বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

প্রশ্নঃ নারীরা কি বাসায় ইতিকাফ করতে পারবে?



প্রশ্নঃ নারীরা কি বাসায় ইতিকাফ করতে পারবে?

উত্তরঃ পুরুষ হোক আর নারী হোক - ইতিকাফ করতে হয় মসজিদে, মসজিদ ছাড়া ইতিকাফ গ্রহণযোগ্য নয়। আমাদের দেশে যেই সিস্টেমঃ নারীদের বাসায় ইতিকাফ করা - এর কোন দলীল নেই। এটা আসলে নারীদেরকে মসজিদ থেকে তাড়ানোর একটা পদ্ধতি, যাতে করে নারীদের জন্য মসজিদের যাওয়া একেবারেই বন্ধ হয়ে যায় বর্তমানে যেটা দেখা যাচ্ছে আমাদের দেশে।

রাসুল সাঃ এর আদর্শ হচ্ছে নারীরা ইচ্ছা হলে মসজিদে যেতে পারবে নামায পড়তে, যদিও তাদের জন্য উত্তম হচ্ছে বাসায় নামায পড়া। আর ইতিকাফ করলে মসজিদে তার জন্য সুযোগ রাখা। আমীরুল মুমিনিন উমার ইবনে খাত্তাব রাঃ নারীদের মসজিদে যাওয়া হারাম করে দিয়েছেন এটা একেবারেই ডাহা বানোয়াট কথা।

কিছু মানুষ একটা আজগুবী কথা বলে খলিফা উমার (রাঃ) নাকি ফেতনার জন্য নারীদেরকে মসজিদে আসতে হারাম করে দিয়েছেন! এইটা সম্পূর্ণ মিথ্যাচার ও উমার (রাঃ) এর প্রতি মিথ্যা অপবাদ। আর সর্বোপরি এটা রাসুলুল্লাহ (সা:) এর আদেশের বিরোধী।

কারণ, রাসুলুল্লাহ (সা:) বলেছেন, "তোমরা আল্লাহর দাসীদেরকে মসজিদে আসতে বাধা দিওনা যদিও তাদের জন্য ঘরই উত্তম জায়গা।"
আবু দাউদ ৫৬৭, মুসনাদে আহমাদ হাদীস সহীহ।

"তোমাদের নারীরা যদি মসজিদে নামায পড়তে চায় তাহলে তোমরা আসতে বাধা দিবেনা।"

=> বিশিষ্ট সাহাবী ও খিলফা উমরের ছেলে আব্দুল্লাহ (রাঃ) এই হাদীস তার ছেলে বেলালকে বলেন। এ কথা শোনার পরে বেলাল তবুও বাধা দেওয়ার কথা বলে। রাসুলুল্লাহ (সা:) এর আদেশ অমান্য করবে শুনে আব্দুল্লাহ ইবনে উমর (রা:) এতো রেগে যান যে তিনি তাকে এতো কঠোর ভাষায় গালি দেন যা আগে কোনোদিন শোনা যায়নি।"
সম্পূর্ণ এই হাদীসটি বর্ণিত হয়েছে সবচাইতে সহীহ হাদীস গ্রস্থের কেতাবের একটি সহীহ মুসলিমের ৪৪২ নাম্বার হাদীসে।


অসংখ্য সহীহ হাদীস দ্বারা প্রমানিত উমার (রা:) এর যামানায়তো বটে, পরবর্তীতে উসমান, আলী থেকে শুরু করে আজ পর্যন্ত মক্কা মদীনার মসজিদগুলোতে নারীদের জামাতে নামায পড়ার সুযোগ আছে। শুধু আমাদের মতো বেদাতী শিরকি দেশেই নারীরা মার্কেটে যায়, বেপর্দা হয়ে অফিস আদালত করে, মার্কেটে পার্কে যায় - সেটা নিয়ে ফতোয়া নাই, হিজাব পর্দা করে মসজিদে যাবে এতেই আপত্তি কিছু মানুষের।

ডঃ সালেহ আস-শুহাইমী হা’ফিযাহুল্লাহ ISIS সম্পর্কে বলেন



মুসলিম উম্মাহর আলেম ও বিজ্ঞ ব্যক্তিদের দৃষ্টিতে আইএসআইএস বা আইএসএর আসল চেহারাঃ পর্ব-৪

সৌদি আরবের বিখ্যাত আলেম আল্লামাহ, ডঃ সালেহ আস-শুহাইমী হাফিযাহুল্লাহ ISIS সম্পর্কে বলেনঃ

