প্রশ্ন করা হয়েছিল
-
১. আল্লাহ কি
সবজায়গায় বিরাজমান?
২. আল্লাহ কি একই
সাথে সবজায়গায় বিরাজমান?
৩. আল্লাহ কি
সবকিছুর ‘ভিতরে’ আছেন?
হিন্দুস্থানের দেওবন্দী
আলেমদের ফাতাওয়াঃ
১. জি, হ্যা।
আল্লাহ তাআলা সব জায়গায় আছেন।
২. জি হ্যা। একই
সময়ে তিনি সর্বত্র বিরাজমান।
৩. সকল বস্তুর
মাঝেই আল্লাহ তাআ’লা রয়েছেন।
এ সবগুলো বিষয়
কুরআনের আয়াত দ্বারা সাব্যস্ত।
[সূত্রঃ দারুল উলুম
দেওবন্দ, উর্দু ফাতাওয়া নং- ৩২৬৪২]
শিরকি ফতোয়ার লিংক
-
http://darulifta-deoband.org/showuserview.do?function=answerView&all=ur&id=32642&limit=1&idxpg=0&qry=%3Cc%3EFAB%3C%2Fc%3E%3Cs%3EISB%3C%2Fs%3E%3Cl%3Eur%3C%2Fl%3E
আল্লাহ তাআলাকে
সবকিছুর ভিতরে থাকা মনে করা কি ‘হুলুল’ এর আকিদা নয়?