শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫

পারিবারিক জীবন (পর্ব-সিরিয়াল করা হয়নি)

পারিবারিক জীবন (পর্ব-সিরিয়াল করা হয়নি)
অনেক স্ত্রী স্বামীর আদেশ মানতে চায়না, এতে করে স্বামীর মনে সন্দেহ ও সংসারে অশান্তির সৃষ্টি হয়। অনেক স্বামীর এমন অবাধ্যতার সূত্র ধরে স্ত্রীর উপর জুলুম অত্যাচার শুরু করে। এর কোনটাই কাম্য নয়, যা ইসলাম হারাম করেছে। সম্প্রতি সৌদি আরবে একজন পুরুষ তার স্ত্রীকে অনুমতি ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করে। নিষেধ করা সত্ত্বেও সেই স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়াই ঘর থেকে কয়েকবার বের হয়। এক পর্যায়ে লোকটি রাগের বশবর্তী হয়ে স্ত্রীর গালে দুইটি চড় মারে এবং স্ত্রীর গায়ে থুথু নিক্ষেপ করে। মহিলাটির ভাই তার পক্ষ থেকে অভিযোগ দায়ের করে। সেই লোকটি নিজের অপরাধ স্বীকার করে কিন্তু স্ত্রীর অবাধ্যতার কথা বলে নিজেকে নির্দোষ দাবী করে। সাউদী আরবের ইসলামী শরিয়াহ দ্বারা পরিচালিত আদালতের বিজ্ঞ বিচারক বিস্তারিত জানার পরে আইন ভংগ করার অপরাধে লোকটিকে এক সপ্তাহের জেল এবং ৩০টি দোররা মারার শাস্তির আদেশ দেন। আর সেই মহিলাকে তার স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করেন। আমাদের দেশে পারিবারিক অশান্তি, জুলুম অত্যাচার প্রতিরোধ ও দমনে ইসলামী আইনের বড় প্রয়োজন।
তারিখঃ ১৩/১১/২০১৫, শুক্রবার।
সূত্রঃ সাবাক্ব, সাউদী আরবের একটি অনলাইন সংবাদপত্র থেকে সংগৃহীত।
বিঃদ্রঃ কারো মুখমন্ডল বা গালে আঘাত করা নিষিদ্ধ। অথচ, অনেক বাবা-মা বা স্বামী প্রায়ই এই হারাম কাজটা করে থাকে। এমন বিবেকহীন বোকা লোকদেরকে আল্লাহ হেদায়েত করুন। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন লড়াই করবে, তখন সে যেন কারো মুখমন্ডলে আঘাত না করে।
সহীহ বুখারী, খন্ড ৩, অধ্যায় ৪৬, হাদীস নং- ৭৩৪।