কোন পাপ কাজ করে ফেললে যা বলবে এবং যা
করবেঃ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“একজন মুসলিম কোনো পাপ
কাজ করার পরে ছয় ঘন্টা সময় পার না হওয়া পর্যন্ত বাঁ পাশের ফেরেশতা সেটা তার আমল নামায়
লিপিবদ্ধ করেন না। সে যদি অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন বাঁ
পাশের ফেরেশতা তা একপাশে ছুঁড়ে ফেলে দেয় (অর্থাৎ সেই পাপ তার আমলনামায় লিপিবদ্ধ করেন
না)। আর সে যদি তোওবা না করে, তাহলে সেটা খারাপ কাজ হিসেবে তার আমল নামায় লিপিবদ্ধ
করা হয়।”
[হাদীসটি বর্ণনা করেছেন ইমাম তাবারানী
তার ‘আল-মাজমু আল কাবীর’ গ্রন্থে হাদীস নং ৮/১৫৮,
শায়খ আলবানীর মতে হাদীসটি সহীহ, সহীহ আল-জামি’]
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম আরো
বলেছেন,
“যদি কোনো বান্দা কোনো
পাপ কাজ করে ফেলে, অতঃপর সে উত্তমরূপে ওযু করে পবিত্রতা অর্জন করে এবং দাঁড়িয়ে যায়
ও দুই রাকআ’ত (নফল) সালাত আদায় করে, তারপর আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা করে,
তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন।”
[আবু দাউদঃ ১৫২১, তিরমিযীঃ ৪০৬, শায়খ
আলবানী (রহঃ) হাদীসটিকে সহীহ বলে মত প্রকাশ করেছেন]