সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

বিয়ের জন্যে কেমন ছেলে বা মেয়ে দেখতে হবে? (পর্ব-১)


বিয়ের জন্যে কেমন ছেলে বা মেয়ে দেখতে হবে? (পর্ব-১)
(১) পাত্র অথবা পাত্রীকে সবার প্রথম ঈমানদার, পাঁচ ওয়াক্ত নামাযী মুসলিম ব্যক্তি হতে হবে।
(২) আহলে সুন্নত ওয়াল জামাআ'ত বা "সুন্নী" আকিদাহর অনুসারী এবং প্রকাশ্য শিরক, কুফর ও বিদাত মুক্ত থাকতে হবে।
(৩) বিদাতী, পথভ্রষ্ট ব্যক্তি বা দলের কুপ্রভাব ও অনুকরণ থেকে মুক্ত থাকতে হবে।
(৪) দ্বীনদার, চরিত্র ভালো ও কোমল হৃদয়ের অধিকারী হতে হবে।
(৫) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহ কি, তা জানতে, বুঝতে ও মানার আন্তরিক চেষ্টা থাকতে হবে।
(৬) আল্লাহকে ভয় করে এমন গুণাবলী ও তার বহিঃপ্রকাশ থাকতে হবে।
(৭) পাত্রকে হালাল ও সৎ জীবিকা নির্বাহ করতে হবে।
(৮) পাত্রীকে হিজাব-পর্দা করতে হবে।
(৯) দ্বীন শিক্ষার্থী হতে হবে।
(১০) স্বামী, স্ত্রী একজন আরেকজনের উপর কি অধিকার ও হক্ক তা জানার এবং মানার আন্তরিক ইচ্ছা থাকতে হবে।
(১১) প্রতিদিন নিয়মিত ক্বুরান তেলাওয়াতকারী হতে হবে।
(১২) জীবনে ব্যপারে সব সময়েই আশাবাদী এবং আল্লাহর রহমতের আকাংখী হতে হবে। হাতাশাবাদী বা নিরাশ হলে চলবেনা।
(১৩) কোনমতেই ধূমপান করা যাবেনা।
(১৪) স্বামীর অবাধ্য হওয়া যাবেনা।
(১৫) মা-বোনের কথা শুনে স্ত্রীর হক্ক নষ্ট করা যাবেনা।
(১৬) একজন আরেকজনকে সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসার জন্যে অংগীকারবদ্ধ থাকতে হবে। এমন না যে বিয়ের পরে বলবেঃ আমি তোমাকে বিয়ে করে ভুল করে ফেলেছি, তুমি তোমার পথ দেখো, আমার কথা না মানলে চলে যাও ইত্যাদি।
(১৭) টিভিতে নাচ-গান, হারাম অনুষ্ঠান, কার্টুন, খেলাধূলা দেখার নেশা থেকে বিরত থাকতে হবে, হারাম পত্রিকা ম্যাগাজিন থেকে দূরে থাকতে হবে।
(১৮) আহলে সুন্নাহর আলেমদেরকে ভালোবাসতে হবে।
(১৯) যত্রতত্র ছবি তোলা এবং নির্বোধের মতো সেলফি, ফেইসবুকে ছবি আপলোডের মতো বিরক্তিকর সংস্কৃতির অন্ধ অনুসারী হওয়া যাবেনা।
(২০) কাফির মুশরিক এবং ইসলামের দুশমনদের প্রতি ও তাদের সংস্কৃতির প্রতি অন্তর থেকে ঘৃণা ও শত্রুতা পোষণকারী হতে হবে। এটা must, এ ব্যপারে কোন আপোষ চলবেনা।
(২১) দুনিয়ার লোভে গণতান্ত্রিক শিরকি মতবাদের অনুসারী, পথভ্রষ্ট রাজনৈতিক দলগুলোর পদলেহনকারী হওয়া যাবেনা।
(২২) দাঁড়ি রাখতে হবে, প্যান্ট টাখনুর উপরে পড়তে হবে।