প্রশ্নঃ
বর্তমান সময়ের একজন বক্তা বলেছে, “লা
ইলাহা ইল্লাল্লাহ” এবং
“মুহাম্মাদুর রাসুলুল্লাহ” এই দুইটি কালেমা একসাথে লিখা যাবেনা।
উত্তরঃ
এটা বাজে কথা। নবীজি সাল্লাল্লাহু আ’লাইহি
ওয়া সাল্লাম এর খায়বার যুদ্ধের পতাকার মাঝে “লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ” এই কালেমাটি লিখা ছিলো। ইমাম ইবনে হাজার আসকালানি
(রহঃ) তার “ফাতহুল বারী” তে খায়বার যুদ্ধ অধ্যায়ে এই হাদীসটিকে সহীহ
সনদের সাথে উল্লেখ করেছেন। বর্তমান সৌদি আরবের জাতীয় পতাকার মাঝেও “লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ” এইভাবেই লেখা আছে। সমস্ত মক্কা মদীনার বিশ্ব
বিখ্যাত আলেমরা, কাবা, মসজিদে নববির সম্মানিত ইমাম খতিবেরা কেউই এর বিরুদ্ধে কোন আপত্তি
তুলেন নাই। এমনিতেই উম্মতের মাঝে ইখতিলাফের শেষ নাই, তার মাঝে এইরকম নিত্য-নতুন ইখতেলাফ
জন্ম দেওয়া হচ্ছে। এইগুলো বাজে কথা।
-
প্রশ্নের উত্তর দিয়েছেন মুহতারাম কাজী মুহাম্মাদ ইব্রাহীম।