শনিবার, ২৮ জুন, ২০১৪

বেশি খাওয়ার কুফল



বেশি খাওয়ার কুফলঃ

রোযা আসলে অনেকে সারাদিন রোযা রেখে ইফতারির সময় পেট ভর্তি করে খায়। এর পরে কষ্ট শুরু হয়, রাতে ইবাদত করা অনেক কষ্ট হয়ে যায়। একসময় আমি নিজেই সাহরীর সময় যত বেশি খাবার ও পানি খাওয়া যায় সেই চেষ্টা করতাম আর মনে করতাম – এতে রোযা রাখা সহজ হবে! অথচ এটা বোকামি, কারণ যারা বেশি খায় তাদের ক্ষুদাও লাগে বেশি + একটু সময় খাবার ছাড়া থাকলে তাদের কষ্ট বেশি হয়। যাই হোক নিচের কথাগুলো সবার আগে আমার নিজেসহ এমন যারা করেন তাদের জন্য কিছু উপদেশ, মনোযোগ দিয়ে লক্ষ্য করুনঃ-

ইমাম ইব্রাহীম আন-নাখবী রাহি’মাহুল্লাহ, যিনি ইমাম আবু হা’নীফা রাহি’মাহুল্লাহর উস্তাদ ছিলেন, তিনি বলেছেনঃ
“তোমাদের পূর্বে যারা ছিলো তারা ৩টি কারণে ধ্বংস হয়েছেঃ-
১. বেশি কথা বলা
২. বেশি খাওয়া
৩. বেশি ঘুমানো

ইমাম মুহা’ম্মাদ ইবনে ইদরীস, যিনি ইমাম শাফেয়ী নামে বেশি পরিচিত তিনি বলেছেনঃ-
“আমি গত ১৬ বছরে পেট ভর্তি করে খাইনি। কারন পেট ভর্তি করে খাওয়া
১. শরীরকে ভারী করে
২. বুদ্ধির প্রখরতা কমিয়ে দেয় (ছাত্রদের জন্য অত্যন্ত ক্ষতিকর)
৩. ঘুম বৃদ্ধি করে এবং

৪. ইবাদতের জন্য বান্দাকে অলস করে দেয়।