এটি হচ্ছে একটি খারেজী জামাআত। তারা কয়েকদিন আগে আমার খালাতো ভাইয়ের ছেলেকে হত্যা করেছে। কারণ সে তাদের দলের বিরোধী অন্য একটি দল তথা জাবহাতুন নুসরার সদস্য ছিল। তবে উভয় দলই ভুল পথে অগ্রসর হচ্ছে। তাদের নাম জাবহা হোক অথবা দায়েশ (ISIS) হোক। কিন্তু দায়েশ জাবহার চেয়ে অধিক ভয়াবহ ও ক্ষতিকর। কারণ তারা মুমিনদের উপর নিয়ন্ত্রণ লাভ করতে পরলে আত্মীয়তার সম্পর্ক এবং কোন প্রকার অঙ্গীকার বা চুক্তির পরোয়া করে না। তারা যে বাতিলপন্থী, তা প্রমাণিত হওয়ার জন্য এতটুকই যথেষ্ট যে, কয়েকদিন আগে তারা তাদের খলীফার হাতে বাইআত করার জন্য মুসলিমদের কাছে জোর দাবী জানিয়েছে। তাদের সাথে যারা যোগ দিয়েছে, তাদেরকে তারা সর্বপ্রথম যে কাজটি করার আদেশ দিয়েছে তা হচ্ছে নিজ দেশের আমীরের বা বাদশাহর হাতে কৃত বাইআতকে বর্জন করা। আপনারা বাইআত প্রত্যাখ্যান ও ভঙ্গ করার হুকুম অবশ্যই অবগত আছেন। (সৌদি আরবে বসবাসরত) আমাদের প্রত্যেকের কাঁধে এই দেশের অলীউল আমরের (শাসকের) বাইআত রয়েছে। আপনাদের প্রত্যেকের কাঁধে রয়েছে এই দেশের শাসকের বাইআত। বাইআত ভঙ্গ করা খেয়ানত ও গাদ্দারী। প্রত্যেক গাদ্দারের (বাইআত ও অঙ্গীকার ভঙ্গকারীর) জন্য কিয়ামতের দিন একটি করে পতাকা স্থাপন করা হবে। তাতে লেখা থাকবেঃ এটি উমুকের বাইআত ভঙ্গকারীর পতাকা। যে ব্যক্তি বাইআত ভঙ্গ করবে, সে কিয়ামতের দিন ভয়াবহ বিপদের সম্মুখনি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ
যে ব্যক্তি আমীরের আনুগত্য থেকে বের হয়ে গেল এবং মুসলিমদের জামাআত থেকে এক বিঘত পরিমাণ বিচ্ছিন্ন হয়ে গিয়ে মৃত্যু বরণ করল, সে জাহেলীয়াতের (কুফরীর) উপর মৃত্যু বরণ করল।
সহীহ মুসলিম, হাদীছ নং- ৪৮৯২।

যে ব্যক্তি মুসলিমদের জামাআত থেকে এক বিঘত পরিমাণ বিচ্ছিন্ন হলো, সে তার গর্দান থেকে ইসলামের রশি খুলে ফেলল। (তিরমিযী)

এরা বাইআত ভঙ্গ করেছে। হক থেকে তারা বহু দূরে। তারা আলেমদেরকে কাফের বলে এবং আমাদের শাসকদেরকেও কাফের বলে। তাদের অবস্থা দেখে মনে হয়, মানুষকে কাফের বলা ছাড়া তাদের আর কোন কাজ নেই। এটিই তারা জানে এবং এটিকেই তারা তাদের দ্বীন মনে করে থাকে। পর্দার অন্তরাল থেকে কতিপয় মূর্খ লোক তাদেরকে ফতোয়া দিচ্ছে। এই ফতোয়াগুলোই তাদেরকে ধোঁকায় ফেলেছে। এই মুফতিরা দুই প্রকার। এক প্রকার মুফতী তাদের সাথেই রয়েছে। তারা এই মুফতীদেরকে মাশায়েখ হিসাবে গ্রহণ করেছে, তারা তাদের কাছ থেকেই ফতোয়া নেয়। তারা আল্লাহর কিতাবের দিকে ফিরে আসেনা এবং উলামায়ে রাব্বানীদের থেকে ফতোয়া নেয়না। এই আলেমরা ঐ দলের সদস্যদের মতই। আরেক শ্রেণীর আলেম আমাদের দেশে বসেই এদেরকে সমর্থন করে ফতোয়া দিচ্ছে, তাদেরকে সমর্থন করছে এবং যুবকদেরকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এরা বিনা উদ্দেশ্যে এসব ফতোয়ার মাধ্যমে মুসলিম যুবকদেরকে অগ্নিকুন্ডে নিক্ষেপ করছে। তারা অন্ধকারচ্ছন্ন ও অস্পষ্ট উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করে, স্বীয় গোত্র ও দলের আদর্শ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে এবং অন্ধকারচ্ছন্ন ঝান্ডার অধীনে যুদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ

যে ব্যক্তি অস্পষ্ট ও অপরিচিত দলের পতাকাতলে যোগদান করে যুদ্ধ করে, স্বীয় গোত্রকে সাহায্য করার জন্য যুদ্ধ করে এবং গোত্রের সাহায্য ও স্বীয় মতবাদ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে মানুষকে আহবান করে, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়
সহীহ মুসলিম, হাদীছ নং- ৪৮৯২।

এরা মূর্খ, জাহেল এবং এদের বয়স অল্প ও জ্ঞান খুবই সামান্য। এদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। তিনি বলেছেনঃ আমি যদি এদের যুগ পেতাম, তাহলে আমি তাদেরকে আদ জাতির ন্যায় হত্যা করতাম। তারা যাকে হত্যা করবে, সে হবে সর্বোত্তম শহীদ। তাদের মধ্যে যারা নিহত হবে, তারা হবে আকাশের নীচে সর্বাধিক নিকৃষ্ট নিহত ব্যক্তি। তিনি আরো বলেছেন, তারা হবে জাহান্নামের কুকুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই লোকদের ব্যাপারে বলেনঃ

আখেরী যামানায় এমন একদল লোক আসবে, যাদের বয়স হবে অল্প এবং জ্ঞান হবে খুবই সামান্য। তারা মানুষের সর্বোত্তম বুলি আওড়াবে। কিন্তু তা সত্ত্বেও তারা ইসলাম থেকে এমন দ্রুতগতিতে বের হয়ে যাবে, যেমভাবে তীর ধনুক থেকে বের হয়ে যায়। তাদের ঈমান তাদের কন্ঠনালী অতিক্রম করবেনা। তাদেরকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। যে ব্যক্তি তাদেরকে হত্যা করবে, সে কিয়ামতের দিন এ হত্যাকান্ডের জন্য পুরস্কার লাভ করবে

