রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

যাদের অসুস্থতা বা রোগেরর ওজু ভেঙ্গে যায়

যাদের অসুস্থতা বা রোগেরর কারণে বারবার বায়ু নিঃসরণের মাধ্যমে ওজু ভেঙ্গে যায় - তারা প্রথমে একবার ওজু করবেন। আর এই এক ওজু দিয়েই এক ওয়াক্তের সমস্ত ফরজ, নফল, সুন্নত নামাজগুলো পড়বেন। মাঝখানে ওজু ভেঙ্গে গেলেও তার নামাজ নষ্ট হবেনা, কারণ তিনি ''মাজুর'' বা অসুস্থ ব্যক্তি। এইভাবেই তিনি নামাজ পড়বেন যতদিন না সুস্থ হচ্ছেন, ইন শ আল্লাহ কোন সমস্যা নেই।