বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

মুসলমানদের ঘরে যখন কোন শিশু জন্মগ্রহণ করে

মুসলমানদের ঘরে যখন কোন শিশু জন্মগ্রহণ করে তখন তার কানে আযান দেওয়া হয়, কিন্তু সেই আযানের পরে কোন নামায পড়া হয়না। আবার সেই শিশুটি যখন বড় হয়, ৬০ বছর/৭০ বছর হায়াত শেষে মারা যায়, তখন তাকে গোসল করিয়ে তার জানাযার নামায পড়া হয়, কিন্তু সেই নামাযের জন্যে কোন আযান বা ইকামত দেওয়া হয়না। এ ব্যপারটি দ্বারা এই ইশারা রয়েছে যে, মানুষের জীবন আসললে খুবই ছোট, যেন একটা ওয়াক্তের আযান দেওয়া ও তার নামায পড়ার মধ্যে অল্প একটু সময়ের ব্যবধান মাত্র। শেষ বিচারের দিন কাফির, মুশরেক, মুনাফেক ও পাপীষ্ঠরা যখন জাহান্নামের কঠিন শাস্তি দেখবে তখন আফসোস করতে থাকবে আর আল্লাহর কাছে অনুরোধ করে বলবে, হে আল্লাহ আম্্রা আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনি আমাদেরকে পুনরায় দুনিয়াতে পাঠান, তাহলে আমরা ঈমান আনবো এবং নেক আমল করবো। কিন্তু তাদের এই প্রার্থনা কবুল করা হবেনা। তখন আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমরা কতদিন অবস্থান করেছিলে? জাহান্নামীরা বলনে, একদিন বা মাত্র এক বেলা। আল্লাহ তখন বলবেন, সত্যিই তোমরা দুনিয়াতে খুব অল্প সময় অবস্থান করেছিলে, যদি তোমরা সেটা বুঝতে পারতে!

(সুরা মুমিনের শেষের দিকের আয়াত অবলম্বনে)