তিনি আরো বলেনঃ
পূর্ব দিক থেকে একদল লোক বের হবে। তারা কুরআন পড়বে, কিন্তু কুরআন তাদের কণ্ঠনালীর নীচে প্রবেশ করবেনা। তীর যেমন ধনুক থেকে বের হয়ে যায়, তারা তেমনি দ্বীন থেকে বের হয়ে যাবে। অতঃপর ধনুকের রশির নিকট নিক্ষিপ্ত তীর ফেরত না আসা পর্যন্ত তারা দ্বীনের মধ্যে ফিরে আসবেনা। অর্থাৎ তারা দ্বীন থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যাবে, তাতে আর ফেরত আসবেনা।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে জাহান্নামের কুকুর বলেছেন। তারা প্রত্যেক যুগেই বের হবে। তারা প্রত্যেক যুগেই বের হতে থাকবে। এমনকি তাদের দল থেকেই দাজ্জাল বের হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো সংবাদ দিয়েছেন যে, তোমরা তাদের নামাযের তুলনায় তোমাদের নামাযকে নগণ্য মনে করবে, তাদের এবাদতের তুলনায় তোমাদের এবাদতকে খুব সামান্য মনে করবে এবং তারা কুরআন পড়বে, কিন্তু কুরআন তাদের কণ্ঠনালীর নীচে যাবেনা।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের আরো অনেক স্বভাব ও বৈশিষ্ট উল্লেখ করেছেন। তারাই ইসলামের দ্বিতীয় খলীফা উছমান ও আলী (রাঃ) কাফের ফতোয়া দিয়েক হত্যা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো সংবাদ দিয়েছেন যে, তারা অমুসলিমদেরকে বাদ দিয়ে মুসলিমদেরকেই হত্যা করবে। তাদের পূর্ব পুরুষরা উসমান বিন আফ্ফান ও আলী (রাঃ) কে হত্যা করেছে। তারা যখন উসমান (রাঃ)এর দেহকে তাঁর মাথা হতে বিচ্ছিন্ন করল তখন তাদের মধ্য হতে একজন অভিশপ্ত নিকৃষ্টি লোক উছমান (রাঃ) এর পবিত্র মাথার খুলির উপর পা রেখে বলেছেঃ
আল্লাহর কসম! আল্লাহ তাআলার সম্মানিত দিনসমূহের মধ্য হতে এবং আল্লাহর রাস্তায় জিহাদের দিনসমূহের মধ্য হতে আমার নিকট আজকের দিনের চেয়ে অধিক ফযীলতময় অন্য কোন দিন আছে বলে আমার জানা নেই। (নাউযুবিল্লাহ)

আলী (রাঃ)এর হত্যাকারী আব্দুর রাহমান বিন মুলজিম বলেছিলঃ আলী (রাঃ)কে হত্যা করার জন্য আমি এই বর্শাটিতে নয়টি মাথা স্থাপন করেছি। তার মধ্য হতে তিনটি মাথা স্থাপন করেছি আল্লাহ ও তাঁর রাসূলের জন্য। আলীকে ঘৃণার সংকেত হিসাবে আমি এই নয়টি মাথা স্থাপন করেছি। এই জন্যই তার সাথী ইমরান বিন হাত্তান আলী (রাঃ)কে হত্যা করার কারণে তার প্রশংসা করে বলেছিলঃ
ওহে এমন একটি আঘাত, যা করা হয়েছে আল্লাহর একজন মুক্তাকী বান্দার পক্ষ হতে। এর মাধ্যমে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি ছাড়া সে অন্য কিছু কামনা করেনি। আমি এই দিনটিকে একটি ফযীলতময় দিন হিসাবে স্মরণ করি, যাতে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণকারী বান্দাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি এই আঘাতটি করেছে।

এই অভিশপ্তের জবাবে পূর্ব যুগের একজন সৎ লোক বলেছেনঃ
এটি আঘাতটি ছিল একজন হত্যভাগ্য লোকের পক্ষ হতে। সে এর মাধ্যমে আরশের মালিকের নিকট ক্ষতিগ্রস্ত হওয়া ব্যতীত অন্য কিছু কামনা করেনি। আমি মনে করি, এর মাধ্যমে সে কিয়ামতের দিন আল্লাহর নিকট সর্বাধিক হতভাগ্য ও নিকৃষ্ট বলে বিবেচিত হবে।

এই পথভ্রষ্ট ও গোমরাহ লোকদের অন্যতম আলামত হচ্ছে লুকিয়ে থাকা এবং জনমানবের সামনে এসে তারা তাদের কথা প্রচার করেনা। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে, আমাদের দ্বীন কি সুস্পষ্ট? না অস্পষ্ট? আমাদের দ্বীন সুস্পষ্ট। এখানে গোপনীয় কিছু নেই। আমাদের কাছে এমন কিছু নেই, যা গোপন রাখতে হবে। এই সুফিয়ান (রঃ) বলেছেনঃ

তুমি যখন দেখবে যে, একটি দল তাদের দ্বীনি বিষয়ে সাধারণ লোকদেরকে বাদ দিয়ে গোপনে শলা-পরামর্শ করছে, তখন তুমি মনে করবে যে, তারা কোন একটি গোমরাহীর পথ উন্মুক্ত করছে। এই কথা সুফিয়ান ব্যতীত আরো অন্যান্য আলেম থেকেও বর্ণিত হয়েছে। আমি কয়েকদিন আগে মসজিদে নববী থেকে তাদের খলীফার দাবীদারের এবং তার হাতে মিথ্যুক দাজ্জালদের বাইআত করার প্রতিবাদ করেছি।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, ইসলামের ইতিহাসে এমন কোন খলীফা কিংবা শাসকের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবেনা, যিনি লুকিয়ে থেকে এবং জনসাধারণের আড়ালে থেকে রাজ্য পরিচালনা করেছেন। (চলবে)

