#ইম্পরট্যান্ট
এক
বোন আমাকে প্রশ্ন করেছেন (আল্লাহ তাকে সফলতা দান করুন), ami BBA 3rd year a study
kori ata ki amar jonno jayez ache Islam a??
_______________________
উত্তরঃ
এটা পড়ুন, বাংলাদেশ থেকেই একজন প্রশ্ন করেছিলো
http://islamqa.info/en/149898
_______________________
প্রশ্নঃ
pls suggest me now, what can I do?
উত্তরঃ
সেটা নির্ভর করে আপনি কোন ভার্সিটিতে, কি পড়ছেন, আপনার চারপাশের পরিবেশ, আপনার পরিবার
কি রকম, আপনি দ্বীনের ব্যপারে কতটুকু আন্তরিক... এমন আরো অনেকগুলো বিষয়ের উপরে। কলেজ
ইউনিভার্সিটি পড়ুয়া অধিকাংশ কথিত হিজাবী নিকাবী মেয়েরাই বয়ফ্রেন্ড নিয়ে খোলাখুলিভাবেই
নোংরামি করছে, ছেলে বন্ধুদের নিয়ে বেহায়াপনায় লিপ্ত, আর জাহেল ছেলে-মেয়েদের কথা নাহয়
বাদ দিলাম। ছেলেদের জন্য জীবিকা অর্জন করা ফরয, মেয়দের জন্যেতো সেটা ফরয না। এইগুলোতে
পড়ার পেছনে তাদের কি কারণ থাকতে পারে? তার উপর এইগুলোতে পড়াশোনা করে ভবিষ্যতে চাকরি
করলে বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে, হিজাব-পর্দা লংঘিত হয় এমন হারাম কাজই তাকে করতে হবে।
সারাটা জীবন কেটে যাবে হারাম কাজের সাথে জড়িত থেকে, নাউযুবিল্লাহি মিন যালিক। কত মন্দ
ভাগ্য সেটা একজন মানুষের জন্যে? সুতরাং গার্জিয়ানদের সতর্ক হওয়া উচিত, তারা যেনো ক্বুরান
হাদীসকে পেছনে ফেলে তাদের ছেলে মেয়দেরকে জাহান্নামী করে গড়ে না তুলেন, দুনিয়ার লোভে
পড়ে নিজেরাও জাহান্নামী দাইয়ুসের কাতারে নাম না লেখান। ক্বুরান ও সুন্নাহর পাশাপাশি
নারী এবং পুরুষ উভয়ের জন্যে কিছু দুনিয়াবী শিক্ষার প্রয়োজন, এটা কেউ অস্বীকার করেনা।
কিন্তু সেই জ্ঞান অর্জন করতে গিয়ে আমাদের বোনেরা যেনো পুরুষের প্রেম লীলার সাথী বা
যৌন দাসীতে পরিণত না হয়।