বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

হিজাব-পর্দার বিধানে শিথিলতা

আল্লাহ তায়ালা বলেন,
যে জানে আর যে জানেনা, তারা কি কখনো সমান হতে পারে?
সুরা নূরের আয়াতের অর্থ অনুযায়ী, যেই সমস্ত নারীরা এতো বৃদ্ধ হয়ে গেছে যে তারা পুনরায় বিয়ের জন্যে আশা করেনা, পুরুষেরা যাদের প্রতি যৌন আকর্ষণ অনুভব করবেনা, তাদের জন্যে হিজাব-পর্দার বিধান কিছুটা শিথিল করা হয়েছে। যদিও ফিতনার আশংকা নেই বললেই চলে, তবুও তারা যদি পূর্ণ হিজাব-পর্দা করে, আল্লাহ বলেছেন সেটা উত্তম। তাহলে এবার চিন্তা করে দেখুন, ১৫-২০ বয়সের বা তার চাইতে কম বা বেশি বয়সী কিশোরী, যুবতী মেয়েরা, যাদের জন্যে পুরুষেরা লালায়িত থাকে, তাদের জন্যে বোরখা ছাড়া চলাফেরা করা আল্লাহর দৃষ্টিতে কতটা নিকৃষ্ট হতে পারে?
আল্লাহ তায়ালা বলেন,

চিন্তা-ভাবনা শুধুমাত্র তারাই করে যারা হচ্ছে উলিল আলবাব (বুদ্ধিমান)।