লেকচারটির অনুবাদ করেছেনঃ শায়খ Abdullah Shahed Al-madani

ইন্টারনেটে শায়খের বক্তৃতার লিংকঃ

বুধবার, ২৩ জুলাই, ২০১৪

“ইন্সুরেন্স” বা “বীমা” হচ্ছে একপ্রকার জুয়া বা Gambling



সুদী ব্যংক পরিচালিত ইন্সুরেন্স বা বীমা হচ্ছে একপ্রকার জুয়া বা Gambling. জুয়া সম্পর্কে আল্লাহ বলেছেন এটা হচ্ছে শয়তানের কাজ! কিন্তু অনেক ব্যংক আলেমদের ফতোয়া ও বিভিন্ন অজুহাতে ইসলামী বীমা নাম দিয়ে আসলে যা করছে সেটা আর সুদী ব্যংকের বীমা নামের জুয়ার মাঝে কোনো পার্থক্য নেই। এইভাবে তারা উম্মতকে ধোঁকা দিয়ে সুদ ও জুয়ার মাঝে লিপ্ত করছে।
__________________________

ISLAMI INSURANCE:

"আমি দারিদ্রতা হতে আল্লাহর নিকট পানাহ চাই কেননা দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়"
"তোমরা উত্তরাধিকারীদের নিঃস্ব, পরমুখাপেক্ষী ও অপরের উপর নির্ভর্শীল করে রেখে যাওয়া অপেক্ষা তাদের স্বচ্ছল,ধনী ও সম্পদ্শালী রেখে যাওয়া ভাল''
রাসুলের এই হাদিস দুইটি কি ইসলামী বীমার প্রতি উৎসাহিত করেনা? এই বলে কেউ প্রশ্ন করলেন

উত্তরঃ দেখুন, ঐ সব হাদিসের মানে এই নয় যে, হারাম পথে কামাই করে উত্তরাধিকারীদের কে স্বচ্ছল রেখে যেতে হবে এবং হারাম পথে কামাই করে ধনী হতে হবে আর ইনস্যুরেন্স? তা নিজের ক্ষতি দিয়ে আপনি কাউকে নিরাপত্তা দিতে পারেন না ইসলামে তা যায়েজ নেই আপনি আমার সম্পদের নিরাপত্তা বিধান করবেন আপনার সধ্যমতে তার বদলে নেবেন পারিশ্রমিক কিন্তু সম্পদ হারিয়ে গেলে আগুনে পুরে গেলে, নদীতে ডুবে গেলে আপনি পুরোটা ফেরত দেবেন এই ইনস্যুরেন্স এর স্থান ইসলামে নেই যদি বলেন তারা নিজের ক্ষতি করে দেয়না তাহলে বলবো ধরুন দশটির মধ্যে ১ টির সমস্যা হল এবং তাতে ক্ষতি পুরন দিতে হোল কোত্থেকে দিলেন? বাকী ৯ টির ইনকাম থেকে এখন প্রশ্ন হোল ঐ নয়টির ইনকাম কি হালাল ছিল? উত্তর না কারণ সে অর্থ এমন একটি চুক্তির মাধ্যমে উপার্জন করা হয়েছে যা নিছক স্পেকুলেশন, আন্দাজ/অনুমান যা ইসলামের পরিভাষায় তাকদীরের না জানা বিষয় নিয়ে ব্যবসার নামান্তর নাজানা বিষয়ে ব্যবসা ও লেনদেন ইসলামে জায়েজ নেই ইসলামে যে জাতীয় ইনস্যুরেন্স হতে পারে তার চেয়ে প্রচলিত ইনসুরেন্স ভিন্ন তাই এই ইসলামী ইনসুরেন্স সেটির মত নয় দুনিয়ার ব্যবসা বাণিজ্য সেকুলাররা তাদের ইচ্ছা মত চালাবে আর ইসলামের কর্মিরা তাদেরটাই ইসলামের নামে করবে তাতো হতে পারেনা ইসলামেরটা না করতে পারলে বা করতে ফেল করলে সে জন্যে আল্লাহ্র কাছে ক্ষমা চাইবেন কিন্তু অনৈসলামকে ইসলাম বলে চালিয়ে দেবেন তা গ্রহণ যোগ্য হতে পারেনা

- Shaikh Muzammel Al-hoque

ক্বুরান তেলাওয়াত করে কি দুয়া পড়তে হবে?



ক্বুরান তেলাওয়াত করে কি দুয়া পড়তে হবে?

ক্বুরান তেলাওয়াত শেষ করে সাদাকাল্লাহুল আযীম বলা যাবেনা, রাসুলুল্লাহ (সাঃ) ক্বুরান তেলাওয়াত শেষ করে এই কথাটা কোনদিন বলতেন না, কোনো একজন সাহাবাও বলতেন না। অথচ তাঁরা কুরানকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন।

ক্বুরান পড়া শেষ করে বলতে হবেঃ সুবহানাকা আল্লাহুম্মা ওয়াবিহামদিকা, আশ-হাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা - কারণ রাসুলুল্লাহ (সাঃ) নিজে এই দুয়া পড়তেন, যেকোন মজিলস বা কুরান তেলাওয়াত, যিকিরের বৈঠকের শেষে। তিনি আমাদেরকেও এটা পড়তে বলেছেন - কারণ এটা পড়লে কোথাও ভুলত্রুটি হলে তার কাফফারা হয়ে যায়। তাই আমরা নবীর উম্মত হিসেবে তাঁর শেখানো এই সুন্নতের উপর আমল করার চেষ্টা করবো ইন শা আল্লাহ, আর হুজুরের বানানো বেদাতী দুয়া (সাদাকাল্লাহ) বাদ দিতে হবে।

