শুক্রবার, ২৩ মে, ২০১৪

দেশি মুফতি, মুহাদ্দিস আর মাওলানাদের “হাল” বা অবস্থা!



দেশি মুফতি, মুহাদ্দিস আর মাওলানাদের “হাল” বা অবস্থা!!!

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একটা গুরুত্বপূর্ণ হাদীসঃ
“আমার উম্মতের জন্য আমি ৩টা জিনিসের ব্যপারে বেশি ভয় করি। তার মাঝে প্রথম হচ্ছেঃ আয়াম্মায়ে দ্বোয়াল্লিন বা পথভ্রষ্ট ইমাম।
মুসনাদে আহমাদ, হাদীসের সনদ সহীহ।

হুজাইফা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
“(ফিতনার যুগে) কিছু লোক এমন হবে যারা জাহান্নামের দরজার দিকে মানুষকে দাওয়াত দিবে (অর্থাৎ তাদের দাওয়াত এমন ভ্রষ্টতাপূর্ণ হবে, যা জাহান্নামের দিকে নিয়ে যাবে); যারা তাদের ডাকে সাড়া দিবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে”।
সহীহ বুখারীঃ হাদীস নং-৩৩৩৬, ৬৬৭৯।

পথভ্রষ্ট বক্তা, আলেমদের ফেতনার ভয়াবহতা সম্পর্কে শায়খ সালেহ আল-ফাওজান বলেনঃ
“বর্তমান যুগে অন্য অনেক ফেতনার সাথে এই উম্মত সবচাইতে বড় যে ফেতনার সম্মুখীন সেটা হচ্ছে - অনেক দ্বায়ী আছে যারা ইলম ছাড়া অজ্ঞতাবশত মানুষকে গোমরাহী ও বাতিলের দিকে দিকে দাওয়াত দিচ্ছে।”
__________________________

চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল, বাংলাদেশে দেওবন্দীদের বড় আলেম, মাওলানা আহমাদ শফি সাহেব তার কিতাব “ইরশাদাতে মুরশিদীতে” লিখেছেনঃ

“হোসাইন আহমদ মাদানীকে মদীনায় তার ছাত্ররা প্রশ্ন করলো, রাসুল সাঃ কি কবরে জীবিত?
তিনি বললেন, আলমে মেছালীতে রাসুল সাঃ জীবিত, কিন্ত ছাত্ররা দলিল প্রমাণাদী পেশ করলো যে কোরআনে সূরা যুমারের ৩০নং আয়াতে বলা হয়েছে
“!হে নবী!) নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন আর তারাও মৃত্যুবরণ করবে”।
মাদানী ছাত্রদেরকে বিভিন্ন দলিলের মাধ্যমে বুঝাতে চেষ্টা করলেন, কিন্ত তারা বুঝতে অপ্রস্তুত, এরপর মাদানী ছাত্রদেরকে নিয়ে রওযায়ে আতহারের কাছে নিয়ে গেলেন এবং হাত দিয়ে ইশারা করলেন, এই ইশারাতে রাসুল সাঃ রওযা থেকে মাথা উঠিয়ে সকলকে দেখা দিয়ে আবার
মাটির নিচে লুকিয়ে গেলেন”।√√√
ইরশাদাতে মুরশিদী, পৃষ্ঠা ৪২।

উপস্থিত সকলে তা দেখে নিল এবং সবাই তা মেনে নিল যে, নাবীজী সাঃ এখনো জীবিত । তিনি জিন্দা নাবী হায়াতুন্নাবী। এইছিল মাদানীর কারামত।

উপরের ঘটনাটিও ডাহা মিথ্যা ও বানোয়াট কুফুরী একটা কাহিনী, রাসুল সাঃ এর প্রতি মিথ্যা অপবাদ ও তার সম্মান হানি করা হয়েছে – এই ভুয়া কাহিনীটি দিয়ে। যেই এইরকম মিথ্যা কুফুরী কাহিনীর প্রতি ঈমান আনে, তার “আকীদাহ” ঠিক না, সে ইসলাম সম্পর্কে অজ্ঞ একজন লোক। রাসুল সাঃ কি জীবিত না মৃত জানতে হলে এই পোস্ট পড়ুনঃ

__________________________

“জামাতে ইসলামী”র আমীর এটা কি লিখেছেন!!?

“ইসলামী আন্দোলনঃ সমস্যা ও সম্ভাবনা” নামে ছোট একটি কিতাবে বাংলাদেশ জামাতে ইসলামীর আমীর ও বিএনপি আমলের সাবেক শিল্পমন্ত্রী, জনাব মতিউর রহমান নিজামী লিখেছেনঃ-

“মানবজাতিকে আল্লাহ তাআ’লা দুনিয়ায় যে কাজের জন্য পাঠিয়েছেন, সেই কাজটার নামই “ইসলামী আন্দোলন”।
“ইসলামী আন্দোলনঃ সমস্যা ও সম্ভাবনা” নামক বইয়ের ১ নাম্বার পৃষ্ঠার ১ নাম্বার লাইন!!!

মহান আল্লাহর কথার সাথে এই দার্শনিক সাহেবের কথাকে মিলিয়ে দেখুনঃ-
আমি মানুষ ও জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যে সৃষ্টি করেছি।
সুরা আয-যারিয়াত, আয়াত ৫৬।
এইরকম অপব্যখ্যা করেই এরা “ইসলামী আন্দোলন” নাম দিয়ে মনমতো ইসলাম পালন করে।
_______________________


বিঃদ্রঃ উপরের দুইটা ব্যপার সুবিবেচক ভাই ও বোনদের চিন্তার খোরাক হিসেবেই রেখে দিলাম। উল্লেখ্য, মাওলানা শফি সাহেব বা মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আমাদের কোনো ব্যাক্তিগত বিরোধ নেই। সাধারণ মানুষকে গোমরাহী থেকে বাচানোই আমাদের মূল লক্ষ্য।আল্লাহ তাআ’লা মানুষকে ভ্রান্ত আকিদা থেকে রক্ষা করুন.....