রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

পরকালের ধনী

পরকালের ধনীঃ
এই পৃথিবীতে ৩টি শ্রেষ্ঠ সম্পদ, যা আপনাকে পরকালে ধনী বানিয়ে দেব, আর তা হচ্ছে -
(১) সর্বদা আল্লাহর যিকিরকারী সিক্ত জিহবা,
(২) অল্পতেই তুষ্ট এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞশীল অন্তর এবং
(৩) দ্বীনের ব্যপারে সাহায্যকারী মুমিনা স্ত্রী।
সুতরাং, দ্বীনি ভাই ও বোনেরা! বর্তমান সময়ে যখন ফিতনা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এবং বেশিরভাগ মানুষই দ্বীন থেকে সরে যাচ্ছে, আপনারা অবসর সময়েক হারাম অথবা বেহুদা কাজের পেছনে নষ্ট না করে পরকালের জীবনে স্বচ্ছলতার জন্যে সুন্নাহ সম্মত যিকিরগুলো শিখে নিন এবং সর্বাদাই আল্লাহকে স্বরণ করার চেষ্টা করুন। ঈমানের ষষ্ঠ রুকন তাক্বদীর সম্পর্কে জানুন, এবং তাক্বদীরের প্রতি বিশ্বাসকে মজবুত করুন। বিয়ের ক্ষেত্রে পাত্র/পাত্রী নির্বাচনে সম্পদ, সৌন্দর্য, চাকুরী, বংশ কিংবা দুনিয়াবী শিক্ষা নয় বরং দ্বীনদারিতা, চরিত্র, দ্বীনি শিক্ষাকে প্রাধান্য দিন। আল্লাহ আমাদেরকে সফলতা দান করুন, আমিন।
উতসঃ রাসুলুল্লাহ (সাঃ) এর তিনটি সহীহ হাদীসের আলোকে।