আমাদের দেশে যেমন “জামাতে
ইসলামী”, তেমনি মিশরের একটি দল হচ্ছে
“ইখোয়ানুল মুসলিমিন” বা ইংরেজীতে মুসলিম
ব্রাদারহুড। তাদের শীর্ষস্থানীয় কিছু নেতা হচ্ছেন হাসান আল-বান্না, সাইয়েদ কুতুব,
ইউসুফ কারযাভী এবং অন্যান্যরা। ইখোয়ানুল মুসলিমিন এর ব্যপারে ওলামাদের ফতোয়াঃ
১. শায়খ আব্দুল আ’জিজ
বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, “ইখওয়ানুল
মুসলিমীন ও তাবলীগ জামাত ৭২টা বিদআ’তী
দলের মাঝে অন্তর্ভুক্ত,
যাদের ব্যপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম জাহান্নামের ভয়
দেখিয়েছেন।”
২. শায়খ মুহাম্মাদ নাসিরউদ্দিন আল-আলবানী রাহিমাহুল্লাহ বলেন, “ইখওয়ানুল মুসলিমীনকে আহলে সুন্নাহর
অন্তর্ভুক্ত মনে করা ঠিক নয়,
বরং তারা আহলে সুন্নাহর সাথে যুদ্ধ করছে।”
৩. শায়খ সালেহ আল-ফাউজান হা’ফিজাহুল্লাহ
বলেন, “ইখওয়ানুল মুসলিমীন হচ্ছে হিজবী একটা দল, যাদের উদ্দেশ্য হচ্ছে
ক্ষমতা দখল করা। তারা মানুষকে সঠিক আক্বিদাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য উৎসাহী নয়
এবং তারা তাদের অনুসারীদের মাঝে সুন্নী এবং বিদআ’তির মাঝে কোন পার্থক্য করেনা।”
_______________________
reference:
তাবলিগ
জামাত ও ইখোয়ানুল মুসলিমিনের ব্যপারে শায়খ আব্দুল আজিজ বিন বাজ রহিমাহুল্লাহর ফতোয়াঃ
https://www.youtube.com/watch?v=Y6c1UHTzaPY
_______________________
কিছু
দুয়াত মানুষকে এই বলে বিভ্রান্ত করে থাকে যে, শায়খ বিন বাজ রহঃ নাকি তার মৃত্যুর পূর্ব
পর্যন্ত তাবলিগ জামাত ও ইখোয়ানুল মুসলিমিনের প্রশংসা করেছেন। এই মিথ্যার জবাব দিয়েছেন
শায়খ সালেহ আল-ফাউজান হা’ফিজাহুল্লাহঃ
https://www.youtube.com/watch?v=BpFGR2f2jqw
_______________________
ইখোয়ানুল
মুসলিমিনের ব্যপারে শায়খ মুহাম্মাদ নাসিরউদ্দিন আল-আলবানী রাহিমাহুল্লাহর ফতোয়াঃ
ইখোয়ানুল
মুসলিমিন আহলে সুন্নাহর সাথে যুদ্ধ করছে
https://www.youtube.com/watch?v=16uvOFQhpYA&index=1&list=PL5Os9JN2k8EcpA3MEA8olzV95ywwr7Azh
_______________________
al-Ikhwan
al-Muslimun only care about positions, parliaments, votes etc:
http://ahlulbidahwalhawa.com/2013/07/01/al-ikhwan-al-muslimun-only-care-about-positions-parliaments-votes-etc-imam-al-albani/
_______________________
শায়খ
সালেহ আল-ফাউজান হা’ফিজাহুল্লাহ
https://www.youtube.com/watch?v=Qj2NuwWJBFY