ডা. জাকির নায়েক একজন ‘দ্বাইয়ী’, কিন্তু তিনি কোন আলেম,
মুফতি বা মুহাদ্দিস নন। তার দাওয়াত দ্বারা অনেক কাফের ও মুসলমান ইসলাম এর অনেক ব্যপার
সম্পর্কে জানতে পেরেছে। তাদের জন্যে সতর্কতার বিষয় হচ্ছে, কিছু ব্যপারে ডা. জাকির নায়েক
এর দৃষ্টিভংগি বা বক্তব্য সঠিক নয়, সুতরাং যারা এতোদিন তার ওয়াজ-লেকচার শুনেছেন তাদের
উচিৎ আহলে সুন্নাহর অনুসারী প্রকৃত আলেমদের বক্তব্য বেশি করে শোনা এবং পড়ার চেষ্টা
করা, যাতে করে তারা সঠিক ‘আক্বীদাহ’ ও ‘মানহাজ’ সম্পর্কে জানতে পারেন
এবং দাওয়াতের নামে প্রচলিত ভুল বিষয়গুলো সংশোধন করে নিতে পারেন। নাআ’ম।