পিরিয়ডের কারণে যেই বোনেরা আশুরার
রোজা মিস করেছেন এবং একারণে দুঃখবোধ করছেন তাদের জন্যে বলছি, আশুরার রোজা রাখতে না পারলে কোন
সমস্যা নাই, এইগুলো নফল সুন্নত রোজা। সুতরাং
যেই সমস্ত বোনেরা পিরিয়ডের কারণে আশুরার রোজা মিস করবেন, প্রথম কথা হচ্ছে আশুরার পূর্বে আপনি
যদি নিয়ত করে থাকেন যে, রোজা রাখবেন কিন্তু পিরিয়ডের কারণে রাখতে পারেন নি, তারা ভালো নিয়ত করার কারণে একগুণ
সওয়াব এমনিতেই পেয়ে যাবেন ইন শা আল্লাহ। দ্বিতীয়ত, এই মাসের যেকোন রোজার ফজীলত অনেক বেশি। সুতরাং আপনারা চাইলে আইয়ামে বীজের বা ১৩, ১৩ ও ১৫ তারিখের রোজা রাখতে পারেন।
একটানা তিনটা রাখতে কষ্ট হলে বাকি দিনগুলোর বিশেষ করে সোমবার ও বৃহস্পতিবার মিলিয়ে
৩টা রোজা রাখতে পারেন। ৩টা রাখতে কষ্ট হলে ২টা, ২টা কষ্ট হলে যেকোন সোম বা বৃহস্পতিবারে ১টা রোজা রাখবেন। সুতরাং মন খারাপ করার
কিছু নেই, আল্লাহ যাকে যেইভাবে রেখেছেন
সে সেইভাবে আমল করে আল্লাহর নৈকট্য অর্জনের জন্যে চেষ্টা করবেন ইন শা আল্লাহ।