরঃ সালাতে সুরা ফাতেহা পড়া একটা রুকন, এটা ছাড়া সালাত হবেনা। তবে
নও-মুসলিম যিনি এখনো শিখতে পারেন নি, অথবা এতো বয়ষ্ক যে
মুখস্থ করার মতো ক্ষমতা নেই, তিনি চেষ্টা করবেন দ্রুত শিখে
নেওয়ার জন্যে। আর যতদিন পর্যন্ত না সুরা ফাতেহা মুখস্থ হচ্ছে, ততদিন পর্যন্ত সুরা ফাতেহার পরিবর্তে তিনি নিচের এই দুয়া পড়বেনঃ
“সুবহা’-নাল্লাহি, ওয়ালহা’মদু লিল্লাহি, ওয়া লা ইলা-হা ইল্লাল্লা-হু,
ওয়াল্লা-হু আকবার, ওয়া লা- হা’ওলা ওয়ালা- ক্বুওয়াতা ইল্লা- বিল্লা-হ।
আবু দাউদ,
ইবনে খুজাইমা(১/৮০/২), হাদীসটি সহীহ, শায়খ আলবানী (রহঃ), ইরওয়া গালীলঃ ৩০৩।