সোমবার, ২৪ আগস্ট, ২০১৫

Daily Quran

উযু বিল্লাহিমিনাশ-শাইতানির রাযীম।
___________________
আল্লাহ যদি তোমাকে কষ্ট দিতে চান তাহলে তিনি ছাড়া তা দূর করার মতো কেউ নেই, আর আল্লাহ যদি তোমার কল্যাণ করতে চান, তাহলে তাঁর অনুগ্রহ রদ করার মতো কেউ নেই।
সূরা ইউনুসঃ ১০৭।
___________________
আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং পার্শ্ব পরিবর্তন করে। আর যখন তাকে দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন সে লম্বা দোয়া করতে থাকে।
সুরা ফুসসিলাতঃ ৫১।
___________________
নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।
সুরা আদিয়াতঃ ৬।
___________________
৭. অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে।
৮. এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও সে দেখতে পাবে।
সুরা যিলযালঃ ৭-৮।
___________________
৫৭. আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস কর না।
৫৮. তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে।
৫৯. তোমরা তাকে সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
সুরা ওয়াক্বিয়াঃ ৫৭-৫৯।
 ___________________
৮. তারা মুখের ফুঁৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়। আল্লাহ তাঁর আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন যদিও কাফেররা তা অপছন্দ করে।
৯. তিনি তাঁর রসূলকে পথ নির্দেশ ও সত্যধর্ম নিয়ে প্রেরণ করেছেন, যাতে একে সবধর্মের উপর প্রবল করে দেন যদিও মুশরিকরা তা অপছন্দ করে।
সুরা সফ ৮-৯।
___________________
হে নবী! আমি আপনাকে স্বাক্ষী হিসেবে, সুসংবাদ দাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। এবং আল্লাহর আদেশক্রমে তাঁরই দিকে আহবানকারী এবং সিরাজাম-মুনীরা (উজ্জ্বল প্রদীপ) হিসেবে প্রেরণ করেছি।
সুরা আল-আহজাবঃ ৪৫-৪৬।
___________________
রাসুল তোমাদের যা দেন, তা গ্রহণ কর এবং যা করতে নিষেধ করেন, তা থেকে বিরত থাক।
সুরা হাশরঃ ৭
___________________
আর তোমরা তোমাদের রব্বেরর ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, যেই জান্নাতের প্রশস্ততা আসমান ও যমীনের মধ্যবর্তী দূরত্বের সমান, যা তৈরী করা হয়েছে মুত্তাকী (আল্লাহ ভীরুদের) জন্য।
সুরা আলে ইমরানঃ ১৩৩। 
___________________
(জান্নাতীদেরকে বলা হবে) তোমরা তৃপ্তি সহকারে খাও, পান করো, তোমরা পূর্বে যেই আমল করতে আজকে তার প্রতিদান স্বরূপ।
সুরা তুরঃ আয়াত ১৯।

___________________