শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

আজ সুরা কাহাফ পড়ার তোওফিক কি হয়েছে?

আজ সুরা কাহাফ পড়ার তোওফিক কি হয়েছে?
============================
ফেইসবুকে বোকা লোকদের লেখা পড়ে বা ছবি দেখে, টিভিতে হারাম ও অশ্লীল অনুষ্ঠান দেখে, বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডের শয়তানী ধোঁকায় পড়ে বা বেহুদা আড্ডা ও খেলাধূলার পেছনে সময় নষ্ট না করে জুমুয়াহর দিনে যদি অন্তত সুরা কাহাফের ১০টা/২০টা আয়াতও পড়তে পারেন, তাহলে সেটা আপনার দুনিয়া ও আখেরাতের জন্য অনেক বেশি কল্যানকর হবে। আল্লাহ আমাদেরকে বুঝার ও মানার তোওফিক দান করুন, আমিন।
==========================
সহীহ হাদীস অনুযায়ী সুরা কাহফের মর্যাদাঃ
১. সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্ত করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যায়। [সহীহ মুসলিম]
২. জুমুয়ার দিনে সুরা কাহাফ পড়লে পরবর্তী জুমুয়াহ পর্যন্ত ঐ ব্যাক্তির জন্য একটি বিশেষ জ্যোতি আলোকিত হয়ে থাকবে। [মুস্তাদরাক হাকেম, সহিহুল জামে]

৩. সুরা কাহাফের তিলওয়াত করলে বাড়িতে শান্তি ও বরকত নাযিল হয়। [সহীহ বুখারি ও সহীহ মুসলিম]