ক্বুরান তেলাওয়াতের সময় সামনে পেছনে ঝুকে তাল দিয়ে পড়া যাবেনা - এইটা ভ্রান্ত একটা কাজ, যা অনেক হুজুর ও মাদ্রাসার ছাত্ররা করে থাকে। আশ্চর্যের বিষয় তাদের উস্তাদেরা এইগুলো করতে ছাত্রদের নিষেধ করেনা অথচ এইভাবে ঝুকে ঝুকে তালের সাথে ক্বুরান তেলাওয়াত করা ক্বুরানের আদবের বিপরীত একটা কাজ। আল্লামাহ, বাকর আবু যায়ের তাঁর ফতোয়াতে উল্লেখ করেছেন, এইভাবে ঝুকে ঝুকে আসমানী কিতাব পড়া ইয়াহুদীদের বদ অভ্যাস। স্থির হয়ে বসে একাগ্র চিত্তে, মনোযোগ দিয়ে ক্বুরান পড়তে হবে এবং এর অর্থ বোঝার চেষ্টা করতে হবে।


আসুন আমরা রাসুলুল্লাহ (সাঃ) কে ভালোবাসি, তাঁর সমস্ত সাহাবাদেরকে ভালোবাসি। নিজেদের সাধ্য অনুযায়ী তাদের অনুসরণ-অনুকরণ করার চেষ্টা করি। আর তাদের সাথে মিল নেই বড় হুজুরের এমন বানানো কথা বা কাজকে ঘৃণা করি, কারণ সেটা বেদাত।

মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪

আমি জান্নাতে যাইতে চাই, কিন্তু...



আমি জান্নাতে যাইতে চাই, কিন্তু...

. চোখ সারা দিন কিছু করার থাকেনা তাই টিভি না দেখে আর কিছু করার নাই। খেলা, নাটক-সিনেমা দেখা ছাড়া বাইচ্যা থাকা সম্ভব না। এতো হুজুর হওয়ার দরকার নাই, একটু গান-বাজনা দেখলে কিছু হয়না।

আজকালকার মেয়েদের পোশাক-আশাক দেখলে মাথা ঠিক থাকেনা। তাছাড়া আমার বয়স কম, তাই চোখ ফিরিয়ে রাখতে পারিনা।

২. কান আমার গান শুনতে এত্তো ভালো লাগে, আমার গান শোনার নেশা এতো বেশি যে গান না শুনে থাকতে পারিনা।

৩. জিহবা আমিতো শুধু (যিনার) কথাই বলছি, আমাকে খারাপ মনে করবেন না, আমি হারাম কোন কিছু করছিনা। (অর্থাৎ তার মতে, নারী-পুরুষ অবাধ কথা বলা, মেলামেশা তেমন কিছু নাহ! শুধু লজ্জাস্থান পর্যন্ত না পৌছালেই হবে)

কথা বলতে গেলে কিছু গীবত হবেই, আমি আড্ডা দেওয়া ছাড়া থাকতে পারিনা।

জীবনে চলতে গেলে কিছু মিথ্যা কথাই বলতে হয়।

. লজ্জাস্থান আমি বিয়ে করতে চাই, কিন্তু বাবা মা বিয়ে দেয় নাহ! (অর্থাৎ তার মতে, অবিবাহিত থাকলে যিনা করা এতো খারাপ কোন কিছুনা)

আমার স্বামীর সাথে বনিবনা হয় না, এছাড়া তার অনেক সমস্যা আছে...

মন্তব্যঃ রমযান পার হয়ে যাচ্ছে মরার আগে আজকেই তোওবা করে ফিরে আসেন। রমযানেও যদি তোওবা করে ফিরে না আসতে পারেন, তাহলে জিব্রাঈল আঃ তার জন্য বদদুয়া করেছেন সে যেন ধ্বংস হয়। এটা এতো বড় আহাম্মমের কাজ যে, রাসুল সাঃ, যাকে স্বয়ং আল্লাহ রহমাতুল্লিল আলামিন বা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, তিনিও এই বদদুয়ায় আমীন বলে শরীক হয়েছেন ও সমর্থন করেছেন।

কেয়ামতের দিন কোন অযুহাত কাজে আসবেনা হতে পারে আপনি যেই পাপকে ছোট মনে করছেন এর কারণের আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি যদি পাপ কাজকে ছোট মনে করেন, বা এই সম্পর্কে উদাসীন থাকেন, ক্রমাগত পাপ কাজে লিপ্ত থেকে আল্লাহর শাস্তি সম্পর্কে নিরাপদ বোধ করেন তাহলে নিজের ঈমানের অবস্থা চেক করুন।

ঈমানদার ব্যক্তি গুনাহ করাকে এতো মারাত্মক মনে করে যে, সে যেন কোন পাহাড়ের পাশে বসে আছে আর এই ভয়ে ভীত যে, পাহাড়টি তার মাথায় পড়ে যাবে। আর একজন ফাসেক (পাপাচারী) পাপকে এতো হালকা মনে করে যে, যেন সেটা মাছির একটা সমান, যা তার নাগের ডগা স্পর্শ করে চলে গেছে।
সহীহ বুখারীঃ ৬৩০৮।

তোওবা কি?
তোওবা হচ্ছে নিজের পাপ কাজের জন্য আল্লাহর কাছে আন্তরিক লজ্জিত হওয়া এবং সেই পাপ কাজকে এমনভাবে ছেড়ে দেওয়া যেন সে সেটা আর না করে। মুখে তোওবা তোওবা বলবে, কিন্তু পাপ কাজে লিপ্ত থাকবে আর কুপ্রবৃত্তির গোলামি করে যাবে এটা তোওবা না।


আপনার তোওবা করতে মন না চাইলে জেনে রাখুন, পাপ করতে করতে আপনার অন্তরটাকে কলুষিত করে ফেলেছেন। এর চিকিতসা করতে হবে, ক্বুরান ও সুন্নাহ দিয়ে। পাপ কাজ ছেড়ে দিয়ে তাক্বওয়া অর্জন করতে না পারলে, আমাদের কেউই নিরাপদ না জাহান্নামের শাস্তি থেকে। 

