শনিবার, ১ আগস্ট, ২০১৫

খাবার পর একটা দুয়া আছে

খাবার পর একটা দুয়া আছে, যেটা পড়লে অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কেউ যদি খাওয়ার পর এই দুআ পাঠ করে তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ্ মাফ করে দেওয়া হবে। দুআটি হচ্ছে

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا، وَرَزَقَنِيهِ، مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ

উচ্চারণঃ আলহামদু লিল্লা-হিল্লাযী আত-আমানী হা-যা ওয়া রাযাক্বানিহি মিং গাইরি হাউলিন-মিন্নী ওয়ালা ক্বুওয়্যাতিন।
অর্থঃ সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি আমাকে এই খাবার খাওয়ালেন এবং এ রিযিক দিলেন যাতে ছিল না আমার পক্ষ থেকে কোনো উপায়, না ছিল কোনো শক্তি-সামর্থ্য।
[আবু দাউদঃ ৪০২৫; তিরমিযীঃ ৩৪৫৮; ইবন মাজাহঃ ৩২৮৫, হাদীসটি সহীহ, শায়খ আল-আলবানী রাহিমাহুল্লাহ, সহীহুত তিরমিযীঃ ৩/১৫৯]
_______________________
এই লেখাটা অন্তত এক বছরের বেশি সময় ধরে আমার মাথায় ঘুরছে, পোস্ট করার জন্যে...আল্লাহর কি ইচ্ছা! আজকে এই এতো দিনে এই রাতের বেলা তোওফিক হলো দুয়াটা পোস্ট করার জন্য...আপনাদের যাদের পক্ষে সম্ভব হয় তারা মুখস্থ করে নেবেন ইন শা আল্লাহ। আরেকটা কথা বলে রাখি, এরকম হাদীসগুলোতে যেখানে তোওবা ছাড়া শুধুমাত্র কোন আমল দ্বারা গুনাহ মাফ করা হবে বলা হয়েছে, তার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সগীরাহ বা ছোট গুনাহগুলো মাফ হবে। কবীরাহ বা বড় গুনাহগুলো তোওবা ছাড়া মাফ হয়না। সেইজন্য এই আমলের পাশাপাশি নিয়মিত আন্তরিক তোওবা করতে হবে, যাতে করে প্রতিদিনের সগীরাহ ও কবীরাহ সমস্ত গুনাহর পাপ থেকে পবিত্র থাকা যায়।

১লা আগস্ট, ২০১৫।