একটি
বিভ্রান্তিকর বক্তব্যঃ “ফতোয়া
দেয়ার অধিকার যে কোনো ব্যক্তির রয়েছে”
একজন
টিভি বক্তা বলেছেন, “প্রত্যেকের
জন্য ফতোয়া প্রদান করা জায়েয। কারণ ফতোয়ার অর্থ হলো মতামত দেয়া।”
ফতোয়া
দেয়া একটি গুরুত্বপূর্ণ কাজ। ইমাম ইবনুল কাইয়্যিম (রহঃ) বলেন,
“মুফতি
আল্লাহ তায়া’লার বিধান বর্ণনা করার ক্ষেত্রে বিশ্বজগতের প্রতিপালকের
‘ভাষ্যকার’ এবং তার স্থলাভিষিক্ত হিসেবে দস্তখত করার দায়িত্বশীল
হয়।” [ই’লামুল মাআক্কিঈনঃ ১/৯১]
এই
ফতোয়াকে ঐ বক্তা “মতামত
দেওয়ার” মতো হালকা-পাতলা শব্দ দ্বারা ব্যক্ত করে শুধু
নিজের জন্যই নয়; বরং প্রত্যেকের জন্য ফতোয়া দেওয়ার বৈধতা দিচ্ছেন! অথচ ক্বুরআনুল কারীমে
বলা হয়েছে,
“যদি
তোমাদের জ্ঞান না থাকে তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা কর।” [সুর আল-আম্বিয়াঃ ৭]
নাবী
সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি (বিশুদ্ধ) জ্ঞান ছাড়া ফতোয়া দেয় এর
গুনাহ ফতোয়া দাতার ওপর হবে।”
[আবু
দাউদঃ ৩৬৫৭, হাদীসটি হাসান সহীহ, শায়খ আলবানী]
তিনি
এই আয়াত ও হাদিসকে একেবারেই ভুলে গেলেন!
মূলঃ
নেট থেকে সংগৃহীত।