প্রশ্নঃ ‘আহলুস
সুন্নাহ ওয়াল জামায়াহ’ কথাটির অর্থ কি”
‘আহাল’ আরবী শব্দ, যার শাব্দিক অর্থ হচ্ছেঃ
পরিবার-পরিজন, দল, গোষ্ঠী বা জনসমষ্টি।
‘সুন্নাহ’ শব্দের শাব্দিক অর্থ হচ্ছেঃ তরীকা বা রীতি, পথ, পদ্ধতি,
নিয়ম স্বভাব, সেটা ভালো হতে পারে বা খারাপও হতে পারে।
মুহাদ্দিসিন একরাম বা হাদীস শাস্ত্রবিদদের নিকট ‘হাদীস’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে ‘সুন্নাহ’ বা ‘আসার’।
‘জামায়াহ’ শব্দের অর্থ হচ্ছেঃ সুসংগঠিত দল, তার মাঝে
লোকের সংখ্যা কম হোক বা বেশি হোক।
ইসলামী পরিভাষায় ‘আহলুস
সুন্নাহ ওয়াল জামায়াহ’ হচ্ছে
সেই দল বা জনসমষ্টি, যারা ক্বুরআন, সুন্নাহ ও সাহাবাদের আদর্শের অনুসরণ করে।
শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, “আহলুস সুন্নাহ ওয়াল জামায়াহ হচ্ছে যারা
ক্বুরআন ও সুন্নাহ দ্বারা প্রমানিত বিষয়ের উপরে এবং এই উম্মতের সালাফগণ
(পূর্ববর্তী অর্থাৎ সাহাবারা) যার উপর একমত বা ঐক্যবদ্ধ হয়েছেন।”
মিনহাজু আহলিস সুন্নাহঃ খন্ড-২, পৃষ্ঠা-৮৩।