আবু বকর আল-বাগদাদী ও চরপন্থী দল ISIS


মিথ্যা খিলাফতের দাবীদার আবু বকর আল-বাগদাদী ও চরপন্থী দল ISIS

মুসলিম উম্মাহর আলেম ও বিজ্ঞ ব্যক্তিদের দৃষ্টিতে আইএসআইএস বা আইএসএর আসল চেহারাঃ পর্ব-১

বর্তমান সময়ে ইরাক ও সিরিয়ায় যে নতুন একটি মুজাহিদ দল আত্মপ্রকাশ করেছে, তার কার্যকলাপ নিয়ে মুসলিম বিশ্বে এক ধ্রুম্রজাল সৃষ্টি হয়েছে। অল্প বয়সী মুসলিম যুবকেরা ও দ্বীনদার কিন্তু আবেগী লোকেরা এনিয়ে চরম বিভ্রান্তিতে ভুগছে। অনেকে এই গ্রুপকে কাফের-মুশরিকদের বিরুদ্ধে একমাত্র জিহাদী দল হিসাবে আখ্যা দিচ্ছে। আবার অন্যরা ভিন্ন মন্তব্য করছে। বিশেষ করে যখন তারা সিরিয়ার বিশাল এলাকা দখল করে নিয়েছে এবং ইরাকে তারা বেশ কিছু অঞ্চল নিজেদের করতলগত করে নিয়েছে। মুসলিম উম্মাহর এই জটিল পরিস্থিতে তাদেরকে সমথর্ন কিংবা বর্জন করার আগে তাদের আসল পরিচয় ও আদর্শ সম্পর্কে জানা এখন সময়ের দাবীতে পরিণত হয়েছে। খেলাফত কায়েমের মূল ভিত্তি ও উপকরণ তৈরী হওয়ার আগেই তারা যেই খেলাফতের ঘোষণা দিয়েছে, তার আরবী নাম আরব মিডিয়ায় الدولة الإسلامية في العراق والشام বা الخلافة الإسلايمة বলে ব্যাপক প্রচার হচ্ছে। সংক্ষেপে একে বলা হয়, داعش দায়েশ।. ইংরেজী বার্তা সংস্থাগুলোতে একে Islamic State of Iraq and syria ev ISIS, ISIL, IS হিসাবে দেখানো হচ্ছে। বাংলা মিডিয়াতে এটিকে আইএসআইএল, আইএসআইএস, আইএস বলে প্রচার করা হয়।

ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য যেসব মৌলিক ভিত্তি ও উপকরণের প্রয়োজন তার ১% বাস্তবায়ন না করেই এই সংগঠনটি ইসলামী খেলাফতের ঘোষণা দিয়েছে এবং কল্পিত আবু বকর আল-বাগদাদী নামের একজনকে তাদের খলীফা হিসেবে নির্বাচন করে তার কাছে সমস্ত মুসলমানদের বাইয়াত করা ফরয বলে দাবী করেছে।

মুসলিম বিশ্বের বিজ্ঞ আলেম ও চিন্তাবিদগণ তাদের এই কার্যকলাপকে গ্রহণ করতে সম্পূর্ণ নারাজ। শুধু তাই নয়, ISIS এর ধ্বংসাত্মক কাজের জন্য আলেমরা এদের সাথে যোগদান না করতে এবং তাদেরকে কোন প্রকার সাহায্য-সহযোগিতা না করার আহবান জানিয়েছেন। কারণ, তারা শিয়াদের বিরুদ্ধে জিহাদ করার দাবী করলেও, তাদের অবিবেচনাপূর্ণ কার্যকলাপ আসলে সুন্নী মুসলমানদের জন্য আরো বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

যে সমস্ত কারণে মুসলিম আলেম ও দ্বাইয়ীরা এই সংগঠনের কার্যকলাপের কড়া প্রতিবাদ করেছেন, তা থেকে কয়েকটি কারণ নিম্নে সংক্ষেপে উল্লেখ করা হলোঃ

১. তাকফীর তথা মুসলিমদেরকে কাফের-মুরতাদ ফতোয়া দেওয়া। এই সংগঠনের লোকেরা তাদের আদর্শের বিরোধীতাকারী যে কোন মুসলিমকে কাফের মনে করে। জন মাকীনের সাথে সিরিয়ার উত্তরাঞ্চলের মুজাহিদ গ্রুপ আসেফাতুস শিমাল এর কমান্ডারের একটি ছবি প্রকাশ হওয়ার কারণেই তারা এই গ্রুপকে কাফের ফতোয়া দিয়েছে। অথচ, কাফের হওয়ার ব্যাপারে এই সাক্ষাৎকার ব্যতীত তারা অন্য কোন দলীল পেশ করতে পারেনি। এ কথা সুস্পষ্ট যে, নবী সাল্লাল্লাহু আলইহি ওয়া সাল্লাম অনেক কাফেরের সাথে মিলিত হয়েছেন এবং তাদের সাথে সাক্ষৎ করেছেন। কাফেরদের সাথে সাক্ষাৎ বা লেনদেন করলেই কোন মুসলিমকে কাফের বলা চরম মূর্খতা ছাড়া অন্য কিছু নয়। সুতরাং কোন মুসিলম কোন কাফেরের সাথে মিলিত হলেই তাকে কাফের ফতোয়া দেয়া মারাত্মক অপরাধ।

২. এই সংগঠনের লোকেরা সিরিয়ার الجيش الحر ফ্রিডম ফাইটার এর সকল যোদ্ধাকে একবাক্যে কাফের মনে করে। শুধু তাই নয়; তারা সিরিয়ার সকল অধিবাসীকেই কবর পূজারী আখ্যা দিয়ে তাদের উপর কুফুরীর ফতোয়া জারী করেছে।

