শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের উত্তর

একবোন সুন্দর একটা প্রশ্ন করেছেন,
Allah apnake o shofolota dan korun. Vaia Bangladesh e ekhon IS er name e ja ghotse ta onek chintar bishoy. Amra to fetnay pore jaschi. Nirapottahinota r bipod er bhoy jagse sob somoy. Ai bapare amader ke koroniyo?

আমিন...হ্যা, আসলেই চিন্তার বিষয়। এইভাবে আইসিস, জেএমবি, হুজি ইত্যাদি নামকাওয়াস্তে ভুয়া ইসলামিক কিছু দলকে সন্ত্রাসীরূপে দাঁড় করিয়ে যাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই, ইসলামের দুশমন মুসলিম দেশগুলোকে হয় ইসলামশূণ্য করে রাশিয়ার মতো নাস্তিক দেশ বানাতে চাচ্ছে অথবা সিরিয়া, আফগানিস্থানের মতো আক্রমন করে প্রত্যেকটা মুসলমান দেশ ধ্বংস করার পায়তারা করছে। আল্লাহ অনেক সময় বিপদ-আপদ দিয়ে মুসলিম জাতিকে পরীক্ষা করেন। সুতরাং হতাশ কিংবা ভয় পেলে চলবেনা, কারণ বি ইজনিল্লাহ দিনশেষে বিজয় মুসলিমদেরই হবে, কাফেররা শুধুমাত্র মুসলিমদেরকে দুনিয়াবি সাময়িক কষ্ট দিতে পারবে। এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, ইসলাম এ ফিরে আসা, কারণ ইসলাম এর দ্বারা আল্লাহ মুসলিমদেরকে সম্মানিত করেছেন আর ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ মুসলিমদেরকে কাফিরদের দ্বারা শাস্তি দিচ্ছেন। ব্যক্তি, পরিবার এবং সমাজ জীবনে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহকে আঁকড়ে ধরা। এবং ইসলাম এর নাম নিয়ে প্রচলিত সমস্ত শিরক ও বিদাত বর্জন করা এবং এর জঞ্জাল থেকে মুসলিম সমাজকে মুক্ত করার জন্যে জিহাদ করা। শয়তান এবং তার গোলাম কাফির, মুশরিক ও মুনাফিকদের ষড়যন্ত্রের ব্যপারে মুসলিমদেরকে সচেতন করা তোলা এবং তা প্রতিরোধ করার জন্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা।