বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

ওয়েলকাম ব্যক টু ফেইসবুক

(১) আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকুম ইয়া আয়্যুহাল ইখওয়ান ওয়া আখওয়াত?
অর্থঃ আপনাদের সকলের উপর আল্লাহর শান্তি, দয়া ও বারাকাহ বর্ষিত হোক। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা! আপনারা কেমন আছেন?
(২) আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দুনিয়ার অনেকের চাইতে আল্লাহ ভালো রেখেছেন, সেইজন্যে আল্লাহর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
(৩) বেশ কয়েকদিন ধরে দেশে ফেইসবুক বন্ধ থাকার পর আজ থেকে সকলের জন্যে উন্মুক্ত করে দেওয়া হলো। যদিও অনেকেই বিকল্প পদ্ধতিতে ঠিকই ফেইসবুক ব্যবহার করতে পেরেছেন, কিন্তু আমাদের পেইজের অনেকেই এ কয়দিন ফেইসবুক ব্যবহার করতে পারেন নি। যারা আমাদের লেখা পড়তে পারেন নি, তাদের জন্যে এই কয়দিন সত্যিই খুব খারাপ লেগেছে।
(৪) কয়েকটি কারণে ফেইসবুক মিডিয়াটাকে আমি কি পরিমাণ ঘৃণা করি সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে ফেইসবুকে তোমরা তোমাদের পালনকর্তার অভিমূখী হও এবং তাঁর আজ্ঞাবহ হও এই পেইজেটাকে, এই পেইজের সবাইকে এবং ফেইসবুকে আমার পরিচিত অল্প কিছু শায়খদেরকে আমি খুব ভালোবাসি। আল্লাহ আমাদের এবং আপনাদের সকলকেই হায়াতে তাইয়্যিবা দান করুন, আমাদেরকে সুস্থ, সুন্দর ও শান্তিতে রাখুন, আমিন।
(৫) সুরা ইয়াসীন থেকে ভালোবাসার একটি আয়াতঃ
سَلَامٌ قَوْلًا مِن رَّبٍّ رَّحِيمٍ  
উচ্চারণঃ সালামুন ক্বাওলাম-মির-রাব্বির-রাহিম।
অর্থঃ করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম
সুরা ইয়াসীনঃ ৫৮।

#আনসারুস_সুন্নাহ