৩. সিরিয়ায় যুদ্ধরত যেসব গ্রুপ তাদের আদর্শের সাথে ভিন্নমত পোষণ করে, তারা তাদের রক্তকে হালাল মনে করে। তাদের এই আকীদাহএর ভিত্তিতে তারা সিরিয়ায় যুদ্ধরত একাধিক মুজাহিদকে হত্যা করেছে।

৪. তারা নিজেদের দলকে الدولة الإسلامية في العراق والشام অর্থাৎ ইরাক ও সিরয়ায় ইসলামী খেলাফত বা الخلافة الإسلامية ইসলামী খেলাফত নাম দিলেও তাদের অধিকৃত কোন অঞ্চলে তারা স্বাধীন ইসলামী আদালত প্রতিষ্ঠার ঘোর বিরোধী।
(ইন শা আল্লাহ চলবে)


Collected from Shaykh Abdullah Shahed Al-madani

রবিবার, ২০ জুলাই, ২০১৪

সমগ্র ক্বুরান একবার পড়ে সওয়াব বকশানো



প্রচলিত ভুল আমল - সওয়াব বকশানোঃ

সমগ্র ক্বুরান একবার পড়ে মৃতের নামে, নবী সাঃ এর নামে বকশে দেওয়ার যেই সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে - এটা বেদাত। ক্বুরান হাদীসে এর কোন ভিত্তি নেই।

পরে ক্বুরান তেলাওয়াত করার আগে বা ২ রাকাত নফল নামায পড়ার আগে মনে মনে নিয়ত করা, হে আল্লার এর সওয়াব আমার মৃত বাবা মায়ের নামে লিখে দাও - এইরকম করা শরীয়তে কোন প্রমান নেই।

যা করতে হবে ক্বুরান খতম দিয়ে, তেলাওয়াত করে, নামায পড়ে আল্লাহ যেন ভুল-ত্রুটিগুলো মাফ করে কবুল করে নেন - এই দুয়া করতে হবে। আর মৃতদের জন্য ক্ষমা ও রহমতের দুয়া করতে হবে।

প্রশ্নঃ দোয়ার সময় কি এটা বলা জায়েজ, হে আল্লাহ এর সওয়াগুলো ১ম রাসুল (সাঃ) এর রওজায় পাঠিয়ে দিন এবং তার উসীলা করে তামাম পৃথিবীর কবর বাসীর কবরে পৌছিয়ে দিন?


উত্তরঃ এই ধরণের কথা বলা জায়েজ নয় রাসুল (সাঃ) এর জন্য একমাত্র সালাম ও সালাত (দুরুদ) পেশ করা ছাড়া অন্য কোন দুয়া করা বেদাত। যেমন, কেউ যদি দুয়া করে হে আল্লাহ নবী মুহাম্মদ (সাঃ) কে ক্ষমা করো তাহলে সে দুয়ার ক্ষেত্রে সীমা লংঘন করলো কারণ আল্লাহ ইতিমধ্যেই রাসুল সাঃ এর আগে ও পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এছাড়া নবীর নামে সওয়াব পাঠানোর দুয়া করা বেদাতী দুয়ার অন্তর্ভুক্ত। আর মৃত কারো উসীলা দিয়ে করা নিষিদ্ধ। নিজের সৎ আমল, আল্লাহর সুন্দর নামের উসীলা দিয়ে দুয়া করতে হবে।

লাইলাতুল ক্বদরের রাতটি চেনার কিছু আলামত



লাইলাতুল ক্বদরের রাতটি চেনার কিছু আলামত সহিহ হাদিসে পাওয়া যায় তা নিন্মরুপঃ-

. রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না
. নাতিশীতোষ্ণ হবে অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না
. মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে
. সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে
. কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন
. ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে
. সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে যা হবে পূর্ণিমার চাঁদের মত


[সহীহ ইবনু খুযাইমাহঃ ২১৯০, সহীহ বুখারীঃ ২০২১, সহীহ মুসলিমঃ ৭৬২]

প্রসংগঃ ঈদের নামায ও নারী



প্রসংগঃ ঈদের নামায ও নারী

নারী পুরুষ সকলের জন্য ঈদের সালাত বাধ্যতামূলকঃ
ঈদের সালাত ফরয/ওয়াজিব এবং সুন্নাতে মুয়াক্কাদা - এই দুই রকম মত পাওয়া যায়। তবে সত্য সন্ধানী যেই সমস্ত আলেম মনে করেন যে, ঈদের সালাত পড়া প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর ফরয তাদের মধ্যে রয়েছেনঃ
. ইমাম আবু হানীফা
. ইমাম আহমাদ থেকে একটি ফতোয়া
. শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যা
. ইমাম শাওকানী
. সাবেক সউদী প্রধান মুফতী, শায়খ বিন বাজ
. বিগত শতাব্দীর অন্যতম আলেম এ দ্বীন, শায়খ উসাইমিন
. বিংশ শতাব্দীর অবিস্মরণীয় মুহাদ্দিস শায়খ নাসির উদ্দীন আলবানী।

তাদের দলীল হচ্ছে বুখারী ও মুসলিম বর্ণিত একটি হাদীস, যেখানে রাসুলুল্লাহ (সাঃ) নারীদেরকে ঈদের সালাত পড়তে আদেশ করেছেন। আর আল্লাহর রাসুল  যদি তার উম্মতকে কোনো আদেশ করেন সেটা পালন করা আমাদের জন্য ফরয।

