এই বইয়ের লিস্ট তাদের জন্য, যারা একেবারে প্রথম থেকে ইসলাম সম্পর্কে জ্ঞান
অর্জনের চেষ্টা করছেন।
#আক্বীদাহঃ
১. “আকীদাহ আত-ত্বাহাবীয়া” - ইমাম ত্বাহাবী
রাহিমাহুল্লাহ। আহসান পাবলিকেশান, দাম – ১৫ টাকা।
২. “আল-আক্বীদাতুল ওয়াসাতিয়াহ” - শায়খুল ইসলাম ইবনে
তাইমিয়্যা রাহিমাহুল্লাহ। তাওহীদ পাবলিকেশান, দাম – ২৫ টাকা।
- এই দুইটা বই আসলে খুব ছোট। কিন্তু একজন মুসলিমের সঠিক ‘আক্বীদাহ’ বা ধর্মীয় বিশ্বাস কেমন হওয়া উচিৎ, সে সম্পর্কে অত্যন্ত
প্রাঞ্জল ও সহজ ভাষায় এই দুইটি বইয়ে খুব ভালো ধারণা পাবেন।
৩. “কিতাব আত-তাওহীদ” - শায়খুল ইসলাম মুহাম্মাদ বিন
আব্দুল ওহহাব রাহিমাহুল্লাহ। তাওহীদ পাবলিকেশান।
- তাওহীদ বা শিরকমুক্ত এক আল্লাহর ইবাদত করার জন্যে অত্যাবশ্যকীয় একটা
পাঠ্যবই।
#ফিকহঃ
৪. “ফতোয়া আরকানুল ইসলাম” - আল্লামাহ মুহাম্মাদ বিন
সালিহ আল-উসাইমিন রাহিমাহুল্লাহ। তাওহীদ পাবলিকেশান, দাম – ২৩৫ টাকা।
- এই বইটা অবশ্যই সংগ্রহ করবেন। ঈমান, সালাত, যাকাত, হাজ্জ ও সাওম সম্পর্কে জরুরী মাসলা মাসায়েল
ও ফতোয়ার উপরে এই বইটা সবার কাছে থাকা উচিত ও পড়ে আমল করা উচিত।
#হাদীসঃ
৫. “তাহকীক
রিয়াদুস সালেহীন” – ইমাম নববী রাহিমাহুল্লাহ। তাওহীদ
পাবলিকেশান, দাম
– গ্লোসী পেপারে ~৫৫০ টাকা।
শায়খ আল-আলবানী রাহিমাহুল্লাহর তাহকীকসহ, অবশ্যই তাওহীদ পাবলিকেশারটা
কিনবেন। যদি সম্ভব হয় তাহলে ‘গ্লোসি
পেপারে’ উন্নতমানের প্রিন্টেরটা কিনবেন। একজন
মুসলিম জীবনের প্রত্যেকটা দিক কিভাবে কুরআন ও সহীহ হাদীস দিয়ে পরিচালনা করবে তা
জানার জন্য প্রতিদিন পাঠ্য এই বইটা।
#দুয়া, ঝাড়ফুঁক ও যিকরঃ
৬. “হিসনুল মুসলিম” – শায়খ সাঈদ আল-কাহতানী। আহসান
পাবলিকেশান, দাম – ৫০
টাকা। পীস পাবলিকেশানের আছে, শব্দার্থসহ, আপনার যেটা ভালো লাগে সেটা কিনতে পারেন।
৭. “সহীহ দুয়া, ঝাড়ফুক ও যিকর” – শায়খ আব্দুল হা’মীদ মাদানী। এটা খুব উপকারী একটা বই।
শায়খ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদের তোওবা ও ঈমানী দুর্বলতা নিয়ে লেখা ২টি
অত্যন্ত গুরুত্বপূর্ণ বই,
যা সকলের পড়া উচিতঃ
৮. “আমিতো তাওবা করতে চাই, কিন্তু...”
তোওবা কি,
তোওবা কিভাবে করতে হবে, কিভাবে বুঝবো আমার
তোওবা কবুল হয়েছে কিনা, এছাড়া বিভিন্ন ধরণের পাপ যে করে
ফেলেছে সে কিভাবে তোওবা করবে – তোওবা সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানার জন্য এই বইটা
অবশ্যই পড়বেন।
৯. “ঈমানী দুর্বলতা”
দুর্বল ঈমানের লক্ষণসমূহ কি,
ও ক্বুরান ও সুন্নাহ অনুযায়ী দুর্বল ঈমানের চিকিতসা কি – এনিয়ে ইমাম ইবনুল কাইয়্যিমের
অত্যত্ন গুরুত্বপূর্ণ কিছু কথা পাবেন এই বইয়ে যার অনুসরণ করলে একজন মানুষের জীবন
পরিবর্তন হওয়া সম্ভব ইন শা আল্লাহ।