উম্মে আতিয়্যা থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল (সাঃ) আমাদেরকে (অর্থাৎ নারীদেরকে) ঈদুল ফিতর ও ঈদুল আযহাতে সালাতের জন্য ঘর থেকে বের হতে বলেছেন। এমনকি ঋতুবতী নারীদেরকেও। ঋতুবতী নারীগণ সালাতে অংশগ্রহণ করবেনা। ঈদগাহের একপাশে থাকবে এবং (খুতবার মাঝে) দুয়ায় শরীক হবে। উম্মে আতিয়্যা বলেন, আমি আরয করলাম, হে আল্লাহর রাসুল! আমাদের প্রত্যেকের পর্দা করার মতো চাদর নাই। রাসুল (সাঃ) উত্তর দিলেন, সে তার বোনের চাদর নিয়ে হলেও ঈদের সালাতে শরীক হবে। বুখারী ৩২৪, মুসলিম ৮৯০।

এই হাদীস থেকে স্পষ্ট, রাসুলুল্লাহ (সাঃ) নারীদের জন্য এটা বাধ্যতামূলক করেছেন যে, অবশ্যই তারা ঈদের সালাতে উপস্থিত হবে। নারীদের জন্যই যদি এই সালাতে উপস্থিত থাকা বাধ্যতামূলক হয়, তাহলে পুরুষের জন্যতো কোনো প্রশ্নই আসেনা।

আমাদের দেশে বিভিন্ন অযুহাতে নারীদের ঈদগাহ থেকে দূরে রাখা হয়। অথচ হাদীসে রাসুলুল্লাহ (সাঃ) নারীদের ঈদগাহে উপস্থিত হওয়ার জন্য কতো জোর দিয়েছেন, এমনকি ঋতুবতী নারীরা সালাত না পড়লেও তাদেরকে ঈদগাহের দোয়ায় শরীক হতে আদেশ করেছেন।

আজকে মুসলমানদের ঘরের নারীরা ঈদের নামায পড়তে বাইরে যায়না, কিন্তু বেহায়াপনা করতে মার্কেট, পার্কে ঠিকই যায়। ঈদে, জুমাতে, ইসলামী শিক্ষা ব্যবস্থাতে নারীদের জন্য ইসলাম শেখার কোন জায়গা নাই, ক্বুরান হাদীস শেখার সুযোগ নেই, বেশিরভাগ নারীই ইসলাম সম্পর্ক অজ্ঞ হয়ে বড় হয়ে উঠে। পরবর্তীতে ঈমান ও ইলমের ব্যপারে দুর্বল এই নারীগুলো বড় হয়ে পাপাচারে লিপ্ত হয়ে পড়ে। নিজে বিপথগামী হয়, তার আশেপাশের পুরুষদের জন্যও ফেতনা সৃষ্টি করে বেড়ায়, যার ফলে আজকে সমাজের প্রতিটা ক্ষেত্রেই নারী জাতির ফেতনা লক্ষ্য করা যাচ্ছে। আমার মনে হয়, দ্বীনদার বোনদের এই ব্যপারে সচেতন হওয়া উচিত, প্রতিকূল অবস্থার মাঝে থেকেও, ফেতনা এড়িয়ে সঠিক ইসলাম শিক্ষা করার জন্য আত্মনিয়োগ করা উচিত। একটা মেয়ে ইসলামের আলোয় আলোকিত হওয়া মানে একটা পরিবার ইসলামের ছায়ায় প্রবেশ করা।

সচেতন মুসলিম বোনদের মধ্যে যাদের ঈদগাহে যাওয়ার সুযোগ নেই বা ভাইদের মধ্যে অনিবার্য কারণবশত যাদের জামাত মিস হবে, তাদের উচিত বাসায় জামাতে বা একা ঈদের সালাত আদায় করে নেয়া। আর এরকম ঘটনা সাহাবাদের থেকে বর্ণিত হয়েছে। দেখুন - বুখারী ১৯৫, মুসান্নাফ ইবনে আবী শায়বাহ ৫৮০২

সর্বশেষ, ঈদের সালাত দুই রাকাত ১২ টি অতিরিক্ত তাকবীরের সহিত পড়তে হয়। তাকবীর = সালাতের শুরুতে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার মতো দুই হাত উপরে তুলে ইশারা করা।

প্রথম রাকাতে আল্লাহু আকবর বলার পরে বুকে হাত বাধবেন (নারী ও পুরুষ উভয়ে), এর পরে সানা পড়বেন এর পরে অতিরিক্ত ৭টি তাকবীর (আল্লাহু আকবর বলে দুই হাত তুলে ইশারা করবেন এবং হাত ছেড়ে রাখবেন এইভাবে মোট ৭বার) দিবেন। এর পরে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সুরা ফাতেহা, ক্বিরাত পড়ে বাকী রাকাত পূর্ণ করবেন। দ্বিতীয় রাকাতের জন্য স্বাভাবিক সালাতের মতো দাঁড়ানোর পরে মোট ৫ টি তাকবীর দিবেন। এর পরে বিসমিল্লাহ, সুরা ফাতেহা, ক্বিরাত পড়ে দ্বিতীয় রাকাত পূর্ণ করবেন। সালাম ফিরিয়ে নামায শেষ করবেন।
সহীহ হাদীসের দলীল দেখুনঃ তিরমিযী ৪৪২, আবু দাউদ ১০১৯, দারা কুতনী ১৭১০, বায়হাকী ৩/২৮৬ সহ অন্যান্যরা।

কেউ যদি প্রচলিত ইমামের পেছনে অতিরিক্ত ৬ তাকবীর দিয়ে নামায পড়েন তাহলে ইমাম যেইভাবে পড়বেন সেইভাবেই পড়বেন। তাকবীরের ব্যপারে ইমামের বিরোধীতা করা যাবেনা। অতিরিক্ত তাকবীরগুলো বলা সুন্নত।

উল্লেক্ষ্য আমাদের দেশে প্রচলিত ৬ তাকবীরের বর্ণনা কোনো সহীহ হাদীসতো দূরের কথা, কোনো যয়ীফ বা দুর্বল হাদীসেও নাই।

মূলঃ
শায়খ আব্দুল হামীদ মাদানি ফাইযী

Islamqa.com